
রশিদ খানকে সমীহ করেন না, এমন ব্যাটার খুঁজে পাওয়াই দুষ্কর। যত বড় ব্যাটারই হোক না কেন! রশিদ খানের বোলিংয়ে এলে সতর্ক থাকতেই হয়। কিন্তু এবার আইপিএলে রশিদ বাঁধা যেন উৎরে গেছেন ব্যাটাররা। কবজির ঘূর্ণিতে আফগানিস্তানের এই বোলার কোনোভাবেই সুবিধা করতে পারছেন না।
সবশেষ গতকাল (২ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩ ওভার বোলিং করে খরচ করেন ৫০। ৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন বেধড়ক পিটুনি খাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম।
৩ ওভারে মোট ৬টি ছক্কা হজম করেছেন তিনি। প্রথম ওভারে বোলিং করতে এসে দুই ছক্কায় দেন ১৫ রান। দ্বিতীয় ওভারে ১৪ রান দেন একটি করে ছক্কা ও চারে। দুই ওভারে দিয়ে দেন ২৯। আর তৃতীয় ওভারে এসে তো তিনটি ছক্কা হজম করেন এবং মোট খরচ করেন ২১। সবমিলিয়ে ৩ ওভারে ৫০ রান আসে এই লেগ স্পিনারের বোলিং থেকে। ওভারপ্রতি খরচ করেছেন ১৬.৬৬ রানে।
১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার কখনই ছিল না।
আইপিএলের গেল আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে ২৫ রান দিয়েছিলেন এই অভিজ্ঞ স্পিনার। ওভারপ্রতি দিয়েছিলেন ১৫ রান। গতকাল ভেঙেছে সেই রেকর্ড।
তবে এবারই প্রথম নয় বল হাতে ফিফটি। এই নিয়ে অষ্টমবারের মতো বল হাতে ফিফটি করলেন আফগান স্পিনার। তবে আগের সাতবার ৪ ওভার পূর্ণ করেছিলেন। এবারই প্রথম তিন ওভারেই দিলেন ৫০ রান।