
শ্রীলঙ্কার মাটিতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এগিয়ে আছে সিরিজে ২-১ ব্যবধানেও। চতুর্থ ম্যাচে এসেও রেকর্ড সংগ্রহ পেয়েছে যুবারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ৮২ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে দাঁড় করিয়েছে ৩৩৬ রানের বিশাল সংগ্রহ।
যুবাদের ইতিহাসে সবচেয়ে বেশি দলীয় সংগ্রহটাও শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪০ রান। ২০১৯ সালে তাওহিদ হৃদয়ের ১২৩ রানের ইনিংসে এই রান করে লাল সবুজের যুবারা।
শনিবার (৩ মে) টসা জিতে কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের যুবারা আগ্রাসী ছিল ম্যাচের শুরু থেকেই।
৪৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে কালাম সিদ্দিকীর (১৯) বিদায়ে। রান আউটে কাটা পড়েন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৩ রান করে। ৮৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেট জুটিতে যোগ করে ১৩৫ রান।
জাওয়াদ আর রিজানের জুটিতে ম্যাচে শক্ত অবস্থানে চলে যায় সফরকারীরা। বাংলাদেশের বড় পুঁজির ভিতটাও গড়েন এই দুজন। জাওয়াদ খেলেন ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রানের ইনিংস। রিজান খেলেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস। সেই ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৩ ছক্কায়।
এই জুটি ভাঙার পরের ইনিংসগুলো ছিল সবই ক্যামিও। আবদুল্লাহ ২৭ বলে ৩২, দেবাশীষ দেবা ১১ বলে ১৯ এবং আল ফাহাদ ৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।