
গেল মাসেই নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের অবস্থান তুলনামূলক ভালো হলেও টি-টোয়েন্টিতে অবস্থান সুবিধার নয়।
সংক্ষিপ্ত সংস্করণে যে ভালো করতে পারছে না সেটির ছাপ স্পষ্ট র্যাঙ্কিংয়েও। আয়ারল্যান্ড ফেলে দিয়েছে বাংলাদেশের মেয়েদের।
গতকাল (শুক্রবার) নারীদের টি-টোয়েন্টি সংস্করণে বার্ষিক হালনাগাদকৃত দলীয় র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। শীর্ষ আটে থাকা দলগুলোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ দশের শেষ দুই অবস্থানে এসেছে পরিবর্তন। বাংলাদেশ এক ধাপ পিছিয়ে দশম অবস্থানে আর নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।
এই র্যাঙ্কিংয়ে ২০২২ সালের মে থেকে ২০২৪৭ সালের এপ্রিল পর্যন্ত ৫০ শতাংশ ম্যাচ এবং এরপর থেকে এখন পর্যন্ত শতভাগ অনুষ্ঠিত ম্যাচকে হিসাব করা হয়েছে।
এই সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে মাত্র একটিতে (প্রতিপক্ষ পাকিস্তান) জিতেছে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করে সিরিজ। বাকি ৭ সিরিজেই হেরেছে জ্যোতির দল। ঘরের মাঠে গেল বছরের ডিসেম্বরে ধবলধোলাই হয়েছিল আইরিশদের কাছে।
এই বছরের শুরুতে জানুয়ারই-ফেব্রুয়ারিতে প্রথবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সফর করে সেখানে সাদা বলের দুই সিরিজেই পরাজিত হতে হয়েছে। হোয়াইটওয়াশ হয়েছিল তিন ম্যাচের টি-টোয়েন্টিতে। এমন বাজে পারফরম্যান্সের ফলাফলই পাওয়া গেছে আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে।