
ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামার আগে লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে জয় এসেছে ২-১ ব্যবধানে। রেলিগেশন নিশ্চিত হওয়া দলটির বিপক্ষে পাওয়া জয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস বেড়েছে বার্সার।
হান্সি ফ্লিকের দলের হয়ে জয়ের ম্যাচে গোল করেছেন রাফিনিয়া ও ফারমিন লোপেজ।
চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয় ড্রয়ের পর দ্বিতীয় লেগে মাঠে নামবে কাতালানরা বুধবার। সেই ম্যাচকে মাথায় রেখে লা লিগার এই ম্যাচের একাদশে ছিল বেশ কয়েকটি পরিবর্তন।
জয়ের আত্মবিশ্বাসে মূল একাদশের কয়েকজনকে বিশ্রাম দিলেও বার্সেলোনার শুরুটা ছিল অত্যন্ত হতাশাজনক। ম্যাচের মাত্র ৬ মিনিটেই রিয়াল ভায়াদোলিদকে এগিয়ে দেন ইভান সানচেজ। সেপ্টেম্বরের পর মাঠে নেমে বার্সা গোলকিপার টের স্টেগেন পরাস্ত হন সানচেজের শটে। যদিও সেটি আগে তার সতীর্থ ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর পায়ে লেগে দিক বদলে নেয়।
প্রথমার্ধে সেভাবে কোনো আক্রমণ করতে ব্যর্থ হয় কাতালানরা। তাদের অভিষিক্ত দানি রদ্রিগেজ মাত্র আধাঘণ্টা খেলেই মাঠ ছেড়েছেন কাঁধের চোটে। পরে ৩৮ মিনিটে মাঠে আসেন লামিনে ইয়ামাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে দলের মূল একাদশের সদস্য রাফিনিয়া, ফ্রেংকি ডি ইয়ংকেও মাঠে পাঠান হান্সি ফ্লিক। তারা মাঠে আসার পর বাড়ে খেলার গতিও। ৫৪ মিনিটে ইয়ামালের ক্রস হেড করতে পারেননি আরাউহো। গোলকিপার এগিয়ে এসে বল ক্লিয়ার করে দেন। কিন্তু সেই বল পেয়ে বসেন রাফিনিয়া। যেকোনো প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান গোল করতে ভুল করেননি। ফলে ম্যাচে চলে আসে সমতা।
মিনিট ছয়েক পর গোলের দেখা পান ফারমিন লোপেজ। দারুণ খেলছেন তিনি এই মৌসুমে। বক্সের বাইরে থেকে তার নিচু শট জড়িয়ে যায় জালে। এই গোলে ২-১ ব্যবধানে ম্যাচে এগিয়ে যায় বার্সেলোনা। আর তাতেই নিশ্চিত হয়ে যায় জয়।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ৭ পয়েন্টে, যারা রোববার সেল্টা ভিগোর মুখোমুখি হবে। লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি। এর মধ্যে একটিতে বার্সেলোনা ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে নামবে ক্লাসিকো লড়াইয়ে।