
গেল কয়েক ম্যাচে গোলের দেখা পাচ্ছিলেন না লিওনেল মেসি। একইভাবে জয়ও ধরা দিচ্ছিল না ইন্টার মায়ামির ঝুলিতে। অবশেষে গোলের দেখা পেলেন মেসি ৪ ম্যাচ পর। এরই সুবাদে ৩ ম্যাচ পর জয়ের স্বাদ পেয়েছে মায়ামি।
রেড বুলসের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে মায়ামির জয় ৪-১ ব্যবধানে। মেসির গোল পাওয়ার দিন প্রতিপক্ষকেও উড়িয়ে দিয়েছে উজ্জীবিত ইন্টার মায়ামি।
রবিবার (৪ মে) সকালে শেষ হওয়া ম্যাচে মায়ামির হয়ে গোল করেন ফাফা পিঁকু, মার্চেলো ভাইগান্ট, লুইস সুয়ারেস ও মেসি।
এই ম্যাচে মাঠে নামার আগে ভ্যানকুভারের বিপক্ষে দুই লেগেই পরাজিত হয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ইন্টার মায়ামির। ওয়ি দুই ম্যাচ ছাড়াও মাঝে এমএলএসে মৌসুমের প্রথম পরাজয়ের তিক্ত স্বাদও পেয়েছে ডালাসের বিপক্ষে।
তবে অবশেষে তিন ম্যাচ পর জয়ে ফিরল মায়ামি। অন্যদিকে আর্জেন্টাইন জাদুকর মেসি গোল পেয়েছেন চার ম্যাচ পর।
রেড বুলসের বিপক্ষে ম্যাচের ৯ মিনিটেই মায়ামি এগিয়ে যায়। হাইতির ফরোয়ার্ড পিঁকুর গোলে এগিয়ে যায় মায়ামি। ডানপ্রান্ত থেকে সেই বলটি ক্রাস করেছিলেন ভাইগান্ট।
প্রতিপক্ষের জালে এরপর আরও তিন গোল দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ৩০ মিনিটে সেই ভাইগান্টই করেন দ্বিতীয় গোল দলের হয়ে। ৩৯ মিনিটে সুয়ারেজের গোলে স্কোরলাইন হয় ৩–০। মাঝে প্রথমার্ধে একটি গোল শোধ দিতে পেরেছে রেড বুলস।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬তম মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন মেসি। তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে দারুণভাবে ওয়ান-টু খেলে বক্সের ভেতর গায়ে লেগে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ের ভলিতে গোল করেন মায়ামি অধিনায়ক।
১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার পাঁচে এখন মায়ামি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।