
বল হাতে দারুণ পারফরম্যান্স করার পরও রিশাদকে টানা তিন ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখে লাহোর কালান্দার্স। অবশেষে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে একাদশে ফেরেন এই লেগ স্পিনার।
৩ ওভার বোলিং করে ২৮ রান খরচায় ১টি উইকেট পেলেও জয় পায়নি তার দল লাহোর। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। লাহোরের ব্যাটিংয়ের সময় ১৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান তোলার পর নামে বৃষ্টি। তখন ক্রিজে রিশাদ থাকলেও খোলা হয়নি রানের খাতা।
বৃষ্টি থামলেও তখন ব্যাটিংয়ে নামে করাচি। তাতে ১৫ ওভারে করাচির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান। ১৫ ওভারে লক্ষ্যটা বড় হলেও করাচি লড়াই চালিয়ে যাচ্ছিল। রিশাদ যখন বোলিংয়ে আসেন, তখন ৬ ওভারে ৬৮ রান করা লাহোর হারায় ২ উইকেট।
এমন পরিস্থিতিতে বল হাতে দারুণ শুরু করেন রিশাদ। প্রথম ওভারে মাত্র ৭ রান দিয়ে জেমস ভিন্সকে শিকার করেন। তবে দ্বিতীয় ওভারে এক চার ও এক ছক্কায় দেন ১৩ রান।
শেষ ওভারে আরও ৮ রান দিলে তিন ওভারে তার বোলিং ফিগার দাঁড়ায় ২৮ রানে ১ উইকেট। তবে জিততে পারেনি তার দল। করাচি ম্যাচটি জিতে নিয়েছে ৪ উইকেট ও ৩ বল হাতে রেখে।
তবে এই ম্যাচ দিয়ে একটি রেকর্ডও গড়েছেন রিশাদ। কখন পর্যন্ত পিএসএলে তার ঝুলিতে আছে ৯ উইকেট। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে, হয়ে ওঠেন পিএসএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি।