
ভারতের সঙ্গে যুদ্ধের কারণে পিএসএলের বাকি ৮ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু এই সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই তা আবার স্থগিত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কবে নাগাদ পিএসএল মাঠে ফিরবে সেটি নিশ্চিত না করেই আসে স্থগিতের ঘোষণা। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর আবারও চেষ্টা চলছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরুর।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, পিএসএল মাঠে ফিরলে এক ভেন্যুতেই সকল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
ভারত এবং পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও শঙ্কা এখনও কাটছে না। কেননা, সামরিক উত্তেজনা কাটতে আরও সময় প্রয়োজন। এমন অবস্থায় পাকিস্তানের বাইরে পিএসএল আয়োজনের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি।
তবে তিনি বিকল্প হিসেবে সযুক্ত আরব আমিরাত নয়। বিবেচনা করেছেন বাংলাদেশকে পিএসএলের বাকি ম্যাচগুলোর ভেন্যু হিসেবে। বাংলাদেশকে বেছে নেওয়াই তিনি মনে করেন ভালো সিদ্ধান্ত হবে।
বাসিত বলেন, ‘যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে।’
এবারের আসরে আর মাত্র ৮ ম্যাচ বাকি পিএসএলের। লিগ পর্বে ৪টি, প্লে-অফে ৩টি ও ফাইনাল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই কেবল প্লে-অফ নিশ্চিত করেছে।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড। চতুর্থ স্থানে অবস্থান করছে লাহোর কালান্দার্স।