
যুদ্ধবিরতির পর আগামী শনিবার (১৭ মে) থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। এই ঘোষণা দেওয়ার কয়েকঘন্টা পর চলে এসেছে পিএসএল ফেরার ঘোষণাও।
আইপিএলের মতো পিএসএলও ১৭ই মে থেকে শুরু হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আবার খেলা শুরুর ঘোষণা দিয়েছেন।
নতুন সূচি অনুযায়ী শুরু হতে যাওয়া পিএসএলের ফাইনাল হবে ২৫ মে।
আগের সূচিতে ১৮ মে ফাইনাল হওয়ার কথা ছিল টুর্নামেন্টটির। এরপর মে মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যাবে তা সহজেই অনুমেয়।
টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিয়ে মহসিন নাকভি লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর ম্যাচ। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’
যুদ্ধবিরতির পরই সম্ভাবনা তৈরি হয় পিএসএল মাঠে ফেরার। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোও ইঙ্গিত দিয়েছিল ১৬ থেকে ১৮ মের মধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগটি ফের মাঠে ফেরার।
তবে মূল চ্যালেঞ্জ হলো পাকিস্তান ছেড়ে নিজ দেশে চলে যাওয়া বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনা।