
কোনো না কোনো ঘটনা লেগেই থাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। সমস্যায় জর্জরিত ক্রিকেট বোর্ডটি দিনের পর দিন ভুগেছে। সবশেষ মার্চে টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে একজন করেছিলেন পদত্যাগ ও একজনকে সরিয়ে দিয়েছিল বোর্ড।
রভম্যান পাওয়েলের জায়গায় ওয়ানডে অধিনায়ক হয়েছেন শাই হোপ। আর টেস্টের দায়িত্ব এমন একজনকে দেওয়া হয়েছে যিনি কিনা এই সংস্করণে দলে ছিলেন না দুই বছর। দলে যখন ফিরলেন, একেবারে অধিনায়ক হয়েই ফিরলেন। টেস্ট ফরম্যাটের নেতৃত্বভার তুলে দেওয়া হলো রোস্টন চেজের হাতে।
অবাক করা হলেও সত্য তিনি সবশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের মার্চে জোহনসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মাঝে উইন্ডিজরা ১৩ টেস্ট খেলেছে। যেখানে দলে ছিলেন না তিনি। এই সংস্করণে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও নেই তার।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন চেজ।
অধিনায়কত্বে অভিজ্ঞতা না থাকলেও লাল বলের মাঠের ক্রিকেটে বেশ অভিজ্ঞ তিনি। এখন পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন ৪৯ ম্যাচ। ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাচ্ছেন চেজ।
টেস্টে তার নামের পাশে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিসহ ২ হাজার ২৬৫ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮৫ উইকেট। আগামী ২৫ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা।