
আজ থেকে আবারও মাঠে ফিরছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যুদ্ধবিরতির কারণে থেমে যাওয়া পিএসএল পুনরায় শুরু হওয়ায় কপাল খুলে গেছে সাকিব আল হাসানের। ৬ মাসের বিরতি শেষে তিনিও সুযোগ পেয়েছেন মাঠের ক্রিকেটে ফেরার।
পিএসএলে তাকে দলে ভিড়িয়েছে রিশাদের দল লাহোর কালান্দার্স। আর সেই দলের হয়ে মাঠে নামতে উদগ্রীব হয়ে আছেন সাকিব।
শনিবার (১৭ মে) লাহোরের হয়ে খেলতে ইসলামাবাদে পৌঁছেছেন তিনি। সাকিবের পাকিস্তানের পৌঁছানোর খবরটি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন লাহোর কালান্দার্স।
সাকিবের সঙ্গে পাকিস্তানে পা রাখেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। সাকিবের সফরসঙ্গী ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারও।
ইসলামাবাদ পৌঁছে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন সাকিব। লাহোর কালান্দার্সের আপলোড করা ভিডিওতে সাকিব বলেন, ‘পাকিস্তান সুপার লিগে ফিরে আসতে পেরে ভালো লাগছে, বেশ রোমাঞ্চিত আমি। আশা করছি কাল একটা ভালো ম্যাচ খেলতে পারব, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের সামনে। মাঠে নামতে তর সইছে না আমার।’
অঘোষিত কোয়ার্টার ফাইনালে আগামীকাল লাহোর মাঠে নামবে পেশোয়ার জালমির বিপক্ষে। ৯ ম্যাচে লাহোরের ৪ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচ থেকে ৯ পয়েন্ট। অবস্থান টেবিলের চতুর্থ।
অন্যদিকে, তাদের প্রতিপক্ষ বাবর আজমের পেশোয়ার জালমি ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। দু দলের মধ্যে যে দল জিতবে প্লে-অফে জায়গা করে নেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে তারা।
নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চোটের কারণে লাহোরের স্কোয়াডে জায়গা হয়েছে সাকিবের।
উল্লেখ্য, ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয় তার। এরপর ২০১৭ ও ২০২৩ সালে পেশোয়ার জালমির হয়ে পাকিস্তানের এই লিগে খেলেছেন তিনি।