ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

দারিদ্র্য জয় করে জাতীয় দলে সোনালী

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৬:০০ পিএম
দারিদ্র্য জয় করে জাতীয় দলে সোনালী
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের হাঁড়িভাসা ইউনিয়নের প্রত্যন্ত বনগ্রামের দরিদ্র মেয়ে ফেরদৌসি আক্তার সোনালী। বাবা ভ্যানচালক। কিন্তু তিনি এখন আর শুধু ভ্যানচালকের কন্যা নন, বাংলাদেশেরও কন্যা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গর্বিত সদস্য। রক্ষা করেন গোলপোস্ট। দারিদ্র্য, সামাজিক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা পেছনে ফেলে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছেন আন্তর্জাতিক অঙ্গনে। বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন জর্ডানে। 

সোনালীর বেড়ে ওঠা দেশের শেষ প্রান্তের জেলা পঞ্চগড় সদর উপজেলার বনগ্রামে। তার বাবা ফারুক ইসলাম পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক, মা মেরিনা বেগম একজন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে সোনালী সবার বড়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার প্রবল টান থাকলেও পারিবারিক আর্থিক অনটন ছিল তার নিত্যসঙ্গী। সোনালীর প্রাথমিক শিক্ষা শুরু হয় স্থানীয় গইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর হাঁড়িভাসা বালিকা উচ্চবিদ্যালয়ে পড়ার সময় থেকেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন। ফুটবলের প্রতি তার আগ্রহ এবং মাঠে পারফরম্যান্স নজরে পড়ে স্থানীয় টুকু ফুটবল একাডেমির। এর পরই শুরু হয় তার প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের যাত্রা। ২০২৩ সালে সোনালী ভর্তি হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। বর্তমানে তিনি নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং বিকেএসপিতে গোলরক্ষক হিসেবে পেশাদার প্রশিক্ষণ নিচ্ছেন। তার নিষ্ঠা, প্রতিভা এবং পরিশ্রমের পুরস্কারস্বরূপ জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে।

মেয়ের এমন অর্জনে আবেগ ধরে রাখতে পারেননি তার বাবা ফারুক ইসলাম। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই মেয়ের ফুটবলের প্রতি আগ্রহ ছিল। অনেকেই নানা কথা বলত, আমিও মাঝেমধ্যে নিষেধ করেছি। কিন্তু সে থামেনি। খেয়ে না খেয়ে অনুশীলনে যেত। আজ সে দেশের হয়ে বিদেশে খেলছে- এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ।’ সোনালীর মা মেরিনা বেগম বলেন, ‘মেয়ের খেলা নিয়ে অনেক প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু আমরা সব সময় তাকে উৎসাহ দিয়েছি। আজ সে জাতীয় দলে খেলছে। আমরা বিশ্বাস করি, সে দেশের মুখ উজ্জ্বল করবে। সবাই ওর জন্য দোয়া করবেন।’

সোনালীর ফুটবল যাত্রার পথপ্রদর্শক টুকু ফুটবল একাডেমির পরিচালক টুকু রেহমান বলেন, ‘সোনালী খুব পরিশ্রমী ও প্রতিভাবান খেলোয়াড়। আমি সব সময় জানতাম সে বড় কিছু করবে। তার এই অর্জন শুধু আমাদের একাডেমির নয়, পুরো পঞ্চগড়ের গর্ব।’

জাতীয় নারী দলের আরেক গোলরক্ষক ইয়ারজান বেগমও পঞ্চগড়ের হাঁড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামের বাসিন্দা। তিনিও প্রশিক্ষণ নিয়েছেন একই একাডেমিতে। এ বিষয়ে হাঁড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ‘আমাদের ইউনিয়নের দুটি গ্রামের দুই মেয়ে জাতীয় দলে খেলছে, এটা শুধু গর্বের বিষয় নয়, এটি সামাজিক পরিবর্তনের প্রতীকও। সোনালীর এই অর্জন শুধু তার একার নয়, এটি প্রমাণ করে প্রত্যন্ত গ্রামের মেয়ে যদি সুযোগ পায়, তাহলে সেও দেশের গর্ব হতে পারে।’

টেস্টের পর ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম
টেস্টের পর ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

একটা জয়ে ফিরতে পারে হারানো আত্মবিশ্বাস- এমন ধারণা ছিল বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে। হ্যাঁ, প্রয়োজনীয় সেই জয়ে এসেছে কিন্তু বাংলাদেশ হয়নি আত্মবিশ্বাসী। ফলস্বরূপ লঙ্কান দ্বীপে আরও একটি সিরিজ হারের গল্প লিখেছে টিম টাইগার্স।

মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ৯৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা তাদের খাতায় যোগ করে ৭ উইকেটে ২৮৫। লক্ষ্য তাড়ায় কখনোই জয়ের পথে ছিল না বাংলাদেশ। নিদারুণ ব্যাটিংয়ে ৩৯.৪ ওভারে অলআউট হয় ১৮৬ রানে।

শ্রীলঙ্কার মাটিতে কখনোই ওয়ানডে সিরিজ জিতেনি বাংলাদেশ ক্রিকেট দল। এ যাত্রায় কলম্বোয় প্রথম ওয়ানডে হারে ৭৭ রানে। একই ভেন্যুতে ১৬ রানের জয়ে সমতায় ফেরে সফরকারীরা। তাতে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ আসে। তবে আত্মবিশ্বাস হারানো বাংলাদেশ দল আরও একবার ব্যর্থ হলো ২২ গজে।

লক্ষ্য তাড়ায় টাইগার ব্যাটাররা উপহার দেয় উদাসীন ব্যাটিং। দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মারেন ডাক। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং দুস্মান্থা চামিরা। দুনিথ ভাল্লালাগে এবং ভানিন্দু হাসারাঙ্গা ২টি করে পান।

১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে শ্রীলঙ্কা সফর শুরু করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারল ২-১ ব্যবধানে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল, যা শুরু হবে আগামী ১০ জুলাই।

 

কুশল মেন্ডিসের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
কুশল মেন্ডিসের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা
ছবি : সংগৃহীত

ছোট ছোট জুটি গড়ে এগোচ্ছে শ্রীলঙ্কা। ১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ভারসাম্য হারালেও এখন আবার ঠিকঠাক এগোচ্ছে কুশল মেন্ডিসের ব্যাটে। ৩৪ ওভারের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান।

দলীয় ১৩ রানে তানজিম হাসান সাকিবের বলে নিশান মাদুশাঙ্কা ১ রান করে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্তর হাতে। তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। 

সেই জুটিতে দলীয় ৬৯ রানে বাধ সাধেন আগের ম্যাচে ফাইফার নিয়ে নায়ক বনে যাওয়া তানভীর ইসলাম। বড় শট খেলার প্রচেষ্টায় বাউন্ডারি পারভেজ হোসেন ইমনের হাতে ধরা পড়েন ৩৫ রান করা নিশাঙ্কা।

এরপর আরও একটি ছোট জুটি হয় কামিন্দু মেন্ডিসের সঙ্গে কুশল মেন্ডিসের। দুই মেন্ডিসের জুটি ভাঙেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩১ রানের জুটিটি ভাঙে কামিন্দু মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে। ১০০ রানে তাতে তৃতীয় উইকেটের পতন ঘটে।।

তবে একপ্রান্ত আগলে রাখা কুশল মেন্ডিস ইঙ্গিত দিচ্ছেন দলের বড় সংগ্রহের। অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে নিয়ে এখন পর্যন্ত গড়েছেন ৮২ রানের জুটি। ৮৫ রানে অপরাজিত কুশল অপেক্ষায় আছেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতকের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আসালাঙ্কা অপরাজিত আছেন ৪২ রানে।

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান দল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান দল
ছবি : সংগৃহীত

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। সেই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। 

ঘোষিত এই স্কোয়াডে জায়গা হয়নি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের। বেশ কিছুদিন ধরেই তারা উপেক্ষিত পাকিস্তান দলে।

১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন যথারীতি সালমান আলী আঘা। দলে ফিরেছে মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি ও সুফিয়ান হাকিম। নতুন মুখ সালমান মির্জা। 

চোটে পড়ে দলে সুযোগ পাননি পেসার হারিস রউফ। ঘরের মাঠে অবশ্য তিনি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। টানা তিন সিরিজে দলে রাখা হয়নি বাবর, রিজওয়ান ও শাহিনকে।

আগামী ১৬ জুলাই ঢাকা আসবে পাকিস্তান দল। মিরপুর শেরেবাংলায় ম্যাচ তিনটি হবে ২০,২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

পাকিস্তানের মাটিতে গিয়ে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। লড়াইটা এবার তাই প্রতিশোধেরও!

পাকিস্তান স্কোয়াড: সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, সুফিয়ান মুকিম, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

ক্লাব বিশ্বকাপ এবার ফাইনালে ওঠার লড়াই

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৩:৩৪ পিএম
এবার ফাইনালে ওঠার লড়াই
ছবি : সংগৃহীত

৩২ দলের রোমাঞ্চকর লড়াই শেষে ফিফা ক্লাব বিশ্বকাপ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে চার দল-ফ্লুমিনেন্স, চেলসি, পিএসজি ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে থেকেই উঠে আসবে এবারকার বিশ্বসেরা ক্লাব।

সেমিফাইনালের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার রাতে মাঠে নামবে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও ইংলিশ ক্লাব চেলসি। আর এক দিন পর, বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি ও রিয়াল মাদ্রিদ। 

টুর্নামেন্টে ব্রাজিল থেকে অংশ নিয়েছিল চারটি ক্লাব। গ্রুপ পর্বে তারা সবাই দারুণ চমক দেখিয়ে পৌঁছায় শেষ ষোলোয়। সেখান থেকে ফ্লুমিনেন্স ও পালমেইরাস জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। যদিও পালমেইরাস থেমে যায় শেষ আটেই, একমাত্র ব্রাজিলিয়ান প্রতিনিধি হিসেবে এখন টিকে আছে কেবল ফ্লুমিনেন্স।

অন্যদিকে, ইউরোপীয় দলগুলোর শুরুটা কিছুটা নড়বড়ে হলেও সময়ের সঙ্গে তারা নিজেদের মেলে ধরেছে। শেষ ষোলো থেকে নিজেদের চেনা ছন্দে ফেরে রিয়াল, চেলসি ও পিএসজি। ফলাফল, শেষ চার দলের তিনটিই ইউরোপের।

এ পরিস্থিতিতে একটি অল-ইউরোপিয়ান ফাইনালের সম্ভাবনা যেমন জোরালো, তেমনি দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ মহারণেরও সুযোগ আছে। আর সেটা হতে হলে আজ চেলসিকে হারাতে হবে ফ্লুমিনেন্সকে।

শেষ ষোলোয় ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছিল ফ্লুমিনেন্স। সেই পারফরম্যান্স যদি আবার ফুটে ওঠে, তবে চেলসির পথ কঠিন হতে পারে। এখন দেখার, ফ্লুমিনেন্স কি পারবে আরেকটি চমক উপহার দিতে?

কার হাতে উঠবে গোল্ডেন বুট?

টুর্নামেন্টের সেরা গোলদাতার খেতাব গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও জমে উঠেছে উত্তেজনা। এ মুহূর্তে প্রতিযোগিতায় সবচেয়ে আলোচনায় থাকা দুই নাম রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া এবং চেলসির উইঙ্গার পেদ্রো নেতো।

২১ বছর বয়সী গার্সিয়া যেন এই বিশ্বকাপের বিস্ময়! রিয়ালের হয়ে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই রেখেছেন সরাসরি অবদান, ৪ গোল ও ১ অ্যাসিস্ট। তার পারফরম্যান্স বলছে, গোল্ডেন বুট জয়ের দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে। গার্সিয়ার মতো ৪ গোল করে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছেন বেনফিকার আনহেল দি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো এবং বরুসিয়া ডর্টমুন্ডের সেরহু গিরাসি। অর্থাৎ তাদের গোলসংখ্যা বাড়ার আর সুযোগ নেই।

তবে গার্সিয়ার এই প্রতিদ্বন্দ্বিতায় এখন একমাত্র টিকে আছেন পেদ্রো নেতো। তিনিও করেছেন ৩ গোল। চেলসি যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে এবং নেতো নিজেও ছন্দে থাকেন, তাহলে তিনিও দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন গার্সিয়ার সঙ্গে।

অলিখিত ফাইনালে আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম
অলিখিত ফাইনালে আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
ছবি : সংগৃহীত

পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

বাংলাদেশ একাদশে আছে এক পরিবর্তন। গত ম্যাচে ওয়ার্কলোডের কারণে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ একাদশে ফিরেছেন।

এক ম্যাচ বিরতি দিয়ে একাদশে ফিরেছেন এই ডানহাতি পেসার। অন্যদিকে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ছিল খানিকটা দুশ্চিন্তা। ম্যাচের আগে ফিটনেস টেস্টে উতরে যাওয়ায় তাকে একাদশে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানেগে, দুনিথ ভেল্লালেগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।