ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

নারী ফুটবল এবার জর্ডান ম্যাচে চোখ আফঈদাদের

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট: ০১ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম
এবার জর্ডান ম্যাচে চোখ আফঈদাদের
ছবি: বাফুফে

অচেনা ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমবার খেলতে নেমে বেশ ভালো ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। জর্ডান সফরে গত শনিবার (৩১ মে) নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে আফঈদা খন্দকার প্রান্তিরা। যদিও র‌্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার অবস্থান ৯৪তম এবং বাংলাদেশের অবস্থান ১৩৩তম। তবে ম্যাচজুড়ে প্রাধান্য ছিল ঋতুপর্ণা, মনিকাদেরই। ম্যাচটিতে নিজেদের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক আফঈদা।

রবিবার (১ জুন) বাফুফের পাঠানো ভিডিওতে তিনি বলেছেন, ‘ইন্দোনেশিয়ার সঙ্গে আমরা ড্র করেছি। আমাদের লক্ষ্য ছিল জেতার। কিন্তু আল্লাহ যেটা চেয়েছে, সেটাই হয়েছে। ড্র করেছি আমরা, আলহামদুলিল্লাহ এতে আমরা খুশি। কোচ যে গেম প্ল্যান দিয়েছিল, আমরা সেভাবেই সব করার চেষ্টা করেছি। গোলকিপার থেকে শুরু করে ফরোয়ার্ড লাইন, সবাই গেম প্ল্যানটা ফলো করেছে দেখে আমরা ড্র করতে পেরেছি।’

আগের দিন ম্যাচ খেলায় রবিবার বিশ্রামে কেটেছে ফুটবলারদের। সোমবার থেকে ফের মাঠে অনুশীলন শুরু হবে। এবার লক্ষ্য জর্ডান ম্যাচ। মঙ্গলবার ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৪তম স্থানে থাকা দলটির বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা। আফঈদাদের দৃষ্টি এখন এই ম্যাচের দিকে।

বাংলাদেশ অধিনায়কের কথায়, ‘পরবর্তী ম্যাচের জন্য আমরা সোমবার থেকে শুরু করবো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম
টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা
ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা শ্রীলঙ্কা দল পেল দুঃসংবাদ। টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগেই ছিটকে গেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পান তিনি। সেই চোটেই মূলত এই অভিজ্ঞ অলরাউন্ডার খেলতে পারবেন না টি-টোয়েন্টিতে। সাদা বলের দুই সংস্করণেই শ্রীলঙ্কা দলে কার্যকরি ভূমিকা রাখেন হাসারাঙ্গা। তাকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামা বড় ধাক্কা স্বাগতিকদের জন্য।

চোটে পড়ার কারণে স্কোয়াড ছেড়ে ইতোমধ্যেই তিনি চলে গেছে কলম্বোতে। হাই-পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব করবেন সেরে উঠতে। এখনও তার বিকল্প কাউকে দলে নেওয়ার ঘোষণা দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আগামী ১০ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।

শ্রীলঙ্কা স্কোয়াড

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।

 

ক্রিকেটাররা কিসের চাপে থাকে জানেন না আকরাম খান

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:৫০ পিএম
ক্রিকেটাররা কিসের চাপে থাকে জানেন না আকরাম খান
ছবি : ফাইল

ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার মাটিতে টেস্টের পর ওয়ানডে সিরিজেও হারতে হয়েছে বাংলাদেশকে। গতরাতে (৮ জুলাই) তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৯ রানে হেরে সিরিজে বাংলাদেশ পরাজিত ২-১ ব্যবধানে।

পুরো সিরিজে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন সফরকারীদের ব্যাটাররা। যারা অর্ধশতকের দেখা পেয়েছেন তারা ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন, নয়তো ব্যাট করেছেন ধীরগতিতে। যা ভুগিয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।

বুধবার (৯ জুলাই) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যাটারদের এমন ব্যর্থতায় আক্ষেপ করেছেন বিসিবি পরিচালক আকরাম  খান। তিনি মনে করেন, স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না ক্রিকেটাররা। 

আকরাম খান বলেন, ‘আমাদের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে।’

এতটা চাপ কেন নিচ্ছেন ক্রিকেটাররা, সেটি বুঝতে পারছেন না আকরাম, ‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।’

আকরামের অসন্তুষ্টি কেবল ব্যাটিং নিয়ে নয়, তিনি অসন্তুষ্ট ক্রিকেটারদের আচরণ নিয়েও। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে রানআউটের পর তাওহিদ হৃদয়ের ব্যাট ছুটে মারার ঘটনায় তিনি বলেন, ‘কিছু অ্যাটিটিউডও আছে, যেগুলো দলে প্রভাব ফেলে। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে...এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে। প্রপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সবকিছুতেই উন্নতি করতে হবে।’

সিরিজের তিন ম্যাচের সবকটিতে অলআউট হয়েছে বাংলাদেশ দল। কোনো ম্যাচেই করতে পারেনি পুরো ৫০ ওভার ব্যাটিং। বোলারদের কিছু রানে সম্মানজনক পুঁজি পেয়েছে ম্যাচগুলোতে। যেমন দ্বিতীয় ওয়ানডেতে তানজিম হাসান সাকিব আটে নেমে ২১ বলে ৩৩ রান করেছিলেন। 

মূল ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে নিয়ে হতাশা প্রকাশ করে আকরাম বলেন, ‘এগুলো হলো ভেরি নরমাল বেসিক, ব্যাটারদের জন্য। এগুলো করতেই হবে। অন্য দলগুলো, যারা (ভালো) খেলে, তাদের মধ্যে এই ভুলগুলো পাবেন না। হয়তো ওরা ম্যাচ হারে, জেতে (কিন্তু এমন সমস্যা তাদের নেই)। এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। একটা–দুইটা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিন দিন এটা হয়েই যাচ্ছে—গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেতিবাচক হবে।’

‘দাঁড়িতে নিয়মিত কলপ করতে হলেই বুঝবেন সময় হয়ে গেছে’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম
‘দাঁড়িতে নিয়মিত কলপ করতে হলেই বুঝবেন সময় হয়ে গেছে’
ছবি : সংগৃহীত

গেল মে মাসের ১২ তারিখ টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। তার এমন সিদ্ধান্তে অনেকে অবাক হলেও, তার কাছে এটাই ছিল বিদায় জানানোর সঠিক সময়।

তবে জল্পনা কম হয়নি তার অবসর নিয়ে। অবসরের কারণ জানার আগ্রহে কোনো কমতি ছিল না ভক্ত ও সমর্থকদের। টেস্টের ধকল নিতে কষ্ট হচ্ছে নাকি বাধ্য করা হয়েছিল, দুটি প্রশ্ন ঘোরপাক খেয়েছিল বেশ কিছুদিন।

বর্তমানে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল ইংল্যান্ডে। উইম্বলডন উপভোগ করে সস্ত্রীক লন্ডনে আছেন কোহলিও। সেখানেই যুবরাজ সিংয়ের ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অবসর নিয়ে মহার মজার ছলে বলেন, ‘দু’দিন আগেই দাড়িতে কলপ করলাম। যখন চারদিন পরপর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝতে হবে সময় এসে গিয়েছে।”

ফিটনেসের দিক থেকে কোহলি ছাড়িয়ে যান অনেক তরুণ ক্রিকেটারকেও। এরপরও তিনি কেন এমন কথা বলেছেন অবসর প্রসঙ্গে, সেটি নিয়েও চলছে জল্পনা। অনেকেই ভাবছেন যে প্রধান কোচ গৌতম গম্ভীর তরুণ ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেওয়ার কারণেই তিনি খোঁচা দিয়ে এমন জবাব দিয়েছেন।

যুবরাজ সিংয়ের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশ্ব ক্রিকেটের একাধিক সাবেক তারকা। রবি শাস্ত্রী, শচীন টেন্ডুলকর, কেভিন পিটারসেন এমনকী ব্রায়ান লারার মতো কিংবদন্তিরাও উপস্থিত ছিলেন। 

সাবকে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে রসায়ন নিয়ে কোহলি বলেন, ‘ওর সঙ্গে কাজ না করলে টেস্ট ক্রিকেটে যা করেছি, তা হতো না। আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল। উনি যদি আমার পাশে না দাঁড়াতেন, সমালোচনা সহ্য না করতেন, তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। আমার ক্রিকেট সফরে ওর বিরাট অবদান।’

ভারতীয় দলে অভিষেকের সময় যুবরাজ বড় তারকা। সেই যুবরাজের সঙ্গে অনেকটা সময় খেলেছেন তিনি। সেই কথাও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেট খেলার সময় প্রথম যুবরাজের সঙ্গে পরিচয়। ভারতের হয়ে যখন খেলা শুরু করেছিলাম, তখন যুবরাজ, জহির, হরভজনের মতো সিনিয়রকে পেয়েছি। ওরা আমাকে অনেক পরামর্শ দিয়েছে। ওদের সঙ্গে মাঠে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। যুবরাজ কী ভাবে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে ফিরে এসেছে তা দেখেছি।’

কথা বলেছেন যুবরাজের ক্যান্সারের খবর শোনার পর নিজের অনুভূতি নিয়েও, ‘আমাদের মধ্যে মাঠে ও মাঠের বাইরে দারুণ বন্ধুত্ব ছিল। প্রচুর মজা করেছি। বিশ্বকাপের সময় ওকে খুব কাছ থেকে দেখেছি। তারপর যখন আমরা ক্যানসারের বিষয়ে জানতে পারলাম, তখন চমকে গিয়েছিলাম। এত কাছে থেকেও আমাদের কোনও ধারণা ছিল না। তারপর ও ক্যানসারের সঙ্গে লড়ে কামব্যাক করেছে, সে জন্যই ও চ্যাম্পিয়ন।’

ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম
ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প
ছবি : সংগৃহীত

আগামী ১৪ জুলাই ক্লাব বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

ইতোমধ্যেই সেই ফাইনালে উত্তীর্ণ হয়ে গেছে চেলসি। দ্বিতীয় সেমিফাইনালে আজ (৯ জুলাই) মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। দু দলের মধ্যে যে দল জিতবে তারা চেলসিকে পাবে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে।

ফাইনালে মাঠে থাক্র ব্যাপারে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি খেলাটা দেখতে যাচ্ছি।’

এর আগে সোমবার ডাজন-এর এক সম্প্রচারে উপস্থাপক এমিলি অস্টিন ইঙ্গিত দিয়েছিলেন, ফাইনালে ট্রাম্প থাকতে পারেন। চলতি বছরের মার্চেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো হোয়াইট হাউস সফরে গিয়ে ফাইনাল ম্যাচে মাঠে থাকার দাওয়াত দেন।

নিউ জার্সির গভর্নর ফিল মারফিও জুনের শুরুতে প্রেসিডেন্টকে ম্যাচে আমন্ত্রণ জানান। সেই সময় মারফি বলেছিলেন, ‘আমি জানি না উনি আসতে পারবেন কি না।’

তবে ট্রাম্প নিজেই নিশ্চিত করে দিলেন যে তিনি থাকছেন ফাইনালের গ্যালারিতে। গেল কয়েকমাস ধরেই তিনি বিভিন্ন স্পোর্টস ইভেন্টে যাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ অরলিন্সে সুপার বোল দেখতে গিয়ে রেকর্ড গড়েছেন। তিনিই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি সুপার বোলের ম্যাচে গিয়েছেন।

ড্রাগ-অস্ত্রের শহরে ফুটবল ফেরারি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:০০ পিএম
ড্রাগ-অস্ত্রের শহরে ফুটবল ফেরারি
ছবি : সংগৃহীত

রোজারিও আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি শহর, যা বর্তমানে ড্রাগ ও অপরাধচক্রের দখলে। বহু বছর ধরেই এই শহরে সহিংসতা ও অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। যেই শহরটি অপরাধীদের অভয়ারণ্য, সেখানকার ক্লাব রোজারিও সেন্ট্রালে যোগ দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। যে কাজটি বাকি সেটা করতেই শৈশবের ক্লাবের ফেরা বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার।

নিজের শিকড়ে ফিরে অশ্রুসিক্ত ডি মারিয়া বলেন, ‘সেন্ট্রালের হয়ে চ্যাম্পিয়ন হওয়াটাই এখন বাকি।’ ১৮ বছর আগে রোজারিওতে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন মেসির সাবেক সতীর্থ। শৈশবের স্মৃতিতে ফিরে ৩৭ বছর বয়সী ডি মারিয়া বলেন, ‘এই দীর্ঘ সময় পর বাড়ি ফিরে আসাটা খুবই বিশেষ একটি অনুভূতি। আমি যা চেয়েছিলাম, সেটাই পূরণ হয়েছে, আবার সেন্ট্রালের হয়ে খেলতে পারব। সেন্ট্রালের হয়ে চ্যাম্পিয়ন হওয়াটাই এখন বাকি।’

ডি মারিয়া বহুবার বলেছেন তিনি সেন্ট্রালে ফিরতে চান, কিন্তু ড্রাগ গ্যাংয়ের পক্ষ থেকে মৃত্যুর হুমকি পেয়ে পরিবার নিয়ে ফিরে যেতে সাহস পাচ্ছিলেন না। তবে এবার সেই বাধা ভেঙে নিজের স্বপ্ন পূরণ করতেই ফিরে এলেন। এ যেন জীবনকালেই মৃত্যুভয় জয়। রোজারিওতে অনুশীলন শেষে তার উপলব্ধি ছিল এমন, ‘যখন অনুশীলনে নামলাম, সবকিছুই অবিশ্বাস্য লাগছিল। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি।’

ডি মারিয়া মাত্র চার বছর বয়সে রোজারিও সেন্ট্রালের একাডেমিতে যোগ দেন। ২০০৫ সালে মাত্র ১৭ বছর বয়সে তার পেশাদার ক্যারিয়ারের অভিষেক হয়। ২০০৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের পর তাকে পর্তুগিজ ক্লাব বেনফিকাতে বিক্রি করে দেয় রোজারিও। তার পরের পথচলা ছিল দুর্দান্ত। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস, পুনরায় বেনফিকা- দীর্ঘ পথচলায় ইতোমধ্যে জয় করেছেন ৩০টি শিরোপা। 

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন ডি মারিয়া। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলেরও সদস্য ছিলেন। সব শেষ তিনি বেনফিকার হয়ে ক্লাব বিশ্বকাপে খেলেছেন এবং তিনটি গোল করেন, যদিও তার দল রাউন্ড অফ ১৬-এ চেলসির কাছে হেরে যায়। এখন ক্যারিয়ারের শেষভাগটা উপভোগের অপেক্ষায় এই আর্জেন্টাইন, ‘এই মুহূর্তে আমি শুধু খেলতে চাই, উপভোগ করতে চাই। যত দিন পারি, নিজের সেরাটা দিতে চাই। অবসরের চিন্তা এখন মাথায় নেই।’