
জিততে যেন ভুলেই গেছে বাংলাদেশ দল। টানা দুই টি-টোয়েন্টি সিরিজে হার। পাকিস্তানের মাটিতে কেবল সিরিজ হার নয়, হতে হয়েছে ধবলধোলাই। এমন বাজে পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
রবিবার (১ জুন) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৯৬ রান তুলেও হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আর তাতেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমি বাংলাদেশের ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। কারণ, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। আশা করি, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াব।’
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর ভালোকিছু আশা করা যাচ্ছিল না বাংলাদেশ দলের ওপর পাকিস্তান সিরিজে। সিরিজের প্রথম ম্যাচেই হার ৩৭ রানে। হারের ধারা বজায় থাকে দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ধসে। ৫৭ রানের পরাজয়ে নিশ্চিত হয় সিরিজ হার।
সবশেষ গতকাল (১ জুন) ১৯৬ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েও বাংলাদেশ এড়াতে পারেনি ধবলধোলাই। বিফলে গেছে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ১১০ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি।
ম্যাচ হারলেও অবশ্য গত রাতে (তৃতীয় টি-টোয়েন্টি) নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট লিটন,‘আমরা ভালো বোলিং, ফিল্ডিং—কোনোটিই গত দুই ম্যাচে করিনি। তবে এই ম্যাচে এমন উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেটটা দারুণ। ইমন-তানজিদ সত্যিই দারুণ ব্যাটিং করেছে। বেশির ভাগ ক্রিকেটারই সামনে এগিয়ে এসেছে ও ভালো কাজ করেছে।’
আরব আমিরাত, পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।