
পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচের সবকটিতেই হেরে ধবলধোলাই হয়েছে লিটন দাসরা। সিরিজের শেষ ম্যাচে গতরাতে (২ জুন) ভালো ব্যাটিং করে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করানোর পরও হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
এমন শোচনীয় সিরিজ পরাজয় ও ধবলধোলাইয়ের পর জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স মিস করেছেন দুই বোলারকে। তারা হলেন – মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমার মনে হয় যেকোনো দলই মোস্তাফিজকে মিস করবে। তার স্কিল এমন উইকেটে, তাকে তো মিস করতেই হবে। নাহিদ কিছুটা তরুণ। মাত্রই এসেছে টি-টোয়েন্টিতে, অত অভিজ্ঞ নয়। তবে ফিজ, তাসকিনদের অবশ্যই মিস করবেন। দ্বিতীয় ম্যাচে মেইন বোলারদের একজন শরিফুলও চোটে পড়লো। ফলে কঠিন ছিল।’
হতাশা প্রকাশ করেছেন সিরিজ হার নিয়েও, ‘আসলে যেকোনো সিরিজে হারাটাই হতাশার। আমরা যেখানে আছি, চেষ্টা করছি নতুন কিছু তৈরি করতে। কিছু ব্যাপার চেঞ্জ করতে। তরুণ কিছু ক্রিকেটাররাও আছে। ফলে হতাশাটা আছেই। তবে এতটাও বেশি না যতটা সেটেলড টিম নিয়ে হারলে হতাম।’
এই সিরিজে ভালো করতে পারেননি রিশাদও। তাকে নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘রিশাদের সেরা সিরিজ যায়নি, আমরা জানি, সেও এটা জানে। আমরা তার কাছে আরও বেশি প্রত্যাশা করি। তবে বোলারদের সিরিজ খারাপ যেতেই পারে। তার একটি খারাপ সিরিজ গিয়েছে। সে কাজ চালিয়ে যাবে এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হবে।’