ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

পুরো সিরিজে যাদের মিস করলেন সিমন্স

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:১৫ পিএম
পুরো সিরিজে যাদের মিস করলেন সিমন্স
ছবি : ফাইল

পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচের সবকটিতেই হেরে ধবলধোলাই হয়েছে লিটন দাসরা। সিরিজের শেষ ম্যাচে গতরাতে (২ জুন) ভালো ব্যাটিং করে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করানোর পরও হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

এমন শোচনীয় সিরিজ পরাজয় ও ধবলধোলাইয়ের পর জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স মিস করেছেন দুই বোলারকে। তারা হলেন – মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমার মনে হয় যেকোনো দলই মোস্তাফিজকে মিস করবে। তার স্কিল এমন উইকেটে, তাকে তো মিস করতেই হবে। নাহিদ কিছুটা তরুণ। মাত্রই এসেছে টি-টোয়েন্টিতে, অত অভিজ্ঞ নয়। তবে ফিজ, তাসকিনদের অবশ্যই মিস করবেন। দ্বিতীয় ম্যাচে মেইন বোলারদের একজন শরিফুলও চোটে পড়লো। ফলে কঠিন ছিল।’

হতাশা প্রকাশ করেছেন সিরিজ হার নিয়েও, ‘আসলে যেকোনো সিরিজে হারাটাই হতাশার। আমরা যেখানে আছি, চেষ্টা করছি নতুন কিছু তৈরি করতে। কিছু ব্যাপার চেঞ্জ করতে। তরুণ কিছু ক্রিকেটাররাও আছে। ফলে হতাশাটা আছেই। তবে এতটাও বেশি না যতটা সেটেলড টিম নিয়ে হারলে হতাম।’

এই সিরিজে ভালো করতে পারেননি রিশাদও। তাকে নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘রিশাদের সেরা সিরিজ যায়নি, আমরা জানি, সেও এটা জানে। আমরা তার কাছে আরও বেশি প্রত্যাশা করি। তবে বোলারদের সিরিজ খারাপ যেতেই পারে। তার একটি খারাপ সিরিজ গিয়েছে। সে কাজ চালিয়ে যাবে এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হবে।’

দাঁড়াতেই পারল না লিটনরা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
দাঁড়াতেই পারল না লিটনরা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। ফলে ফরম্যাট বদলালেও বাংলাদেশের ভাগ্য বদলাচ্ছে না।

ওয়ানডে সিরিজ হারের পর বৃহস্পতিবার (১০ জুলাই) টি-টোয়েন্টি সিরিজটাও হার দিয়ে শুরু করেছে টাইগাররা। লিটন দাসের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল বলতে গেলে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতে নিয়েছে লঙ্কানরা।

এদিন আগে ব্যাট করে স্বাগতিকদের ১৫৫ রানের লক্ষ্য দিতে পেরেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে দাপুটে ব্যাটিংয়ে সেই লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ফেলে শ্রীলঙ্কা। পরে অবশ্য তাদের রান তোলার গতি কিছুটা স্লথ হয়ে যায়। তবে জয় আদায় করতে কোনো অসুবিধা হয়নি। ৬ বল হাতে রেখে সহজ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

ওপেনার পারভেজ হোসেন ইমন ছাড়া কারো ব্যাটিংয়ে ছিল না টি-টোয়েন্টির মেজাজ। ফলস্বরূপ বড় পুঁজি পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে টিম টাইগার্স।

চার-ছক্কায় টি-টোয়েন্টির ঝাঁঝে শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। প্রথম ৪ ওভারে দলের খাতায় যোগ করেন ৩৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে তাদের উদ্বোধনী জুটি ভাঙে ৪৬ রানে। নুয়ান থুসারার লোয়ার ফুলটস বল বুঝতে না পেরে থিকসানাকে ক্যাচ দেন তানজিদ। ১৭ বলে ২ চারে ১৬ রান করেন এই ওপেনার।

ব্যাটিং লাইনআপে ধাক্কা লাগলেও ইমন তার ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন। অপরপ্রান্তে অধিনায়ক লিটন দাস ধুঁকতে থাকেন। ডট বলে নিজের ওপর চাপ বাড়ান তিনি। এরপর বিগ হিটে চাপ কমাতে গিয়ে পড়েন এলবিডব্লিউর ফাঁদে। বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। ইনিংসের অষ্টম ওভারে জেফরি ভ্যান্ডার্সির ঘূর্ণিতে আউট হওয়ার আগে ১১ বলে খেলে মাত্র ৬ রানই করতে পারেন লিটন।

পরের ওভারেই ইমনকে থামান থিকসানা। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে শানাকাকে ক্যাচ দেন টাইগার ওপেনার। তখন দলের সংগ্রহ ছিল ৮.৪ ওভারে ৬৭। অর্থাৎ দুর্দান্ত শুরুটা দ্রুতই ফিকে হয়ে যায়। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ এবং নাঈম শেখের জুটিতে। দুজনের ৩৬ বলে প্রতিরোধে আসে ৪৬ রান।

১৮.৩ ওভারে মিরাজকে শিকার বানান থিকসানা। ২৩ বলে ৪ চারে ২৯ রান করেন তিনি। শেষ ৯ বলে আসে ১৯ রান। যেখানে শামীম হোসেনের অবদান ছিল ১৪ রান (৫ বলে ২ ছক্কায়)। নাঈম ২৯ বলে খেলে একটি করে চার-ছক্কায় অপরাজিত ছিলেন ৩২ রানে। মূলত শামীমের ছোট ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ১৫৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।

অনিক/সুমন/

উইম্বলডনের গ্যালারিতে ‘মিয়া জেলু’; লাইক দিয়ে বিতর্কে ঋষভ পান্ত

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম
উইম্বলডনের গ্যালারিতে ‘মিয়া জেলু’; লাইক দিয়ে বিতর্কে ঋষভ পান্ত
ছবি: সংগৃহীত

উইম্বলডনের সৌন্দর্য ও গ্ল্যামার ঘিরে ভাইরাল হওয়া এক ইনফ্লুয়েন্সারকে ঘিরে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। তবে চমকপ্রদ ব্যাপার হলো এই ‘ইনফ্লুয়েন্সার’ আদতে মানুষ নন বরং সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) তৈরি এক চরিত্র।

ইনস্টাগ্রামে তার আইডি ইনফ্লুয়েন্সার মিয়া জেলু নামে। যার অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ১ লক্ষ ৫০ হাজার ছাড়িয়েছে। সম্প্রতি নিজের ‘উইম্বলডন সফরের’ ছবি পোস্ট করেন। গ্লাসে পিমস হাতে, কোর্টসাইডে বসে থাকা এবং সুসজ্জিত বুফে উপভোগের বেশ কিছু ছবিতে তার স্টাইলিশ উপস্থিতি নজর কাড়ে নেটিজেনদের।

এইসব পোস্টে লাইক দেন হাজার হাজার অনুসারী। যার মধ্যে ছিলেন ভারতের কিপার ব্যাটার ঋষভ পান্তও। বিষয়টি ভারতীয় ক্রিকেটভক্তদের চোখ এড়ায়নি। পান্তের লাইক দেওয়া পোস্টগুলো স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে থাকেন তারা। দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে।

তবে কিছুক্ষণ পর দেখা যায় পান্ত তার লাইক তুলে নিয়েছেন। এই আচরণ ঘিরেই শুরু হয়েছে হাস্যরসাত্মক ট্রল ও কৌতুক। একজন টুইটার ব্যবহারকারী লেখেন, ‘ঋষভ পান্ত ভাবছেন তিনি কোনো বাস্তব তরুণীর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, অথচ পুরো ব্যাপারটাই এআই।’

আরেকজন মন্তব্য করেন, ‘কেউ একজন পান্তকে বলে দিক এটা একটা AI অ্যাকাউন্ট!’

এমনকি অনেকেই এ ঘটনাকে তুলনা করছেন সাবেক ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঘটে যাওয়া এক কাণ্ডের সঙ্গে। মে মাসে অভিনেত্রী অবনীত কউরের একটি পোস্টে লাইক দেওয়ার পর কোহলিকে একইভাবে ট্রলের শিকার হতে হয়েছিল।

তখন কোহলি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ফিড ক্লিয়ার করার সময় ইনস্টাগ্রাম অ্যালগরিদম ভুলবশত লাইক রেজিস্টার করে থাকতে পারে।’

ঋষভ পান্ত বর্তমানে লন্ডনে রয়েছেন এবং উইম্বলডনে সরাসরি খেলা উপভোগ করেছেন।

তিনি বলেন, ‘বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সিনারকে সরাসরি দেখতে চেয়েছিলাম। তবে মাঠের বাইরের এই ‘ভুল ইন্টারঅ্যাকশন’ হয়তো সাময়িকভাবে তার মনোযোগ কেড়ে নিয়েছে।

চঞ্চল/সুমন/

বাস্কেটবলে চ্যাম্পিয়ন পুলিশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম
বাস্কেটবলে চ্যাম্পিয়ন পুলিশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এর ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর-১০, ঢাকায় ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ও বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি কাজী মো. ফজলুল করিম প্রধান অতিথি হিসেবে ম্যাচটি উপভোগ করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনেরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উল্লেখযোগ্য দলগুলো হলো বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টিম, ধূমকেতু বাস্কেটবল টিম, বকসীবাজার বাস্কেটবল টিম ও জোসেফাইট বাস্কেটবল টিম।

উল্লেখ্য, সর্বশেষ অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্রীড়া দলটি ২য় বিভাগ জাতীয় বাস্কেটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

তুলি/রিফাত/

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজ হার ১-০ ব্যবধানে। হেরেছে ওয়ানডে সিরিজও (২-১)। এবার শ্রীলঙ্কারর বিপক্ষে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটা হয়েছে টস হারে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য জিতেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তিনি বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডার্সি, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।