
এলিমিনেটরে গুজরাট টাইটান্সকে বিদায় করে কোয়ালিফায়ার দুইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। আইপিএলের সবচেয়ে সফল দলের সামনে পড়েও চাপহীন ক্রিকেট খেলে ২০৩ রানের লক্ষ্য তাড়া করে ১১ বছর পর ফাইনালে জায়গা করে নিয়েছে পাঞ্জাব।
ফাইনালে পাঞ্জাবের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুদলের কেউই আগে আইপিএলের শিরোপা জেতেনি। পাঞ্জাব ফাইনাল নিশ্চিত করার সঙ্গেই সঙ্গেই নিশ্চিত হয়ে গেছে যে এবার আইপিএল পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।
চ্যাম্পিয়ন না হলেও ফাইনাল খেলার স্বাদ রয়েছে দুই দলেরই। বেঙ্গালুরুর ফাইনাল খেলেছে তিনবার আর পাঞ্জাব একবার।
আইপিএলের দ্বিতীয় আসরে ২০০৯ সালে ডেকান চার্জার্সের কাছে ৬ রানে হেরে যায় বেঙ্গালুরুর। ২০১১ সালে ফের ফাইনালে জায়গা করে নিলেও চেন্নাইয়ের কাছে পরাজিত হয় ৫৭ রানে। সবশেষ ২০১৬ সালে সানরাইজার্সা হায়দরাবাদের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায় ৮ রানের ব্যবধানে। দীর্ঘ ৯ বছরের বিরতি শেষে ফাইনালে আবারও উত্তীর্ণ হলো ফ্র্যাঞ্চাইজিটি।
অন্যদিকে, বেঙ্গালুরুর চেয়েও বেশি সময় পর তথা দীর্ঘ ১১ বছর পর ফাইনালে উঠেছে পাঞ্জাব। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাব নামে খেলার সময়ই প্রথমবার ফাইনালে ওঠে তারা। সেবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরে অধরা থেকে যায় শিরোপা স্বপ্ন।
পরিবর্তিত নামে (পাঞ্জাব কিংস) এবারই প্রথম ফাইনালে উঠলো তারা। এবার কী তারা পারবে চ্যাম্পিয়ন হতে। যে দলই জিতবে তারাই পাবে প্রথম শিরোপার স্বাদ। তবে সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন।