
বার্সেলোনার তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন সবার। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করা ইয়ামাল ভেসেছেন প্রশংসায়।
বার্সেলোনা ফাইনাল খেললে ইয়ামালের হাতেই সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার উঠবে এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে যাওয়ায় তা আর হলো না।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা কিংবা সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব, কোনোটাই জুটলো না তার ভাগ্যে। সদ্যসমাপ্ত মৌসুমের সেরা খেলোয়াড় এবং সেরা তরুণ খেলোয়াড়, দুটোই গিয়েছে পিএসজির ঘরে।
মৌসুমসেরা খেলোয়াড় হয়েছেন ওসমান দেম্বেলে এবং সেরা তরুণ খেলোয়াড় দিজিরে দুয়ে। ফাইনালে দুয়ে হয়েছিলেন সর্বকনিষ্ঠ গোলদাতা। ২১ বছর বয়সী এই ফুটবলার করেছিলেন জোড়া গোলও।
ইয়ামালের চেয়ে ৩ ম্যাচ বেশি খেললেও মাঠে দুয়ে খেলেছেন ৭৪০ মিনিট। অন্যদিকে, ইয়ামাল খেলছেন ১ হাজার ১০৩ মিনিট।
দুয়ে ইয়ামালকে পেছনে ফেলেছেন ফাইনালের পারফরম্যান্সে। শনিবার রাতের ফাইনালে ৬৬ মিনিট মাঠে থেকে ২ গোল করার পাশাপাশি ১টি অ্যাসিস্টও করেছেন দুয়ে। এমন পারফরম্যান্সে সেরা একাদশেও জায়গা পেয়েছেন দুয়ে।
বার্সেলোনা ফাইনালে গেলে হয়তো পিএসজির মতো দুটো পুরস্কারই তাদের ঘরে যেতে পারতো। কেননা, দেম্বেলের প্রতিদ্বন্দ্বিও ছিল বার্সেলোনার রাফিনিয়া। তবে শিরোপা জিতে রাফিনহাকে লড়াই থেকে ছিটকে দিয়েছেন দেম্বেলে।
চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ
জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্তার মিলান), মার্কিনহোন (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্দেস (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনহা (পিএসজি), রাফিনহা (বার্সেলোনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা), দেজিরে দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি)।