
নতুন অর্থবছরে ক্রীড়াঙ্গনে বাজেট বেড়েছে ৮৪২ কোটি, ২১ লাখ ৬৩ হাজার টাকা। ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট বাজেট বরাদ্দ করা হয়েছে ২ হাজার ৪২৩ কোটি টাকা। গত বছর এই বাজেট ছিল ১ হাজার ৫৮০ কোটি টাকা। গতকাল সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের বাজেট পেশ করেন। প্রস্তাবিত এই বাজেট পরিচালন ও উন্নয়ন এই দুই খাতে ব্যয় হবে।
উন্নয়ন খাতে ১ হাজার ৪৪০ কোটি ৩৭ লাখ টাকা এবং পরিচালন খাতে ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতে বাজেটের ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা এবং পরিচালন খাতে ৯৫২ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ ছিল।
বরাদ্দকৃত বাজেট থেকে নতুন অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যে সব প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যয় করা হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো উপজেলা পর্যায়ে দ্বিতীয় পর্বে মিনি স্টেডিয়াম নির্মাণ, নড়াইলেনের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়নের পাশাপাশি ইনডোর স্টেডিয়াম এবং ভলিবল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রতিবছর বাজেটে যে খাতগুলোতে বরাদ্দ দেওয়া হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন-অংশগ্রহণ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান, ক্রীড়াক্ষেত্রে প্রতিভা অন্বেষণ, গ্রামাঞ্চলে ক্রীড়া পরিবেশ সৃষ্টি ও দক্ষ ক্রীড়াবিদ তৈরি, বিভিন্ন ক্রীড়া সংস্থাকে অনুদান প্রদান ও অসচ্ছল ক্রীড়াবিদদের কল্যাণ অনুদান প্রদান এবং ক্রীড়া স্থাপনা নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ।