ঢাকা ২৭ আষাঢ় ১৪৩২, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
English
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শ্রীলঙ্কা সফরে টেস্ট দল ঘোষণা, ২ বছর পর দলে ফিরলেন ইবাদত

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:৩৯ পিএম
শ্রীলঙ্কা সফরে টেস্ট দল ঘোষণা, ২ বছর পর দলে ফিরলেন ইবাদত
ইদাবত হোসেন

শ্রীলঙ্কা সফরে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। দলে দীর্ঘ ২ বছর পর ফিরেছেন ইদাবত হোসেন। ইনজুরির কারণে দুই বছর টেস্ট দলের বাইরে ছিলেন তিনি। 

বুধবার (৪ জুন) ২ টেস্ট সিরিজের জন্য ১৬ জনের যে দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দলে আনা হয়েছে তিন পরিবর্তন। ব্যাটার মাহমুদুল হাসান, পেসার তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম বাদ পড়েছেন। ইবাদতের সঙ্গে দলে ফিরেছেন লিটন দাস ও পেসার নাহিদ রানা। লিটন দাস ছুটিতে ছিলেন, আর নাহিদ রানা প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় টেস্ট আর খেলেননি। পিএসএলে খেলতে চলে গিয়েছিলেন পাকিস্তান।

ইবাদত ইনজুরিতে পড়েছিলেন ২০২৩ সালের ৮ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। এরপর থেকেই তিনি ছিলেন দলের বাইরে। তবে এর মাঝে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সব কিছু ঠিক থাকলে তিনি আবার মাঠে নামবেন ১৭ জুন শুরু হতে যাওয়া প্রথম টেস্টে। লাল বলে তিনি সর্বশেষ মাঠেও নেমেছিলেন ২০২৩ সালের ১৭ জুন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল খেলবে দুইটি টেস্ট। গলে ১৭ জুন প্রথম টেস্ট শুরু হওয়ার পর দ্বিতীয় টেস্ট শুরু হবে কলম্বোতে ২৫ জুন। এই টেস্ট সিরিজ দিয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করবে বাংলাদেশ। একইভাবে শ্রীলঙ্কাও। সফরে বাংলাদেশ দল ২টি টেস্ট ছাড়াও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। টেস্ট দল ও ওয়ানডে দলে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হাসান শান্ত। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমা দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।
     

 

দাঁড়াতেই পারল না লিটনরা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
দাঁড়াতেই পারল না লিটনরা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। ফলে ফরম্যাট বদলালেও বাংলাদেশের ভাগ্য বদলাচ্ছে না।

ওয়ানডে সিরিজ হারের পর বৃহস্পতিবার (১০ জুলাই) টি-টোয়েন্টি সিরিজটাও হার দিয়ে শুরু করেছে টাইগাররা। লিটন দাসের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল বলতে গেলে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতে নিয়েছে লঙ্কানরা।

এদিন আগে ব্যাট করে স্বাগতিকদের ১৫৫ রানের লক্ষ্য দিতে পেরেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে দাপুটে ব্যাটিংয়ে সেই লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ফেলে শ্রীলঙ্কা। পরে অবশ্য তাদের রান তোলার গতি কিছুটা স্লথ হয়ে যায়। তবে জয় আদায় করতে কোনো অসুবিধা হয়নি। ৬ বল হাতে রেখে সহজ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

ওপেনার পারভেজ হোসেন ইমন ছাড়া কারো ব্যাটিংয়ে ছিল না টি-টোয়েন্টির মেজাজ। ফলস্বরূপ বড় পুঁজি পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে টিম টাইগার্স।

চার-ছক্কায় টি-টোয়েন্টির ঝাঁঝে শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। প্রথম ৪ ওভারে দলের খাতায় যোগ করেন ৩৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে তাদের উদ্বোধনী জুটি ভাঙে ৪৬ রানে। নুয়ান থুসারার লোয়ার ফুলটস বল বুঝতে না পেরে থিকসানাকে ক্যাচ দেন তানজিদ। ১৭ বলে ২ চারে ১৬ রান করেন এই ওপেনার।

ব্যাটিং লাইনআপে ধাক্কা লাগলেও ইমন তার ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন। অপরপ্রান্তে অধিনায়ক লিটন দাস ধুঁকতে থাকেন। ডট বলে নিজের ওপর চাপ বাড়ান তিনি। এরপর বিগ হিটে চাপ কমাতে গিয়ে পড়েন এলবিডব্লিউর ফাঁদে। বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। ইনিংসের অষ্টম ওভারে জেফরি ভ্যান্ডার্সির ঘূর্ণিতে আউট হওয়ার আগে ১১ বলে খেলে মাত্র ৬ রানই করতে পারেন লিটন।

পরের ওভারেই ইমনকে থামান থিকসানা। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে শানাকাকে ক্যাচ দেন টাইগার ওপেনার। তখন দলের সংগ্রহ ছিল ৮.৪ ওভারে ৬৭। অর্থাৎ দুর্দান্ত শুরুটা দ্রুতই ফিকে হয়ে যায়। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ এবং নাঈম শেখের জুটিতে। দুজনের ৩৬ বলে প্রতিরোধে আসে ৪৬ রান।

১৮.৩ ওভারে মিরাজকে শিকার বানান থিকসানা। ২৩ বলে ৪ চারে ২৯ রান করেন তিনি। শেষ ৯ বলে আসে ১৯ রান। যেখানে শামীম হোসেনের অবদান ছিল ১৪ রান (৫ বলে ২ ছক্কায়)। নাঈম ২৯ বলে খেলে একটি করে চার-ছক্কায় অপরাজিত ছিলেন ৩২ রানে। মূলত শামীমের ছোট ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ১৫৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।

অনিক/সুমন/

উইম্বলডনের গ্যালারিতে ‘মিয়া জেলু’; লাইক দিয়ে বিতর্কে ঋষভ পান্ত

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম
উইম্বলডনের গ্যালারিতে ‘মিয়া জেলু’; লাইক দিয়ে বিতর্কে ঋষভ পান্ত
ছবি: সংগৃহীত

উইম্বলডনের সৌন্দর্য ও গ্ল্যামার ঘিরে ভাইরাল হওয়া এক ইনফ্লুয়েন্সারকে ঘিরে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। তবে চমকপ্রদ ব্যাপার হলো এই ‘ইনফ্লুয়েন্সার’ আদতে মানুষ নন বরং সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) তৈরি এক চরিত্র।

ইনস্টাগ্রামে তার আইডি ইনফ্লুয়েন্সার মিয়া জেলু নামে। যার অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ১ লক্ষ ৫০ হাজার ছাড়িয়েছে। সম্প্রতি নিজের ‘উইম্বলডন সফরের’ ছবি পোস্ট করেন। গ্লাসে পিমস হাতে, কোর্টসাইডে বসে থাকা এবং সুসজ্জিত বুফে উপভোগের বেশ কিছু ছবিতে তার স্টাইলিশ উপস্থিতি নজর কাড়ে নেটিজেনদের।

এইসব পোস্টে লাইক দেন হাজার হাজার অনুসারী। যার মধ্যে ছিলেন ভারতের কিপার ব্যাটার ঋষভ পান্তও। বিষয়টি ভারতীয় ক্রিকেটভক্তদের চোখ এড়ায়নি। পান্তের লাইক দেওয়া পোস্টগুলো স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে থাকেন তারা। দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে।

তবে কিছুক্ষণ পর দেখা যায় পান্ত তার লাইক তুলে নিয়েছেন। এই আচরণ ঘিরেই শুরু হয়েছে হাস্যরসাত্মক ট্রল ও কৌতুক। একজন টুইটার ব্যবহারকারী লেখেন, ‘ঋষভ পান্ত ভাবছেন তিনি কোনো বাস্তব তরুণীর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, অথচ পুরো ব্যাপারটাই এআই।’

আরেকজন মন্তব্য করেন, ‘কেউ একজন পান্তকে বলে দিক এটা একটা AI অ্যাকাউন্ট!’

এমনকি অনেকেই এ ঘটনাকে তুলনা করছেন সাবেক ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঘটে যাওয়া এক কাণ্ডের সঙ্গে। মে মাসে অভিনেত্রী অবনীত কউরের একটি পোস্টে লাইক দেওয়ার পর কোহলিকে একইভাবে ট্রলের শিকার হতে হয়েছিল।

তখন কোহলি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ফিড ক্লিয়ার করার সময় ইনস্টাগ্রাম অ্যালগরিদম ভুলবশত লাইক রেজিস্টার করে থাকতে পারে।’

ঋষভ পান্ত বর্তমানে লন্ডনে রয়েছেন এবং উইম্বলডনে সরাসরি খেলা উপভোগ করেছেন।

তিনি বলেন, ‘বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সিনারকে সরাসরি দেখতে চেয়েছিলাম। তবে মাঠের বাইরের এই ‘ভুল ইন্টারঅ্যাকশন’ হয়তো সাময়িকভাবে তার মনোযোগ কেড়ে নিয়েছে।

চঞ্চল/সুমন/

বাস্কেটবলে চ্যাম্পিয়ন পুলিশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম
বাস্কেটবলে চ্যাম্পিয়ন পুলিশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এর ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর-১০, ঢাকায় ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ও বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি কাজী মো. ফজলুল করিম প্রধান অতিথি হিসেবে ম্যাচটি উপভোগ করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনেরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উল্লেখযোগ্য দলগুলো হলো বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টিম, ধূমকেতু বাস্কেটবল টিম, বকসীবাজার বাস্কেটবল টিম ও জোসেফাইট বাস্কেটবল টিম।

উল্লেখ্য, সর্বশেষ অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্রীড়া দলটি ২য় বিভাগ জাতীয় বাস্কেটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

তুলি/রিফাত/

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজ হার ১-০ ব্যবধানে। হেরেছে ওয়ানডে সিরিজও (২-১)। এবার শ্রীলঙ্কারর বিপক্ষে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটা হয়েছে টস হারে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য জিতেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তিনি বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডার্সি, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।