
শ্রীলঙ্কা সফরে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। দলে দীর্ঘ ২ বছর পর ফিরেছেন ইদাবত হোসেন। ইনজুরির কারণে দুই বছর টেস্ট দলের বাইরে ছিলেন তিনি।
বুধবার (৪ জুন) ২ টেস্ট সিরিজের জন্য ১৬ জনের যে দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দলে আনা হয়েছে তিন পরিবর্তন। ব্যাটার মাহমুদুল হাসান, পেসার তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম বাদ পড়েছেন। ইবাদতের সঙ্গে দলে ফিরেছেন লিটন দাস ও পেসার নাহিদ রানা। লিটন দাস ছুটিতে ছিলেন, আর নাহিদ রানা প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় টেস্ট আর খেলেননি। পিএসএলে খেলতে চলে গিয়েছিলেন পাকিস্তান।
ইবাদত ইনজুরিতে পড়েছিলেন ২০২৩ সালের ৮ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। এরপর থেকেই তিনি ছিলেন দলের বাইরে। তবে এর মাঝে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সব কিছু ঠিক থাকলে তিনি আবার মাঠে নামবেন ১৭ জুন শুরু হতে যাওয়া প্রথম টেস্টে। লাল বলে তিনি সর্বশেষ মাঠেও নেমেছিলেন ২০২৩ সালের ১৭ জুন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল খেলবে দুইটি টেস্ট। গলে ১৭ জুন প্রথম টেস্ট শুরু হওয়ার পর দ্বিতীয় টেস্ট শুরু হবে কলম্বোতে ২৫ জুন। এই টেস্ট সিরিজ দিয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করবে বাংলাদেশ। একইভাবে শ্রীলঙ্কাও। সফরে বাংলাদেশ দল ২টি টেস্ট ছাড়াও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। টেস্ট দল ও ওয়ানডে দলে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হাসান শান্ত। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমা দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।