
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজ শেষ হলে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সেই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়াডে দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ।
সোমবার (২৩ জুন) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।
দীর্ঘদিন পর নাঈম যেমন দলে ফিরেছেন, তেমনিভাবে চোটে কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি।
এই সিরিজ দিয়েই স্থায়ী ওয়ানডে অধিনায়কত্বের অভিষেক ঘটাবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
দলে ডাক পাওয়া নাঈম সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেছিলেন তিনি। বাদ পড়েছেন সৌম্য সরকার।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।