
ওলি পোপের সেঞ্চুরি হাঁকালেও, ১ রানের আক্ষেপে পুড়েছে হ্যারি ব্রুক। প্রসিধ কৃষ্ণার বলে ৯৯ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এই দুই ব্যাটারের ব্যাটে ভারতকে ভালোই জবাব দিচ্ছিল ইংল্যান্ড। তাতে করে জমে উঠেছিল হেডিংলি টেস্ট।
তবে জাসপ্রিত বুমরাহর ৫ শিকারে নাটকীয়ভাবে ৬ রানের লিড পেয়ে যায় ভারত। ইংলিশরা অলআউট হয় ৪৬৫ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি ভারতের। ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকানো যশস্বী জয়সওয়াল ফিরেছেন দ্বিতীয় ইনিংসে দ্রুতই। ব্যক্তিগত ৪ ও দলীয় ১৬ রানে ব্রাইডেন কার্সের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন জেমি স্মিথের হাতে।
উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তিনে নামা সাই সুদর্শন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে ফিরেছেন তিনি ৩০ রান করে। লোকেশ রাহুল ৪৭ ও শুভমান গিল ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। সফরকারীদের রান ২ উইকেটে ৯০। তাতে লিড দাঁড়িয়েছে ৯৬ রানে।
এর আগে, তৃতীয় দিনের শুরুতে ৩ উইকেটে ২০৯ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। প্রসিধ কৃষ্ণা ফেরান শতক হাঁকানো ওলি পোপকে। ১৪ চারে তিনি করেন ১০৬ রান।
পোপের বিদায়ে ব্রুক ও স্টোকস গড়েন ৫১ রানের জুটি। ২০ রান করে সিরাজের মোহাম্মদ বলে স্টোকস ফিরলেও ৭৩ রানের নতুন জুটি গড়েন ব্রুক-স্মিথ। দুইবার জীবন পাওয়া ব্রুক শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন ১ রানের আক্ষেপকে সঙ্গী করে। প্রসিধ কৃষ্ণার বলে ফিরেছেন ৯৯ রান করে।
স্মিথ (৪০) ও শেষদিকে ওকস (৩৮) কিছুটা প্রতিরোধ গড়লেও, বুমরাহর গতির সামনে হার মানে ইংল্যান্ড। শেষ তিন উইকেটের দুটি তুলে নিয়ে ১২বারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান বুমরাহ, যা দেশের বাইরে কপিল দেবের সঙ্গে যৌথভাবে ভারতের শীর্ষ রেকর্ড। সিরাজ দুটি এবং প্রসিদ্ধ পান তিনটি উইকেট। শেষপর্যন্ত ৪৬৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।