
জিতলেই নিশ্চিত শেষ ষোলো। এমন সমীকরণ জেনেই মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি আল আইনের বিপক্ষে। কেবল জিতলেই চলবে, এমন ম্যাচে সিটি রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে আরব আমিরাতের ক্লাবটিকে ৬-০ ব্যবধানে।
বিরাট ব্যবধানের এই জয়ে ক্লাব বিশ্বকাপের জি গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে ফেলেছেন পেপ গার্দিওলার শীষ্যরা। তাদের জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে জুভেন্টাসেরও।
সিটির হয়ে জোড়া গোল করেছেন ইলকায় গুন্দোয়ান। সমান একটি করে গোল করেছেন আর্লিং হালান্ড, ক্লদিও এচেভেরি, অস্কার বব ও রায়ান শেরকির।
জোড়া গোল করা গুন্দেয়ানের পা থেকে গোল এসেছে ম্যাচের ৯ ও ৭৩ মিনিটে। প্রথমার্ধে আরও দুটি গোল করে ম্যানচেস্টার সিটি। ২৭ মিনিটে আসে এচেভেরির পা থেকে আর দ্বিতীয় গোলটি প্রথমার্হের যোগ করা সময়ে পেনাল্টি থেকে করেন আর্লিং হালান্ড।
দুই বদলি খেলোয়াড় মাঠে নেমে বাড়িয়েছেন ব্যবধান। শেষ ১০ মিনিটে দুজনেই পান গোলের দেখা। ফলে নিশ্চিত হয় বড় জয়। অস্কার বব ৮৪ এবং রায়ান শেরকি ৮৯ মিনিটে গোল করেন। দুজনেরই ছিল সিটির জার্সিতে প্রথম গোল।
ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস মুখোমুখি হবে বৃহস্পতিবার, উভয় দলের শেষ গ্রুপ ম্যাচে। সেই ম্যাচেই নির্ধারণ হবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে যাবে।