
শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। গল টেস্টে দুই ইনিংসেই শতক হাঁকিয়ে গড়েছেন বেশকিছু রেকর্ড। এরপরই গুঞ্জন ওঠে টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন তিনি।
সূত্রের বরাত দিয়ে এমন একটি খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
সোমবার (২৩ জুন) শ্রীলঙ্কার কলম্বোতে দলীয় অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’
সাধারণত একজন খেলোয়াড় চেষ্টা করেন ভালো পারফর্ম করে তবেই অবসর কিংবা অধিনায়কত্ব ছাড়তে। শান্তর ক্ষেত্রেও কি এমনকিছু হতে যাচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবথেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্লান নেই।’
লোক দেখানো কোনোকিছু করার কথা ভাবছেন না শান্ত, সেটিও নিশ্চিত করেছেন সাংবাদিকদের, ‘ভালো খেলতে ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে ওটাই করা হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো।’
সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। সেটিকে সামনে রেখে অনুরোধ করে শান্ত বলেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আমি আশা করব এটা কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।’