ঢাকা ১ শ্রাবণ ১৪৩২, বুধবার, ১৬ জুলাই ২০২৫
English

শুভ জন্মদিন লিওনেল মেসি শেষ নাচের অপেক্ষায় জাদুকর

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৪৫ এএম
শেষ নাচের অপেক্ষায় জাদুকর
ছবি : সংগৃহীত
২৪ জুন, ১৯৮৭। এক উষ্ণ দুপুরে রোসারিওর আকাশে ফুটেছিল এক ফুটবল-নক্ষত্রের জন্মরং। তিন যুগ পেরিয়ে আজ তিনি ৩৮। যিনি শুধু একজন ফুটবলার নন। তিনি ইতিহাস, তিনি সময়ের মহাকাব্য। তিনি কি কেবল বয়সে বন্দি এক ফুটবলার? না, তিনি এক আবেগের নাম, এক বিপ্লবী। এক চিরন্তন কবিতা, যিনি সময়কে থমকে দিয়েছেন বাঁ পায়ের জাদুতে। 
 
বাঁ পায়ের কেরামতি। সেটা অপার্থিব নাকি মায়াবী বিভ্রম। কেউ বলে ঐশী দক্ষতা, কেউবা অত্যাশ্চর্য ক্ষমতা। সবুজ গালিচায় সর্পিল গতিতে তার আঁকাবাঁকা চলা মুগ্ধতার রেণু ছড়ায়। সঙ্গে ওলটপালট হয় রেকর্ড বুক। কত গোল, কত ট্রফি, কত কীর্তি, রোসারিও থেকে বার্সেলোনা, টিস্যু পেপারে সাইন করা থেকে ভুবন মাতানো এক ফুটবলার- লিওনেল আন্দ্রেস মেসি।
 
শুরুটা ছিল তীব্র লড়াইয়ের। ছোটবেলায় গ্রোথ হরমোনের অভাবে খর্বকায় শিশু মেসিকে কেউ ভাবেনি বিশ্ব কাঁপাবে। কিন্তু বার্সেলোনায় সেই যাত্রা শুরু হয়েছিল চুপিচুপি, যেন কোনো গীতিকাব্যের প্রথম লাইন।
 
২০০৪ সালে ক্লাব ফুটবলে অভিষেক, এরপর কেটে গেছে প্রায় দুই দশক। অনেক শিরোপা, কত্ত ব্যালন ডি’অর। তার গোলের সংখ্যা কাঁড়ি কাঁড়ি, রেকর্ডের খাতা যেন ফুরোচ্ছে না কিছুতেই। তবুও একটা অপূর্ণতা ঘিরে ছিল তাকে, তাও একটানা প্রায় এক যুগ।
 
একটি বিশ্বকাপের জন্য কত হাপিত্যেশ ছিল মেসির, তা সবারই জানা। ম্যারাডোনার নেতৃত্বে ১৯৯০, মেসির কাঁধে চড়ে ২০১৪। দুই বিশ্বকাপের ফাইনালেই জার্মান মেশিনে বিকল হয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপের পর দুবার কোপা আমেরিকার খেতাব মিস। পেনাল্টি মিসে সূর্যাস্ত। অভিমান-দুঃখে অবসরও নিয়েছিলেন মেসি। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘জাতীয় দলে আর না।’
 
তবে শেষ সেখানেই নয়। হেরে যাওয়ার মুহূর্ত থেকে যারা চ্যাম্পিয়নের সরণিতে ফিরে আসেন, তারাই প্রকৃত লিজেন্ড। মেসিও যেমন তাই। মেসির সূর্য তখন ডুবে যাচ্ছিল কোপা মিসে। কিন্তু তিনিই তো মেসি-পুনর্জন্ম যার আরেক নাম। ২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে পেলেন প্রথম আন্তর্জাতিক ট্রফি, কোপা আমেরিকা। সেই জয় ছিল শুধুই শিরোপা নয়, ছিল জীবনের দিকে নতুন করে প্রত্যাবর্তন।
 
তারপর কাতার ২০২২, মেসির মহাকাব্যিক অর্জন। ৩৫ বছর বয়সে খেললেন স্বপ্নের মতো। গোল করলেন, অ্যাসিস্ট দিলেন, নেতৃত্ব দিলেন, উদযাপন করলেন নিজের মতো করে। আর শেষ পর্যন্ত হাতে তুললেন সোনালি ট্রফিটা।
 
‘মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে’, এই বাক্যটা হয়ে রইল এক সমাপ্তি-রহিত আনন্দের নাম। এরপরও থামেননি। পিএসজি ছেড়ে পাড়ি জমালেন আমেরিকায়, ইন্টার মায়ামিতে। অনেকেই ভেবেছিল, এবার বুঝি বিদায়ের ঘণ্টা বাজবে। কিন্তু না, তিনি এখনো স্বতঃস্ফূর্ত, চঞ্চল, প্রাণবন্ত। আরও একটি কোপা আমেরিকা জিতেছেন এর মাঝে, যেন বলে দিচ্ছেন- ‘আমি এখনো শেষ হইনি।’
 
জীবন নামের বহতা নদীতে চিরস্থায়ী দুঃখ বলে কিছু নেই। কোন এক রাঙা ভোরে সব হতাশা, গ্লানি, অপ্রাপ্তি, কলঙ্ক উবে যায় প্রখর স্বর্ণালি সাফল্যে। ঐতো সূর্য, ঐটাই সাফল্য। জীবন বারবার ফিরে আসার স্ক্রিপ্ট তৈরি করার সুযোগ দেয়, সাহসের সঙ্গে যে গ্রহণ করতে পারে তিনিই   দিগবিজয়ী, তিনিই কিংবদন্তি; তিনিই লিওনেল আন্দ্রেস মেসি।
 
সেই কিংবদন্তি এখন তাকিয়ে আছেন ২০২৬ বিশ্বকাপের দিকে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের মাটিতে হবে সেই প্রতিযোগিতা। এটাই হবে তার শেষ নাচ। আর যদি সেই মঞ্চেও আসে জয়ের ধ্বনি, তবে তিনি হবেন চিরন্তন পূর্ণতা। দুটি বিশ্বকাপ, অগণিত গোল, অজস্র সাফল্যের স্মৃতি- একজন মানুষ, এক মহাকাব্য।
 
মেসি চিৎকার করেন না, বিতর্কে জড়ান না। তার পায়ের ভাষাই তার উত্তর, তার চোখের আলোই তার আবেগ। আজ তার জন্মদিনে শুধু ‘শুভ জন্মদিন’ বললে অত্যুক্তি হবে। বরং বলা ভালো, ‘ধন্য এ সময়, যে সময়ে আমরা দেখেই যাচ্ছি লিওনেল মেসির খেলা।’
 
আমি সুখী, কারণ সব বাদ দিয়ে আমি ফুটবল খেলতেই চেয়েছি। আমি যেহেতু খেলতে ভালোবাসি, এটা আমার কাছে ‘কাজ’ মনে হয় না। এখনো সেই একই রকম আনন্দ নিয়ে খেলি, যেভাবে সেই ছোট্টবেলায় খেলতাম  -লিওনেল মেসি
 
মেসি হলো একটি প্রতিভা। সে সবকিছু। আমি যখন তাকে দেখি, তখন আমার ম্যারাডোনার কথা মনে হয়    -ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্মানি কিংবদন্তি
 
মেসিকে নিয়ে কিছু লিখো না। তাকে বর্ণনা করার চেষ্টাও করো না। শুধু তার খেলা দেখো এবং উপভোগ করে যাও     -পেপ গার্দিওলা
 

আগস্টে ভারত আসবে না তাই নতুন কিছু ভাবছে বিসিবি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম
আগস্টে ভারত আসবে না তাই নতুন কিছু ভাবছে বিসিবি
ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান দল। সেই সিরিজ শেষে আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ। কিন্তু সেটি আপাতত হচ্ছে না। 

ভারত এই মুহূর্তে বাংলাদেশ সফরে আসতে না চাওয়ায় সেই সময়টা কোনো সিরিজ না রাখার কথা বলেছিল বিসিবি এতদিন। কিন্তু আজ (১৬ জুলাই) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন ভিন্ন কথা।

আগস্টের ওই ফাঁকা সময়ে জাতীয় দলের জন্য নতুন কোনো দলকে খুঁজছে বিসিবি সিরিজ আয়োজনে। চেষ্টা রয়েছে দেশের বাইরে কোনো সিরিজ আয়োজনেরও। কিছুই সম্ভব না হলে ‘এ’ দলের সঙ্গে জাতীয় দলের ম্যাচ আয়োজনের ভাবনা বিসিবির।

বুধবার (১৬ জুলাই) মিরপুরে সাংবাদিকদের নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। “এ” দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’

এরপর তিনি জানিয়েছেন বিসিবির নতুন পরিকল্পনাও, ‘এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’

কথা বলেছেন জাতীয় দলের পরিকল্পনা নিয়েও, ‘এশিয়া কাপের (এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা) আগে একটা কমপ্লিট দল চাইব। সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা চাইব না। যদি খুব বেশি প্রয়োজন হয়, সেটা ভিন্ন কথা। তবে আমরা বিশ্বকাপ পর্যন্ত চাইব একটা ধারাবাহিকতা যেন থাকে এবং অপ্রয়োজনীয় পরিবর্তন যেন না আসে। পরীক্ষা–নিরীক্ষার বিষয় যেন না আসে। কারণ, একটু স্ট্যাবল হওয়ারও প্রয়োজন আছে। আশা করব, খুব বেশি পরীক্ষা–নিরীক্ষা হবে না।’

নিয়োগ পেলেন হামজাদের নতুন কোচ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম
নিয়োগ পেলেন হামজাদের নতুন কোচ
ছবি : সংগৃহীত

সবশেষ মৌসুমে পারফরম্যান্স মোটেই ভালো ছিল না লেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলের তলানিতে অবস্থান ছিল কাবটির। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় স্তরের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে। 

দলের পারফরম্যান্সের বেহাল দশায় গত ২৭ জুন চাকরি হারান কোচ রুদ ফন নিস্টলরয়।

সেই জায়গায় নিয়োগ পেয়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ মার্তি সিফুয়ন্তেস। আগামী তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে লেস্টার সিটি। ক্লাবটিকে প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করানোই  মূল দায়িত্ব বা চ্যালেঞ্জ বলা চলে নতুন কোচের।

তবে এবারই প্রথম নয়। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপে খেলতে হচ্ছে লেস্টার সিটিকে। ২০২৪ সা;এ এনজো মারেসকার অধীনে দ্বিতীয় স্তরের শিরোপা জিতে তারপর প্রিমিয়ার লিগে জায়গা করে নেয় প্রিমিয়ার লিগে। কিন্তু জায়গা ধরে রাখতে না পারায় ফের অবনমিত হতে হয়েছে লেস্টারকে।

লেস্টারের কোচের পদটা যেন মিউজিক্যাল চেয়ার। বারবার কোচ পালানোর সংস্কৃতির ভেতর ঢুকে যাওয়া ক্লাবটায় সিফুয়েন্তেসের ভবিষ্যত কতদিন লেখা আছে সেটিই এখন মূল প্রশ্ন। গেল দুই বছরে তিনিসহ মোট ৬ কোচের নিয়োগ হয়েছে।

স্প্যানিশ কোচ সিফুয়েন্তেসে প্রতি প্রত্যাশার কথা জানিয়েছেন ক্লাবের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা, ‘সিফুয়েন্তেস ক্লাবের জন্য দারুণভাবে উপযুক্ত একজন কোচ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাকে ক্লাবে আনা আমাদের ভবিষ্যতে সেই সাফল্য গড়তে সাহায্য করবে, যা আমরা সবাই চাই।’

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের প্রথম বহর

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০১:৫৪ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের প্রথম বহর
ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহেই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ দল এখনও শ্রীলঙ্কায় অবস্থান করলেও, সেই সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর।

বুধবার (১৬ জুলাই) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দলকে বহনকারী বিমান। প্রথম বহরে ঢাকায় পা রেখেছেন অধিনায়ক সালমান আলি আগাসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

জানা গেছে, দলের দ্বিতীয় বহর বিকাল ৫টার দিকে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম বহরের সদস্যরা করাচি-দুবাই হয়ে ঢাকায় পৌঁছেছেন।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান তিনটি টি-টোয়েন্টিতে মোকাবিলা করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। 

গেল জুন মাসে বাংলাদেশ দল পাকিস্তানে সফর করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন দাসরা।

অ্যাটলেটিকো মাদ্রিদে আরেক আর্জেন্টাইন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম
অ্যাটলেটিকো মাদ্রিদে আরেক আর্জেন্টাইন
ছবি : সংগৃহীত

অ্যাটলেটিকো মাদ্রিদে দিনকে দিন বেড়েই চলেছে আর্জেন্টাইন ফুটবলারদের সংখ্যা। স্প্যানিশ ক্লাবটিতে যেন মেলা বসেছে আলবিসেলেস্তেদের। নতুন করে সেই তালিকায় যুক্ত হয়েছে থিয়াগো আলমাদা।

গেল মৌসুমে চার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ খেলেছেন ক্লাবটিতে। যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী আরেক আর্জেন্টাইন তারকা বিশ্বকাপজয়ী থিয়াগো আলমাদা।

সামাজিক যোগাযোগামাধ্যমে এক বিবৃতিতে আলমাদার অন্তর্ভূক্তির বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 

সেই বিবৃতিতে তারা জানিয়েছে, ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর সঙ্গে আলমাদার চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। আলমাদা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন মেডিকেল পরীক্ষা–নিরীক্ষা শেষে। 

বোটাফোগো থেকে স্প্যানিশ ক্লাবে আলমাদার সম্ভাব্য ট্রান্সফার ফি ১ কোটি ৫০ লাখ ইউরো হতে পারে জানিয়েছেন ইএসপিএন। 

আর্জেন্টিনার জার্সিতে ২০২২ কাতার বিশ্বকাপ জিতলেও জাতীয় দলের তার অবস্থান শক্ত নয়। খেলেছেন মেজর লিগ সকারের ক্লাব আটালান্টা ইউনাইটেডে। সেখান থেকে ২০২৪ সালে যান ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে। 

গেল জানুয়ারিতে ধারে খেলতে যান ফরাসি ক্লাব লিওঁতে। এবার তিনি খেলবেন বিশ্বের অন্যতম জনপ্রিয় স্প্যানিশ লিগে।

‘সাকিব থাকাকালে বিলাসিতার সুযোগ ছিল’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৫০ এএম
‘সাকিব থাকাকালে বিলাসিতার সুযোগ ছিল’
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাটার নাম সাকিব আল হাসান। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে তিন সংস্করণেই ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরান্ডারদের একজনও তিনি। বাংলাদেশ দলকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি। কিন্তু রাজনৈতিক কারণে ১ বছরেরও বেশি সময় ধরে তিনি বাইরে আছেন জাতীয় দলের।

সাকিব না থাকায় মাঠের পারফরম্যান্সে ভুগতেও দেখা গেছে বাংলাদেশ দলকে। তিনি দলে থাকলে স্কোয়াড ও একাদশ দুটোই পরিপূর্ণ হয়। দীর্ঘদিন জাতীয় দলের অপরিহার্য একজন সদস্যকে ছাড়া দল সাজাতে গিয়ে বেগ পেতে হয় টিম ম্যানেজমেন্টকে। 

মঙ্গলবার (১৫ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনও জানালেন, সাকিব ছাড়া দলের ভারসাম্যে কতটা কঠিন।

সাকিব না থাকায় একাদশ সাজানো নিয়ে সালাহউদ্দীন বলেন, ‘আমাদের বিলাসিতা করার সুযোগ থাকে না। অনেক সময় ব্যাটার কম, অনেক সময় বোলার কম। সাকিব থাকাকালে বিলাসিতার সুযোগ ছিল, একটা অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলাতে পারতাম।’

দল গঠন একটা জটিল প্রক্রিয়া। সেই বিষয়টি নিয়েও কথা বলেছেন সালাহউদ্দীন, ‘দলের শক্তি অনুযায়ী আমাদের চলতে হয়। সেভাবেই টিম সেটআপ করি। আমরা জানি, নাসুমকে খেলালে বেনিফিট হতে পারে, কিন্তু তখন হয়তো রিশাদকে বসাতে হবে বা অন্য কাউকে। সব দিক ব্যালেন্স করে দল করতে হয়। যেহেতু ব্যাটিংয়েও তাকাতে হয়—ব্যাটার কতজন আছে, কে ফর্মে বা অফ ফর্মে আছে—তাই যেটাই করি, সবাই মিলেই করি। চেষ্টা করি সম্ভাব্য সেরা একাদশ খেলানোর।’

টিম ম্যানেজমেন্টকেও পরীক্ষা দিতে হচ্ছে এই চ্যালেঞ্জের সামনে। সেটি নিয়ে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আমাদের সব সময় চ্যালেঞ্জের মধ্যেই থাকতে হয়। মেনে নিতে হয়, দলের জন্য মানানসই না কিন্তু মেনে নিতে হয়। যে খেলোয়াড় থাকে ওদের থেকেই সেরাটা নেওয়ার চেষ্টা করি। চাইলেই তো অনেক কিছু করতে পারবেন না। কে কোন ফরম্যাটে আছে এসব ভাবলে খুবই কঠিন। একটা কাঠামোর ভিত্তিতে আসলে ভালো হবে। শ্রীলঙ্কা দলে টেস্ট থেকে ওয়ানডে দলে, বা টি-টোয়েন্টিতে খুব বেশি পরিবর্তন আসেনি। আমাদের অনেক পরিবর্তন হয়। পাঁচটা খেলোয়াড় যায় আবার পাঁচটা খেলোয়াড় আসে। ১-২ দিনের মধ্যে তাদের দলে মানিয়ে নিতে হয়। বিলাসী হওয়ার সুযোগ নেই। চেষ্টা করব দল যেন স্থিতিশীল পরিস্থিতিতে আসে।’