
৩৮তম জন্মদিনটা রাঙাতে পারলেন না লিওনেল মেসি। মাঠেই তাকে শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করে ইন্টার মায়ামি। কিন্তু সবকিছু ম্লান করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।
জয়ের কাছে থেকেও পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপে দুই দলের মধ্যকার ম্যাচটি। ফ্লোরিডার ক্লাবটি ২-০ গোলের লিডে ছিল। কিন্তু মায়ামিকে হতাশ করে দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচটি ড্র হয়েছে ২-২ স্কোরে।
তবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে দুই দলেরই। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করে দ্বিতীয় রাউন্ডে পালমেইরাস আর সমান ম্যাচে সমান পয়েন্ট ও ১ গোলের ব্যবধানের কারণে দুইয়ে থেকে শেষ ষোলোতে গেছে ইন্টার মায়ামি। বিদায় নিয়েছে ইউরোপের ক্লাব পোর্তো তিন ম্যাচের দুটিতে সমতা ও একটি হেরে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। দারুণ এক কাউন্টার অ্যাটাকে টাডিও অ্যালেনডে স্বাগতিক দলকে এনে দেন প্রথম লিড। গোলটিতে সহায়তা করেন লুইস সুয়ারেজ।
গোল শোধের চেষ্টা চালালেও দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে উল্টো আরও একটি গোল হজম করে বসে পালমেইরাস। গোলটি করেন সুয়ারেজ। এই গোলে বুড়ো বয়সেও নিজের স্কিল প্রদর্শন করেন তিনি।
তবে হাল না ছাড়া পালমেইরাস ৮০ মিনিটে ম্যাচে ফেরে। একটি গোল করে ব্যবধান কমান বদলি নামা পাউলিনিয়ো ফিলিয়ো। মিনিট সাতেক পরই বদলি নামা আরেক ফুটবলার মাউরিসিও গোল করে সমতা ফেরান ম্যাচে। গ্রুপের অপর ম্যাচে পোর্ত আল আহলির বিপক্ষে ৪-৪ গোলের সমতা করেছে।
গ্রুপে দুইয়ে থাকায় ইন্টার মায়ামি শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি হবে। ম্যাচটি ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে। ওদিকে পালমেইরাস পেয়েছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোকে। ২৮ জুন বাংলাদেশ সময় রাত ১০টার নকআউট ম্যাচে ব্রাজিলের এক ক্লাব বিদায় নেবে। অন্য ক্লাবে শেষ আটে চলে যাবে।