ঢাকা ২৪ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
English
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ক্লাব বিশ্বকাপ আল হিলালকে বিদায় করে সেমিতে ফ্লুমিনেন্স

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০১:০০ পিএম
আল হিলালকে বিদায় করে সেমিতে ফ্লুমিনেন্স
ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আল হিলাল। কিন্তু তাদের সেমিফাইনালে ওঠা হলো না। বাধা হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। ২-১ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট কেটেছে ব্রাজিলের ক্লাবটি।

শনিবার (৫ জুলাই) সকালে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ২-১ ব্যবধানে জিতে নিয়ে শেষ হাসি হেসেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। সেমিতে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে চেলসিকে।

ম্যাচ হারলেও অধিকাংশ সময় বল দখলে রেখেছিল  আল হিলাল। ৫৮ শতাংশ বল দখলে রাখার পরিসংখ্যানটি নিশ্চিত করে যে তারা দাপ্ট দেখিয়ে খেলার পরও পরাজিত হয়েছে। ফ্লুমিনেন্স রেখেছিল ৪২ শতাংশ বল নিয়ন্ত্রণে। ফ্লুমিনেন্স বল লক্ষ্যে রাখে ৩টি। আর সেটি থেকে দুটি গোল আদায় করে নেয় তারা। 

ম্যাচের ৪০ মিনিটে প্রথম কোনো গোল হয়। সেটি করে ফ্লুমিনেন্স ফরোয়ার্ড মাথেউস মার্তিনেল্লি। তাতে ম্যাচে ১-০  তে এগিয়ে যায় তারা। ৪৫ মিনিটের খেলা শেষে অতিরিক্ত ৪ মিনিটের সময় পেনাল্টি পেয়েও পরে সেটি বাতিল হয় রেফারি ফিরিয়ে নিলে। ফলে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ হারায় আল হিলাল।

তবে দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে দ্রুতই খেলায় ফেরে সৌদি ক্লাবটি। ৫১ মিনিটে কর্নার থেকে প্রথমে পাস দেন কালিদু কুলিবালি। সেই পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মার্কোস লিওনার্দো। ১৯ মিনিট পর আবার এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ৭০ মিনিটে লক্ষ্য ভেদ করেন বদলি হিসেবে নামা হারকিউলিস। তাকে অ্যাসিস্ট করেন

মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি-ফ্লুমিনেন্স। বাংলাদেশ সময় ৮ জুলাই রাত ১টায় শুরু হবে এই ম্যাচ।

 

কুশল মেন্ডিসের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
কুশল মেন্ডিসের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা
ছবি : সংগৃহীত

ছোট ছোট জুটি গড়ে এগোচ্ছে শ্রীলঙ্কা। ১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ভারসাম্য হারালেও এখন আবার ঠিকঠাক এগোচ্ছে কুশল মেন্ডিসের ব্যাটে। ৩৪ ওভারের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান।

দলীয় ১৩ রানে তানজিম হাসান সাকিবের বলে নিশান মাদুশাঙ্কা ১ রান করে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্তর হাতে। তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। 

সেই জুটিতে দলীয় ৬৯ রানে বাধ সাধেন আগের ম্যাচে ফাইফার নিয়ে নায়ক বনে যাওয়া তানভীর ইসলাম। বড় শট খেলার প্রচেষ্টায় বাউন্ডারি পারভেজ হোসেন ইমনের হাতে ধরা পড়েন ৩৫ রান করা নিশাঙ্কা।

এরপর আরও একটি ছোট জুটি হয় কামিন্দু মেন্ডিসের সঙ্গে কুশল মেন্ডিসের। দুই মেন্ডিসের জুটি ভাঙেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩১ রানের জুটিটি ভাঙে কামিন্দু মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে। ১০০ রানে তাতে তৃতীয় উইকেটের পতন ঘটে।।

তবে একপ্রান্ত আগলে রাখা কুশল মেন্ডিস ইঙ্গিত দিচ্ছেন দলের বড় সংগ্রহের। অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে নিয়ে এখন পর্যন্ত গড়েছেন ৮২ রানের জুটি। ৮৫ রানে অপরাজিত কুশল অপেক্ষায় আছেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতকের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আসালাঙ্কা অপরাজিত আছেন ৪২ রানে।

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান দল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান দল
ছবি : সংগৃহীত

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। সেই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। 

ঘোষিত এই স্কোয়াডে জায়গা হয়নি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের। বেশ কিছুদিন ধরেই তারা উপেক্ষিত পাকিস্তান দলে।

১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন যথারীতি সালমান আলী আঘা। দলে ফিরেছে মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি ও সুফিয়ান হাকিম। নতুন মুখ সালমান মির্জা। 

চোটে পড়ে দলে সুযোগ পাননি পেসার হারিস রউফ। ঘরের মাঠে অবশ্য তিনি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। টানা তিন সিরিজে দলে রাখা হয়নি বাবর, রিজওয়ান ও শাহিনকে।

আগামী ১৬ জুলাই ঢাকা আসবে পাকিস্তান দল। মিরপুর শেরেবাংলায় ম্যাচ তিনটি হবে ২০,২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

পাকিস্তানের মাটিতে গিয়ে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। লড়াইটা এবার তাই প্রতিশোধেরও!

পাকিস্তান স্কোয়াড: সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, সুফিয়ান মুকিম, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

ক্লাব বিশ্বকাপ এবার ফাইনালে ওঠার লড়াই

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৩:৩৪ পিএম
এবার ফাইনালে ওঠার লড়াই
ছবি : সংগৃহীত

৩২ দলের রোমাঞ্চকর লড়াই শেষে ফিফা ক্লাব বিশ্বকাপ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে চার দল-ফ্লুমিনেন্স, চেলসি, পিএসজি ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে থেকেই উঠে আসবে এবারকার বিশ্বসেরা ক্লাব।

সেমিফাইনালের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার রাতে মাঠে নামবে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও ইংলিশ ক্লাব চেলসি। আর এক দিন পর, বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি ও রিয়াল মাদ্রিদ। 

টুর্নামেন্টে ব্রাজিল থেকে অংশ নিয়েছিল চারটি ক্লাব। গ্রুপ পর্বে তারা সবাই দারুণ চমক দেখিয়ে পৌঁছায় শেষ ষোলোয়। সেখান থেকে ফ্লুমিনেন্স ও পালমেইরাস জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। যদিও পালমেইরাস থেমে যায় শেষ আটেই, একমাত্র ব্রাজিলিয়ান প্রতিনিধি হিসেবে এখন টিকে আছে কেবল ফ্লুমিনেন্স।

অন্যদিকে, ইউরোপীয় দলগুলোর শুরুটা কিছুটা নড়বড়ে হলেও সময়ের সঙ্গে তারা নিজেদের মেলে ধরেছে। শেষ ষোলো থেকে নিজেদের চেনা ছন্দে ফেরে রিয়াল, চেলসি ও পিএসজি। ফলাফল, শেষ চার দলের তিনটিই ইউরোপের।

এ পরিস্থিতিতে একটি অল-ইউরোপিয়ান ফাইনালের সম্ভাবনা যেমন জোরালো, তেমনি দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ মহারণেরও সুযোগ আছে। আর সেটা হতে হলে আজ চেলসিকে হারাতে হবে ফ্লুমিনেন্সকে।

শেষ ষোলোয় ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছিল ফ্লুমিনেন্স। সেই পারফরম্যান্স যদি আবার ফুটে ওঠে, তবে চেলসির পথ কঠিন হতে পারে। এখন দেখার, ফ্লুমিনেন্স কি পারবে আরেকটি চমক উপহার দিতে?

কার হাতে উঠবে গোল্ডেন বুট?

টুর্নামেন্টের সেরা গোলদাতার খেতাব গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও জমে উঠেছে উত্তেজনা। এ মুহূর্তে প্রতিযোগিতায় সবচেয়ে আলোচনায় থাকা দুই নাম রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া এবং চেলসির উইঙ্গার পেদ্রো নেতো।

২১ বছর বয়সী গার্সিয়া যেন এই বিশ্বকাপের বিস্ময়! রিয়ালের হয়ে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই রেখেছেন সরাসরি অবদান, ৪ গোল ও ১ অ্যাসিস্ট। তার পারফরম্যান্স বলছে, গোল্ডেন বুট জয়ের দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে। গার্সিয়ার মতো ৪ গোল করে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছেন বেনফিকার আনহেল দি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো এবং বরুসিয়া ডর্টমুন্ডের সেরহু গিরাসি। অর্থাৎ তাদের গোলসংখ্যা বাড়ার আর সুযোগ নেই।

তবে গার্সিয়ার এই প্রতিদ্বন্দ্বিতায় এখন একমাত্র টিকে আছেন পেদ্রো নেতো। তিনিও করেছেন ৩ গোল। চেলসি যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে এবং নেতো নিজেও ছন্দে থাকেন, তাহলে তিনিও দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন গার্সিয়ার সঙ্গে।

অলিখিত ফাইনালে আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম
অলিখিত ফাইনালে আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
ছবি : সংগৃহীত

পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

বাংলাদেশ একাদশে আছে এক পরিবর্তন। গত ম্যাচে ওয়ার্কলোডের কারণে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ একাদশে ফিরেছেন।

এক ম্যাচ বিরতি দিয়ে একাদশে ফিরেছেন এই ডানহাতি পেসার। অন্যদিকে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ছিল খানিকটা দুশ্চিন্তা। ম্যাচের আগে ফিটনেস টেস্টে উতরে যাওয়ায় তাকে একাদশে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানেগে, দুনিথ ভেল্লালেগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।

কোচ বাটলার ভোরে ওঠা, সকালে অনুশীলন মেনে নিতে পারেননি সাবিনারা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:১৬ এএম
ভোরে ওঠা, সকালে অনুশীলন মেনে নিতে পারেননি সাবিনারা
ছবি : ফাইল

একবছর ধরে কোনো ম্যাচ জিততে না পারা এবং দলের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় হারানোর পর, কেউই আশা করেনি যে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করতে পারবে। কিন্তু গত সপ্তাহে মায়ানমারে বাছাইপর্বে তারা সবাইকে চমকে দিয়েছে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১২৮তম এবং এশিয়ায় ২৫তম অবস্থানে থাকা বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে তাদের ওপরে থাকা তিনটি দলের বিপক্ষে সব কটি ম্যাচই জিতে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে। 

সবচেয়ে আশ্চর্যের বিষয়- দলের সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুনকে ছাড়াই অনন্য উচ্চতায় নারী দল। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফেব্রুয়ারিতে দল ত্যাগ করেন সাবেক অধিনায়ক। এখন দলের অবিশ্বাস্য সাফল্যের পর মুখ খুলেছেন বাটলার। জানালেন, প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে ওঠা, ৬টায় অনুশীলন, ৯০ মিনিটের উচ্চ-গতির ট্রেনিং- এসব মেনে নিতে পারছিলেন না সাবিনা এবং তার কিছু সতীর্থ। কোচের বিরুদ্ধে নেমেছিলেন বিদ্রোহে, যারা নিজেরাই নিজেদের দলে রাখতেন!

৫৮ বছর বয়সী সাবেক ওয়েস্টহাম মিডফিল্ডার বাটলার গত বছর মার্চে বাংলাদেশ নারী দলের দায়িত্ব নেন। তিনি কঠোর অনুশীলন এবং তরুণ ও নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া শুরু করেন, যা বিদ্রোহের রূপ নেয়। সাবিনা খাতুন, সানজিদা আক্তার এবং মাসুরা পারভীনসহ একাধিক খেলোয়াড় চিঠির মাধ্যমে কোচের অপসারণ দাবি করেন। তারা বাটলারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, ব্যক্তিগত জীবন নিয়ে অশালীন মন্তব্য এবং অপমান করার অভিযোগ তোলেন। সেসব অভিযোগ নিয়ে রয়টার্সের সঙ্গে কথা বলেন বাটলার। ইংলিশ কোচ বলেন, ‘আমি দলে আসার পর দেখি, কিছু খেলোয়াড় নিজেরাই নিজেদের দলে রাখছে। কোনো শৃঙ্খলা ছিল না। শৃঙ্খলা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। কোনো কোচই চায় না তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠুক। সব কিছুই মিথ্যা ছিল। ক্লান্তিকর ও হতাশাজনক পরিস্থিতি। আমি কোনো ব্যক্তিগত স্বার্থে কিছু করিনি। সব কিছুই করেছি বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য।’

মার্চে বাটলার বাফুফের সঙ্গে নতুন করে চুক্তিতে সই করার পর বিদ্রোহ থেমে যায়। তবে সাবিনা, সানজিদা ও মাসুরা আর জাতীয় দলে ফেরেননি। বাটলার অনুশীলনে ফিটনেসে জোর দেন এবং খেলোয়াড়দের কাছ থেকে কঠোর পরিশ্রম চান। তার কথায়, ‘প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে ওঠা, ৬টায় অনুশীলন, ৯০ মিনিটের উচ্চ-গতির ট্রেনিং, সহজ কিছু না। এটি ছিল বাংলাদেশের নারী ফুটবলে পরিবর্তনের মুহূর্ত, যেখানে শৃঙ্খলা প্রথমবার সামনে আসে।’

বাটলার নতুনদের দলে তুলে আনার নীতিতে অটল থাকেন। বাছাইপর্বের জন্য নেওয়া খেলোয়াড়দের অর্ধেকের বেশি ছিল ২০ বছরের নিচে, যারা আগেও কখনো সুযোগ পায়নি। এই শিষ্যদের নিয়ে এখন গর্বিত তিনি, ‘আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এই মেয়েরা অনেক ত্যাগ করেছে। তারা অনেক কষ্ট করেছে। আর এখন তার ফল পেয়েছে। নতুনরা প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় সবাইকে কমফোর্ট জোন থেকে বের করে আমি সেটাই করেছি। আমাদের খেলার ধরণ অনেককে চমকে দিয়েছে। বিশ্বাস থাকতে হয়, আর আমি আমার খেলোয়াড়দের বিশ্বাস করতাম।’ 

এমন কোচকে কি ধরে রাখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)? এই মুহূর্তে বাটলারের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ তার চুক্তি শিগগিরই শেষ হচ্ছে। তিনি বলেন, ‘আমি জানি না আমি পরবর্তী টুর্নামেন্টেও থাকব কি না। আমার ভবিষ্যৎ কী হবে তাও জানি না। আমি থাকি বা না থাকি, সেটা মুখ্য নয়। আমি যা অর্জন করতে চেয়েছিলাম, সেটি করেছি। আমরা ইতিহাস গড়েছি। আমি বিশ্বাস করি, আমি বাংলাদেশের নারী ফুটবলের চিত্র বদলাতে সাহায্য করেছি।’