
খেলতে নেমেছিলেন টেস্ট ক্রিকেটের শততম ম্যাচ। সাদ পোশাকের ক্রিকেটে ১০০ টেস্ট খেলা চাট্টিখানি কথা নয়। এমন দারুণ মাইলফলক স্পর্শের ম্যাচ রাঙানোর পরিকল্পনা থাকে যেকোনো ক্রিকেটারেরই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রেইজ ব্রাথওয়েট গড়লেন বিব্রতকর এক রেকর্ড।
শততম টেস্টে ব্যাট করতে নেমে খেলেছেন মাত্র ৮ বল। জশ হ্যাজলউডের বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরার আগে খুলতে পারেননি রানের খাতা। আর তাতেই বিব্রতকর রেকর্ডের খাতায় ঢুকে গেছে তার নাম। শততম টেস্টে ডাক মেরে আউট হওয়া তো নিশ্চিতভাবেই বিব্রতকর। ভুলে থাকতে চাইবেন এমন রেকর্ড।
টেস্টে ক্রিকেটের ১১তম ক্রিকেটার হিসেবে গড়লেন এমন বিব্রতকর রেকর্ড। তার আগে এই তালিকায় জায়গা করে নিয়েছেন আরও ১০ ক্রিকেটার। যা ভুলে থাকতে চাইবেন নিশ্চিতভাবে অন্যরাও।
প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শূন্য রানে আউট হয়েছিলেন ভারতের দিলিপ ভেঙসরকার। দুর্ভাগাদের এই একাদশের বাকি সদস্যরা হলেন ভারতের চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, মার্ক টেইলর, নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম, টিম সাউদি ও ইংল্যান্ডের অ্যালিস্টার কুক এবং ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। ক্যারিবিয়ানদের মধ্যে ব্র্যাথওয়েটের আগে ওয়ালশই কেবল শততম টেস্টে ডাক মেরেছিলেন।