বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত করতে যাচ্ছে নতুন ‘কালেকশনস’ ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপসে থাকা একই ধরনের প্রাসঙ্গিক তথ্যগুলো স্মার্টফোনের হোমস্ক্রিনে একসঙ্গে দেখতে পারবেন। ফলে একাধিক অ্যাপস চালু না করেই প্রয়োজনীয় তথ্য ব্যবহার করা যাবে। প্রযুক্তিসংশ্লিষ্টরা ধারণা করছেন, প্রযুক্তি জায়ান্টটি গুগল প্লে স্টোরের বাইরে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোকে এর মাধ্যমে জনপ্রিয় করার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে আমেরিকার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য চালু করবে গুগল।
প্রতিষ্ঠানটি চলতি বছরের মে মাসে গুগল আই/ও ডেভেলপার কনফারেন্সের আয়োজন করেছে। এই সম্মেলনে ডিভাইসে ইতোমধ্যে ইনস্টল করা অ্যাপসগুলোতে ব্যবহারকারীদের আরও আগ্রহী করার জন্য ডেভেলপারদের সামনে বিভিন্ন টুলস উপস্থাপন করা হয়। এ সময় কালেকশনস ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি সেই সময় কালেকশনস ফিচারটি কেমন হবে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি। তারা শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) নিয়ে কথা বলেছে।
গুগল জানিয়েছে, নতুন ফিচারটি পরীক্ষা করার জন্য স্পটিফাই, পিন্টারেস্ট, টাম্বলার, টিকটক এবং শপিফাইসহ ৩৫টির বেশি ডেভেলপার পার্টনার রয়েছে।
এই ফিচারের এক ট্যাপে ব্যবহারকারীরা তাদের ইনস্টল করা অ্যাপসগুলো থেকে গুরুত্বপূর্ণ সামগ্রী দেখতে পাবেন। সম্প্রতি গুগল প্লে স্টোরে কালেকশনস নামের একটি উইজেট যুক্ত করেছে। উইজেটটিতে ‘ক্রিয়েট’, ‘ওয়াচ’, ‘গেমস’, ‘রিড’, ‘লিসেন’, ‘শপ’ ও ‘সোশ্যাল’ নামের একাধিক অপশন রয়েছে। এতে ব্যবহারকারীরা পছন্দের অ্যাপস যুক্ত করতে ও সাজাতে পারবেন।
গুগলের তথ্যমতে, ফিচারটি তৈরিতে এখনো কাজ করছে তারা। এটি চালু হলে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সহজেই একই ধরনের সব তথ্য এক সঙ্গে ব্যবহার করতে পারবেন। খুব শিগগির ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
/আবরার জাহিন