গুগল ম্যাপস ব্যবহারকারীদের জন্য সুখবর! দলীয় ভ্রমণকে আরও সহজ করে তোলার জন্য সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের ‘গুগল ম্যাপস’ অ্যাপসে নতুন ফিচার নিয়ে আসছে। নতুন ফিচারটির নাম ‘মাল্টি-কার নেভিগেশন’। এই ফিচারের সাহায্যে এক সঙ্গে একাধিক গাড়ির নেভিগেশন করা যাবে। অর্থাৎ এর মাধ্যমে বিভিন্ন স্থান থেকে একই গন্তব্যে পৌঁছানো যাবে। এতে দলীয় ভ্রমণের ক্ষেত্রে একে অপরের থেকে পথ হারানোর চিন্তা থাকবে না।
কীভাবে কাজ করবে?
যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে জমা দেওয়া একটি পেটেন্টের তথ্যের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, এই নতুন ফিচার বিভিন্ন স্থান থেকে একই গন্তব্যে পৌঁছানোর জন্য একাধিক ব্যবহারকারীকে সমন্বয় করবে।
এই ফিচারের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো নোটিফিকেশন পাঠানো, গাড়ির অবস্থান জানানো ও ভ্রমণকারীদের কোন রাস্তায় মিলিত হলে সবচেয়ে ভালো হবে, তা সুপারিশ করা। এ ছাড়া এই নতুন ফিচার নিশ্চিত করবে, সকল গাড়ি একই সঙ্গে চলছে। এতে পথ হারানোর সম্ভাবনা কমে যাবে। দলের নেতৃস্থানীয় গাড়ির রুটের ওপর ভিত্তি করে রাস্তার সর্বশেষে অবস্থা ও ট্রাফিক সম্পর্কেও সিস্টেমটি সবাইকে আপডেট করবে।
নতুন ফিচারটি ব্যবহারকারীদের ক্যালেন্ডার সূচি ও মেসেজগুলোতে অ্যাক্সেস পাবে বলে ধারণা করা হচ্ছে। এটি একই গন্তব্যে একই সময়ে যাত্রা করার মতো কোনো গ্রুপকে চিহ্নিত করা হলে, এই সিস্টেম তাদের মাল্টি-কার নেভিগেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ভ্রমণটিকে সমন্বয় করবে। গুগল কবে নাগাদ মাল্টি-কার নেভিগেশন ফিচার চালু করবে, তা এখনো জানায়নি। এর আগে ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল।
/আবরার জাহিন