ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩২, রোববার, ০৮ জুন ২০২৫
English

গুগল ম্যাপস আনছে মাল্টি-কার নেভিগেশন ফিচার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৬:১০ পিএম
গুগল ম্যাপস আনছে মাল্টি-কার নেভিগেশন ফিচার
ছবি: সংগৃহীত

গুগল ম্যাপস ব্যবহারকারীদের জন্য সুখবর! দলীয় ভ্রমণকে আরও সহজ করে তোলার জন্য সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের ‘গুগল ম্যাপস’ অ্যাপসে নতুন ফিচার নিয়ে আসছে। নতুন ফিচারটির নাম ‘মাল্টি-কার নেভিগেশন’। এই ফিচারের সাহায্যে এক সঙ্গে একাধিক গাড়ির নেভিগেশন করা যাবে। অর্থাৎ এর মাধ্যমে বিভিন্ন স্থান থেকে একই গন্তব্যে পৌঁছানো যাবে। এতে দলীয় ভ্রমণের ক্ষেত্রে একে অপরের থেকে পথ হারানোর চিন্তা থাকবে না।

কীভাবে কাজ করবে?
যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে জমা দেওয়া একটি পেটেন্টের তথ্যের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, এই নতুন ফিচার বিভিন্ন স্থান থেকে একই গন্তব্যে পৌঁছানোর জন্য একাধিক ব্যবহারকারীকে সমন্বয় করবে।

এই ফিচারের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো নোটিফিকেশন পাঠানো, গাড়ির অবস্থান জানানো ও ভ্রমণকারীদের কোন রাস্তায় মিলিত হলে সবচেয়ে ভালো হবে, তা সুপারিশ করা। এ ছাড়া এই নতুন ফিচার নিশ্চিত করবে, সকল গাড়ি একই সঙ্গে চলছে। এতে পথ হারানোর সম্ভাবনা কমে যাবে। দলের নেতৃস্থানীয় গাড়ির রুটের ওপর ভিত্তি করে রাস্তার সর্বশেষে অবস্থা ও ট্রাফিক সম্পর্কেও সিস্টেমটি সবাইকে আপডেট করবে।

নতুন ফিচারটি ব্যবহারকারীদের ক্যালেন্ডার সূচি ও মেসেজগুলোতে অ্যাক্সেস পাবে বলে ধারণা করা হচ্ছে। এটি একই গন্তব্যে একই সময়ে যাত্রা করার মতো কোনো গ্রুপকে চিহ্নিত করা হলে, এই সিস্টেম তাদের মাল্টি-কার নেভিগেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ভ্রমণটিকে সমন্বয় করবে। গুগল কবে নাগাদ মাল্টি-কার নেভিগেশন ফিচার চালু করবে, তা এখনো জানায়নি। এর আগে ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল।

/আবরার জাহিন

 

তিন ন্যানোমিটার চিপ নিয়ে কাজ করছে হুয়াওয়ে

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
তিন ন্যানোমিটার চিপ নিয়ে কাজ করছে হুয়াওয়ে
হুয়াওয়ে বর্তমানে দুটি তিন ন্যানোমিটার চিপ ডিজাইন নিয়ে কাজ করছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞা সত্ত্বেও অত্যাধুনিক চিপ তৈরির উদ্যোগ জোরদার করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে দুটি তিন ন্যানোমিটার চিপ ডিজাইন নিয়ে কাজ করছে। চিপ উৎপাদনে হুয়াওয়ের এই উচ্চাকাঙ্ক্ষা আন্তর্জাতিক প্রযুক্তি মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সফল হলে এটি বৈশ্বিক চিপ শিল্পে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

তাইওয়ানের সংবাদমাধ্যম ইউডিএনের এক প্রতিবেদনে জানা গেছে, হুয়াওয়ে তিন ন্যানোমিটার চিপ তৈরির জন্য দুটি কৌশল অবলম্বন করছে। এর একটি হলো গেট অল অ্যারাউন্ড (জিএএ) এফইটি ভিত্তিক ডিজাইন এবং অন্যটি ভবিষ্যতের কার্বন ন্যানোটিউব ভিত্তিক সেমিকন্ডাক্টর। ২০২৬ সালের মধ্যে এই চিপগুলো ‘টেপ আউট’ বা উৎপাদনের জন্য ডিজাইন চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ২০২৭ সালে শুরু হতে পারে বাণিজ্যিক উৎপাদন।

সম্প্রতি ৫ ন্যানোমিটার কিরিন এক্স৯০ চিপ উৎপাদনে সফলতার পর হুয়াওয়ে এই নতুন পদক্ষেপ নিচ্ছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে এসএমআইসি এই চিপটি এএসএমএলের আধুনিক ইইউভি প্রযুক্তির পরিবর্তে পুরোনো ডিইউভি লিথোগ্রাফি ও মাল্টি প্যাটার্নিং পদ্ধতি ব্যবহার করে তৈরি করেছে। এই পদ্ধতি জটিল ও ব্যয়বহুল। তবে এর উৎপাদন হার ছিল মাত্র ২০ শতাংশ, যা প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান টিএসএমসির তুলনায় অনেক কম।

প্রতিবেদন অনুযায়ী, তিন ন্যানোমিটার জিএএ এফইটি চিপ আগের কিরিন চিপগুলোর তুলনায় শক্তি ব্যবহারে আরও কার্যকর ও পারফরম্যান্সে উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে, হুয়াওয়ে কার্বন ন্যানোটিউব ভিত্তিক তিন ন্যানোমিটার চিপ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। নতুন এই প্রযুক্তি প্রচলিত সিলিকন ভিত্তিক চিপগুলোর চেয়ে উন্নত পারফরম্যান্স দিতে পারে। যদিও এর অগ্রগতি এখনো পরিষ্কার নয়। এই প্রকল্প এখনো গবেষণাধীন অবস্থায় রয়েছে।

তিন ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদন হার আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা উৎপাদন ব্যয় অনেক বাড়িয়ে দেবে। তবে হুয়াওয়ে এরই মধ্যে ৩৭ বিলিয়ন ডলারের বিনিয়োগে নিজস্ব ইইউভি প্রযুক্তির অগ্রগতির জন্য কাজ শুরু করেছে। ২০২৬ সাল নাগাদ এটি প্রস্তুত হতে পারে বলে ধারণা করছেন কিছু প্রযুক্তি বিশ্লেষক।

প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ যেমন এ নিয়ে আশাবাদী, তেমনি অনেকে এটিকে বাস্তবায়নের জন্য অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ বলে মনে করছেন। ইইউভি প্রযুক্তিতে এএসএমএলের একচেটিয়া আধিপত্য এখনো অটুট রয়েছে। হুয়াওয়ে তাদের ইইউভি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছে, যেমনটি তারা তাদের কিরিন ৯০১০ উন্মোচনের সময় করেছিল।

তবে হুয়াওয়ে যদি এই জটিল চ্যালেঞ্জ পেরিয়ে সফলভাবে তিন ন্যানোমিটার চিপ উৎপাদনে সক্ষম হয়, তাহলে টিএসএমসি ও স্যামসাংয়ের সঙ্গে চীনের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে। পর্যবেক্ষকরা বলছেন, ২০২৬ সালে প্রযুক্তি জগতে বড় চমক আসতে পারে হুয়াওয়ের দিক থেকে।

কোন চিপ ও র‍্যাম থাকছে আইফোন ১৭ মডেলে?

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:৩২ পিএম
কোন চিপ ও র‍্যাম থাকছে আইফোন ১৭ মডেলে?
অ্যাপলের আসন্ন আইফোন ১৭ মডেল নিয়ে প্রযুক্তিবিশ্বে নতুন জল্পনা শুরু হয়েছে। ছাবি: সংগৃহীত

অ্যাপলের আসন্ন আইফোন ১৭ মডেল নিয়ে প্রযুক্তিবিশ্বে নতুন জল্পনা শুরু হয়েছে। নতুন এক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনের বেজ মডেলে প্রত্যাশিত পারফরম্যান্সের উন্নতি নাও দেখা যেতে পারে। বিশ্লেষক জেফ পু-এর গবেষণা নোট অনুযায়ী, আসন্ন আইফোন ১৭ মডেলে বড় পর্দা এলেও পারফরম্যান্সে বিশেষ উন্নতি থাকছে না। আইফোন ১৬ মডেলের মতো একই চিপসেট ও র‍্যাম ব্যবহার করা হতে পারে আইফোন ১৭ মডেলে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে উন্মোচিত হতে যাওয়া আইফোন ১৭ মডেলে থাকছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে, যা আইফোন ১৬ মডেলের ৬.১ ইঞ্চির চেয়ে বড় এবং প্রো মডেলের সমান। স্ট্রিমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য যারা বড় ক্যানভাস চান, তাদের জন্য এটি ভালো হবে। তবে ভেতরের হার্ডওয়্যার একই থাকছে বলে দাবি করা হয়েছে। এতে থাকছে আগের মতো এ১৮ চিপ ও ৮ গিগাবাইট র‍্যাম।

অন্যদিকে আইফোন ১৭ এয়ার, প্রো ও প্রো ম্যাক্স সংস্করণে থাকার সম্ভাবনা রয়েছে আরও শক্তিশালী এ১৯ চিপ ও ১২ গিগাবাইট র‍্যাম। ফলে বেজ মডেলটি অন্যান্য সংস্করণের তুলনায় পিছিয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ধারণা করা হয়েছিল, অ্যাপল আইফোন ১৭-এর র‍্যাম বাড়াতে পারে। তবে জেফ পু জানিয়েছেন, সে পরিকল্পনা বাতিল করা হয়েছে। একই চিপ ব্যবহারের সিদ্ধান্ত বিশেষজ্ঞদের কাছে আরও অবাক করার মতো লেগেছে।

এ১৮ চিপ শক্তিশালী হলেও, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচার ব্যবহারে এটি সীমাবদ্ধতা তৈরি করতে পারে। এতে করে ব্যবহারকারীরা প্রিমিয়াম মডেলের দিকে ঝুঁকবেন, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।

তবে ক্যামেরা ও অন্যান্য দিক থেকে আইফোন ১৭ আগের মতোই থাকছে। এতে থাকবে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও আইপি৬৮ রেটিং-সম্পন্ন সক্ষমতা। নতুন আইওএস ২৬ সংস্করণে এক্সটার্নাল ডিসপ্লে সমর্থনসহ আরও কিছু ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি’ চলতি মাসের ৯ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আইফোন ১৭ নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। তবে আপাতত মনে হচ্ছে, আইফোন ১৭ হবে বড় স্ক্রিনে পুরোনো প্রযুক্তির পুনরাবৃত্তি।

দীর্ঘ ই-মেইল থ্রেড সংক্ষেপে দেখাবে জিমেইল অ্যাপ

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:৩০ পিএম
দীর্ঘ ই-মেইল থ্রেড সংক্ষেপে দেখাবে জিমেইল অ্যাপ
ছবি: সংগৃহীত

প্রযুক্তিপ্রেমীদের অভিজ্ঞতা সহজ করতে গুগল প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এবার গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য জিমেইল অ্যাপে যুক্ত হচ্ছে স্বয়ংক্রিয় ই-মেইল সারসংক্ষেপ। ফলে দীর্ঘ ই-মেইল থ্রেড বা কথোপকথনের ধারা জিমেইল স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর মূল বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে দেখাবে। ধরুন কাউকে একটি ই-মেইল পাঠালেন। তিনি তার উত্তর দিলেন। আপনি আবার জবাব দিলেন। এভাবে এগিয়ে যেতে থাকলে প্রতিটি রিপ্লাই মূল ই-মেইলের সঙ্গে যুক্ত হয়ে একটি ই-মেইল থ্রেড তৈরি করে। আপাতত শুধু গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে এই সুবিধা পাচ্ছেন।

গত বছর গুগল তাদের জেমিনাই সাইড প্যানেল চালুর সময় ডক্স, শিটস, স্লাইডস, ড্রাইভ ও জিমেইলে এআই সারসংক্ষেপের সুবিধা নিয়ে এসেছিল। তবে তখন ব্যবহারকারীদের ই-মেইলের ওপরে থাকা ‘সামারাইজ দিস ই-মেইল’ বাটন চেপে সারসংক্ষেপ দেখতে হতো। তবে এখন থেকে ই-মেইল থ্রেড খোলার সঙ্গে সঙ্গে ওপরের দিকে একটি সারাংশ কার্ড দেখাবে অ্যাপটি।

গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে থ্রেডে থাকা একাধিক বার্তার মূল বিষয়গুলো চিহ্নিত করে সারাংশ তৈরি করবে। মজার বিষয় হলো, কোনো নতুন বার্তা এলে সেই সারাংশ আপডেট হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এই ফিচার শুধু ইংরেজি ভাষায় লেখা ই-মেইলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সঙ্গে জিমেইল, চ্যাট ও মিটের পার্সোনালাইজড স্মার্ট ফিচার এবং গুগল ওয়ার্কস্পেসের স্মার্ট ফিচারগুলো চালু থাকতে হবে।

ডেস্কটপ সংস্করণ বা সাধারণ জিমেইল অ্যাকাউন্টে এই সুবিধা আসবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি গুগল। তবে যেখানে স্বয়ংক্রিয় সারাংশ কাজ করছে না, সেখানে আগের মতো ‘সামারাইজ দিস ই-মেইল’ বাটন চেপে সারাংশ দেখা যাবে।

শুধু সারাংশ নয়, জিমেইলে জেমিনাই এখন নতুন ই-মেইল খসড়া তৈরিতেও সাহায্য করছে। ইনবক্স কিংবা গুগল ড্রাইভের ফাইল ঘেঁটে তথ্য খুঁজে পেতেও সহায়তা করতে পারে এটি।

সম্প্রতি অনুষ্ঠিত গুগল আই/ও ২০২৫ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই ‘পার্সোনালাইজড স্মার্ট রিপ্লাইস’ নামে একটি আসন্ন ফিচারের ঘোষণা দিয়েছেন। এটি ব্যবহারকারীর আগের ই-মেইল ও নথিপত্র বিশ্লেষণ করে উত্তর খসড়া তৈরি করবে, যা ব্যবহারকারীর লেখার ধরন অনুসরণ করবে।

ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে গুগল লেন্স

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:৫০ পিএম
ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে গুগল লেন্স
ইউটিউব শর্টসে পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে গুগল লেন্স ফিচার। ছবি: সংগৃহীত

প্রযুক্তির দুনিয়ায় নতুন এক সংযোজন নিয়ে আসছে গুগল। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব শর্টসে পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে গুগল লেন্স ফিচার। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও ক্লিপের যেকোনো বস্তু বা বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আরও তথ্য অনুসন্ধান করতে পারবেন।

ইতোমধ্যে সীমিত পরিসরে ফিচারটির বেটা সংস্করণ চালু হয়েছে। চলতি সপ্তাহে এটি ধাপে ধাপে সব শর্টস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।

নতুন ফিচারটি ব্যবহারের জন্য ভিডিও থামিয়ে ওপরের মেনু থেকে ‘লেন্স’ অপশনটি নির্বাচন করতে হবে। এর পর ভিডিওর যেকোনো অংশে ট্যাপ বা হাইলাইট করে সে সম্পর্কে অনুসন্ধান করা যাবে। সার্চের ফলাফল ও ভিজ্যুয়াল ম্যাচগুলো শর্টসের ওপরে দেখানো হবে। গুগল তাদের সাপোর্ট পেজগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানিয়েছে।

তবে বেটা পর্যায়ে থাকা অবস্থায় সার্চের ফলাফলে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে যেসব শর্টসে ইউটিউব শপিংয়ের অ্যাফিলিয়েট লিংক বা পণ্যের পেইড প্রমোশন আছে, সেগুলোর জন্য লেন্স ফিচারটি কাজ করবে না।

বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যতে ইউটিউবের বাণিজ্যিক কনটেন্ট বা শপিংসংশ্লিষ্ট কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আপাতত ফিচারটি শুধু তথ্য অনুসন্ধানের সুবিধা দিতে চালু করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য এটি ভিডিও কনটেন্ট থেকে সরাসরি তথ্য জানার একটি নতুন ও আকর্ষণীয় উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

/আবরার জাহিন

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আসছে নতুন ফিচার

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:৩২ পিএম
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আসছে নতুন ফিচার
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আসছে নতুন ফিচার। ছবি: সংগৃহীত

মেটা মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের স্ট্যাটাস ফিচারে নতুনত্ব আনতে চলেছে। ব্যবহারকারীরা এখন কোলাজ, মিউজিক ও নতুন ধরনের স্টিকার ব্যবহার করে নিজেদের স্ট্যাটাসকে আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে সাজাতে পারবেন। এই ফিচারগুলো অনেকটা ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘স্টোরিজ’ ফিচারের মতো কাজ করবে, যেখানে ব্যবহারকারীরা ২৪ ঘণ্টার জন্য টেক্সট, ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন।

চলতি বছরের মার্চ থেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে গানের ক্লিপ যোগ করার ফিচার চালু হয়েছে। ব্যবহারকারীরা অ্যাপের মিউজিক লাইব্রেরি থেকে গান নির্বাচন করতে পারবেন। ছবিতে যুক্ত করলে ১৫ সেকেন্ড এবং ভিডিওর সঙ্গে যুক্ত করলে ৬০ সেকেন্ডের গানের ক্লিপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সেই গানকে স্টিকার হিসেবে যুক্ত করার অপশনও থাকছে। চাইলে গানটিকে একটি স্বতন্ত্র স্ট্যাটাস হিসেবেও শেয়ার করা যাবে।

এ ছাড়া ‘অ্যাড ইওরস’ নামে একটি নতুন স্টিকার যোগ হচ্ছে, যা অনুসারীদের নিজস্ব ছবি শেয়ারের মাধ্যমে স্ট্যাটাসে সাড়া দিতে উৎসাহিত করবে। এখন থেকে ছবিগুলোকেও স্টিকারে রূপান্তরিত করা যাবে, যা স্ট্যাটাসে যোগ করার আগে আকার ও আকৃতি পরিবর্তন করা যাবে।

মেটা জানিয়েছে, এই নতুন ফিচারগুলো শিগগিরই নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য চালু হবে। আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য ফিচারগুলো উন্মুক্ত করা হবে।