ইনস্টাগ্রাম এখন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম। বর্তমানে এই প্ল্যাটফর্মে ১০০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এই সামাজিকমাধ্যমে যার যত বেশি ফলোয়ার বা অনুসারী রয়েছে, তার পোস্ট তত বেশি মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আর যত বেশি সংখ্যক মানুষের কাছে ইনস্টাগ্রাম পোস্ট পৌঁছাবে, তত বেশি ব্র্যান্ড, ব্যবসা অথবা ব্যক্তিগত প্রভাব তৈরিতে ভূমিকা রাখবে। এ জন্য অনেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়াতে আগ্রহী হন। আজ জানাব ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কৌশল:
সম্পূর্ণ প্রোফাইল: ইনস্টাগ্রাম প্রোফাইল একজন ব্যক্তির ডিজিটাল পরিচয় বহন করে। তাই বায়োতে নিজের পরিচয় ও আগ্রহের বিষয় উল্লেখ করুন। স্পষ্ট ও আকর্ষণীয় প্রোফাইল ছবি ব্যবহার করুন। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও ওয়েবসাইটের লিংক যোগ করুন।
আকর্ষণীয় কনটেন্ট: আধেয় বা কনটেন্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। তাই ভালো মানের ছবি ও ভিডিও পোস্ট করুন। ক্যাপশনে প্রাসঙ্গিক ও আকর্ষণীয় বিষয় লিখুন। ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন।
নিয়মিত পোস্ট: শুধু ভালো মানের কনটেন্ট পোস্ট করলেই হবে না, তা হতে হবে নিয়মিত। প্রতি সপ্তাহে অন্তত দুটি আধেয় দেওয়ার পরিকল্পনা করুন। একটি ক্যালেন্ডার অনুসারে নির্দিষ্ট সময়ে পোস্ট করুন।
ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ: মন্তব্যের মাধ্যমে ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। তাদের প্রশ্নের উত্তর দিন ও মন্তব্যের প্রতিক্রিয়া জানান। এর ফলে ফলোয়ারের সঙ্গে দ্বিমুখী যোগাযোগ হবে।
হ্যাশট্যাগ: প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করে কনটেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কোন কনটেন্টের জন্য কোন হ্যাশট্যাগ প্রাসঙ্গিক তা নিশ্চিত করুন।
অন্যদের সঙ্গে সহযোগিতা: ইনস্টাগ্রামের অন্য জনপ্রিয় নির্মাতা, ব্র্যান্ড ও ব্যবহারকারীর সঙ্গে অংশীদারত্ব করলে, আরও বিস্তৃত পরিসরের অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব।
প্রতিযোগিতা ও উপহার: ফলোয়ারদের জন্য নিয়মিত প্রতিযোগিতা ও উপহারের ব্যবস্থা করুন।
পারফরম্যান্স বিশ্লেষণ: ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পারফরম্যান্স নিয়মিত বিশ্লেষণ করুন। বিভিন্ন ম্যাট্রিক্স দেখে বোঝা যাবে কোন কৌশলটি কাজ করছে ও কোন জায়গায় উন্নতি করতে হবে। পারফরম্যান্স বিশ্লেষণের ফলাফল অনুযায়ী কনটেন্টের পরিকল্পনা করুন।
/আবরার জাহিন