ঢাকা ২৯ ভাদ্র ১৪৩১, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

কৌশলে বাড়ান ইনস্টাগ্রামের ফলোয়ার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০২:০৫ পিএম
কৌশলে বাড়ান ইনস্টাগ্রামের ফলোয়ার

ইনস্টাগ্রাম এখন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম। বর্তমানে এই প্ল্যাটফর্মে ১০০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এই সামাজিকমাধ্যমে যার যত বেশি ফলোয়ার বা অনুসারী রয়েছে, তার পোস্ট তত বেশি মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আর যত বেশি সংখ্যক মানুষের কাছে ইনস্টাগ্রাম পোস্ট পৌঁছাবে, তত বেশি ব্র্যান্ড, ব্যবসা অথবা ব্যক্তিগত প্রভাব তৈরিতে ভূমিকা রাখবে। এ জন্য অনেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়াতে আগ্রহী হন। আজ জানাব ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কৌশল:

সম্পূর্ণ প্রোফাইল: ইনস্টাগ্রাম প্রোফাইল একজন ব্যক্তির ডিজিটাল পরিচয় বহন করে। তাই বায়োতে নিজের পরিচয় ও আগ্রহের বিষয় উল্লেখ করুন। স্পষ্ট ও আকর্ষণীয় প্রোফাইল ছবি ব্যবহার করুন। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও ওয়েবসাইটের লিংক যোগ করুন।

আকর্ষণীয় কনটেন্ট: আধেয় বা কনটেন্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। তাই ভালো মানের ছবি ও ভিডিও পোস্ট করুন। ক্যাপশনে প্রাসঙ্গিক ও আকর্ষণীয় বিষয় লিখুন। ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন।

নিয়মিত পোস্ট: শুধু ভালো মানের কনটেন্ট পোস্ট করলেই হবে না, তা হতে হবে নিয়মিত। প্রতি সপ্তাহে অন্তত দুটি আধেয় দেওয়ার পরিকল্পনা করুন। একটি ক্যালেন্ডার অনুসারে নির্দিষ্ট সময়ে পোস্ট করুন।

ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ: মন্তব্যের মাধ্যমে ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। তাদের প্রশ্নের উত্তর দিন ও মন্তব্যের প্রতিক্রিয়া জানান। এর ফলে ফলোয়ারের সঙ্গে দ্বিমুখী যোগাযোগ হবে।

হ্যাশট্যাগ: প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করে কনটেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কোন কনটেন্টের জন্য কোন হ্যাশট্যাগ প্রাসঙ্গিক তা নিশ্চিত করুন।
অন্যদের সঙ্গে সহযোগিতা: ইনস্টাগ্রামের অন্য জনপ্রিয় নির্মাতা, ব্র্যান্ড ও ব্যবহারকারীর সঙ্গে অংশীদারত্ব করলে, আরও বিস্তৃত পরিসরের অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব।

প্রতিযোগিতা ও উপহার: ফলোয়ারদের জন্য নিয়মিত প্রতিযোগিতা ও উপহারের ব্যবস্থা করুন।

পারফরম্যান্স বিশ্লেষণ: ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পারফরম্যান্স নিয়মিত বিশ্লেষণ করুন। বিভিন্ন ম্যাট্রিক্স দেখে বোঝা যাবে কোন কৌশলটি কাজ করছে ও কোন জায়গায় উন্নতি করতে হবে। পারফরম্যান্স বিশ্লেষণের ফলাফল অনুযায়ী কনটেন্টের পরিকল্পনা করুন।

/আবরার জাহিন

 

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন
ডিজিটাল-টেলিযোগাযোগ ক্যাটাগরিতে এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেয়েছে গ্রামীণফোন

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড-২০২৪ পেল দেশের টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

‘ডিজিটাল-টেলিযোগাযোগ’ ক্যাটাগরিতে ‘মাইজিপি’ অ্যাপের জন্য এই স্বীকৃতি পেয়েছে অপারেটরটি। এই স্বীকৃতি দেশজুড়ে ডিজিটাল অভিজ্ঞতাকে রূপান্তরিত করতে এবং অ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সব ডিজিটাল সেবাকে হাতের মুঠোয় আনতে মাইজিপির ভূমিকাকে তুলে ধরে। 

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম বলেন, ‘এশিয়ান টেকনোলজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবা দিতে আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। মাইজিপি শুধুই একটি বিক্রয় এবং পরিষেবানির্ভর অ্যাপ নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা গ্রাহকদের ক্ষমতায়ন করে এবং সেবা দেওয়া ও প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে এক নতুন মানদণ্ডে পরিণত হয়েছে। উদ্ভাবন অব্যাহত রাখতে ও সেবার উন্নয়নে এই পুরস্কার আমাদের অনুপ্রাণিত করবে।’ 

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড এশিয়ার আয়োজক হচ্ছে এশিয়ান বিজনেস রিভিউ, যারা এশিয়াজুড়ে বিভিন্ন খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে স্বীকৃতি দেয়। প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নিজ নিজ খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানাতেই এই অ্যাওয়ার্ড।  

তিথি/সালমান/

অ্যান্ড্রয়েড ফোনে বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার সহজ উপায়

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
অ্যান্ড্রয়েড ফোনে বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার সহজ উপায়

প্রায় সবাই স্মার্টফোনের ওপর নির্ভরশীল। সামাজিক মাধ্যম থেকে শুরু করে অনলাইন শপিং সবই এখন হাতের মুঠোয়। তবে এই সুবিধার পাশাপাশি বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপনগুলোর মাধ্যমে হয়রানির শিকার হতে হয় স্মার্টফোন ব্যবহারকারীদের।

কেন এই বিজ্ঞাপনগুলো আসে?
অ্যাপ ডেভেলপাররা তাদের অ্যাপগুলো বিনামূল্যে দেওয়ার জন্য বিজ্ঞাপনের ওপর নির্ভর করে। ব্যবহারকারী যখন কোনো অ্যাপ ইন্সটল করেন, তখন সেই অ্যাপ ফোনের ব্যবহারের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখায়। অনলাইনে ব্রাউজ করার সময় অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন এলে খুবই বিরক্ত লাগে। আর এই বিরক্তিকর বিজ্ঞাপনগুলো বেশির ভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে।

অ্যান্ড্রয়েডে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

  • নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
  • ডান দিকের কোণে থাকা থ্রি-ডট অপশনটা খুঁজে নিতে হবে এবং তাতে ক্লিক করুন।
  • একটি ড্রপ-ডাউন অ্যাপ মেনু ভেসে উঠবে, তারপর ‘সেটিংস’-এ ক্লিক করুন।
  • এরপর ‘অ্যাডভান্সড’ অপশন সিলেক্ট করতে হবে। ব্যবহারকারী তারপর ‘ব্লক পপ-আপস’ বিকল্পটি পাবেন, তাতে ক্লিক করুন।

ক্রোমে পপ-আপ ব্লক করতে-

  • প্রথমেই ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করুন।
  • উপরের ডান দিকের কোণে থাকা ‘সেটিংস’-এ ক্লিক করুন।
  • এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সাইট সেটিংস’ বিকল্পটি নির্বাচন করুন।
  • এরপর পপ-আপস অ্যান্ড রিডাইরেক্টস অপশনে ক্লিক করুন।
  • এরপর ‘অ্যালাউড টু সেন্ড পপ-আপস অ্যান্ড ইউজ রিডাইরেক্টস’ বিকল্প খুঁজে নিতে হবে এবং যে সাইটগুলোকে ব্লক করে দিন।
  • সাইটের ডান কোণে থাকা ‘মোর ব্লক’ অপশনে ক্লিক করতে হবে।

 

আইফোন সিক্সটিনের কয়েক ঘণ্টা পর উন্মোচন হবে হুয়াওয়ে ট্রাই-ফোল্ড ফোন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
আইফোন সিক্সটিনের কয়েক ঘণ্টা পর উন্মোচন হবে হুয়াওয়ে ট্রাই-ফোল্ড ফোন

চলতি মাসেই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত ‘আইফোন সিক্সটিন’ উন্মোচন করতে যাচ্ছে। অ্যাপলের ঘোষণা অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ‘ইটস গ্লোটাইম’ স্লোগান নিয়ে ফোনটি বাজারে আসবে।

অপরদিকে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে প্রায় একই সময়ে তাদের নতুন ডিভাইস আনার ঘোষণা দিয়েছে। গত সোমবার হুয়াওয়ে জানিয়েছে, প্রতিষ্ঠানটি চলতি মাসেই একটি নতুন পণ্য উন্মোচনের জন্য একটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। যেখানে হুয়াওয়ে ট্রাই-ফোল্ড ফোন উন্মোচন করা হতে পারে।

হুয়াওয়ের এই ইভেন্ট অ্যাপলের বার্ষিক আইফোন উন্মোচনের কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হবে। প্রযুক্তিসংশ্লিষ্টরা ধারণা করছেন, চীনা প্রযুক্তি জায়ান্টটি মার্কিন প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানকে ছাপিয়ে যেতেই এই আয়োজন করছে।

হুয়াওয়ে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে এক পোস্টে জানিয়েছে, এই ইভেন্টটি ১০ সেপ্টেম্বর বেইজিং সময় দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। এ সময় যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৯ সেপ্টেম্বরে প্রায় সন্ধ্যা হবে। যেখানে অ্যাপলের ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায়। অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে একটি স্পেশাল ইভেন্টের মাধ্যমে আইফোন সিক্সটিন লাইনআপ উন্মোচন করা হবে। ধারণা করা হচ্ছে, গ্লোটাইম ট্যাগলাইন দিয়ে মূলত ফোনটিতে জেনারেটিভ এআই সম্পর্কিত ফিচার যুক্ত করার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। অপরদিকে হুয়াওয়ের কনজিউমার অ্যান্ড অটোমোটিভ টেকনোলজি গ্রুপের প্রধান রিচার্ড ইউ ওয়েইবো পোস্টে বলেছেন, ‘কোম্পানির প্রধান ও উদ্ভাবনী পণ্য এখানে থাকবে।’ তিনি আরও বলেন, ‘এটি একটি যুগান্তকারী প্রযুক্তিপণ্য, যার কথা অন্যরা ভেবেছিল কিন্তু তৈরি করতে পারেনি। পাঁচ বছরের বিনিয়োগের পর হুয়াওয়ে বিজ্ঞানকল্পকে বাস্তবতায় পরিণত করেছে।’

হুয়াওয়ের এই নতুন ফোন ট্রাই-ফোল্ড অর্থাৎ তিন ভাঁজযোগ্য হবে। এই স্মার্টফোন উন্মোচন অনেক আগ্রহের বিষয়। কারণ এই ফোন বাজারে পাওয়া যাবে এবং এর বিক্রি শিগগিরই শুরু হতে পারে। হুয়াওয়ের এক টিজারে ট্রাই-ফোল্ড ফোন স্মার্টফোনের দুটি হিঞ্জ দেখানো হয়েছে। ফোনটি আগামী বছর বাজারে জনপ্রিয় হতে পারে। হুয়াওয়ে এই ফোন সম্পর্কে খুব কম তথ্য প্রকাশ করেছে। তবে গুঞ্জন রয়েছে, ফোনটি জেড-টাইপ ফোল্ডযুক্ত হবে।

হুয়াওয়ের পুনরুত্থান চীনে অ্যাপলকে চ্যালেঞ্জ করেছে। ক্যানালিসের গবেষণা অনুসারে, আইফোন নির্মাতা চীনে বাজারের শীর্ষ পাঁচ স্মার্টফোন বিক্রেতাদের মধ্যে নেই। যেখানে হুয়াওয়ে স্মার্টফোন বিক্রি আগের উল্লেখযোগ্য হারে বেড়েছে।

 

অনলাইন নিরাপত্তা বিষয়ে সন্তানকে কী বলবেন?

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন নিরাপত্তা বিষয়ে সন্তানকে কী বলবেন?

যুক্তরাজ্যের শিশুদের সুরক্ষায় কাজ করে দাতব্য সংস্থা ‘দ্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন (এনএসপিসিসি)’। এই সংস্থা শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন বা অত্যাচার থেকে রক্ষা করার জন্য কাজ করে থাকে। পিতা-মাতারা অনলাইন নিরাপত্তা বিষয়ে সন্তানের সঙ্গে কীভাবে কথা বলবেন, এ সম্পর্কে সম্প্রতি সংস্থাটি কিছু পরামর্শ দিয়েছে।

এনএসপিসিসির পরামর্শ

আপনার সন্তানের সঙ্গে অনলাইন নিরাপত্তা সম্পর্কে কথা বলার সময় তাদের বোঝান যে, আপনি তাদের অনলাইন এবং অফলাইন উভয়ই জীবনের প্রতি আগ্রহী। আপনার সন্তান যে অনলাইন বা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছে, তা আপনাকে দেখাতে বলুন, যেন আপনি তাদের বুঝতে পারেন।

সন্তানের অনলাইন ব্যবহারের বিষয়ে ইতিবাচক হোন। তবে আপনি যে কারণগুলো নিয়ে চিন্তিত, তা সম্পর্কে খোলাখুলি আলোচনা করুন। আপনি বলতে পারেন ‘আমি মনে করি এই সাইটটি সত্যিই ভালো’ অথবা ‘আমি এখানে যা দেখেছি, তা নিয়ে আমি একটু চিন্তিত।’ 

আপনার সন্তানকে জিজ্ঞেস করুন, তারা কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তাদের সঙ্গে এমনভাবে কথা বলুন, যেন আপনার সন্তান অনলাইন বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী হয়ে ওঠে।

সন্তানের অনলাইন বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করুন। তারা বন্ধুদের সঙ্গে কীভাবে পরিচিত হয়েছে তা জানান।

আপনার সন্তান যে অ্যাপ্লিকেশন বা সাইট ব্যবহার করতে চায়, সেগুলো ব্যবহার করার কারণগুলো শুনুন, যা আপনার মতে উপযুক্ত নয়। যেন এসব নিয়ে একসঙ্গে কথা বলতে পারেন।

আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন, তার মতে বিভিন্ন বয়সের শিশুদের জন্য কী করা উচিত? যাতে তারা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে বলে মনে করে। 

১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দ্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন। সেই থেকে সংস্থাটি শিশুদের সুরক্ষার জন্য কাজ করে আসছে।

 

জিমেইলে স্টোরেজ শেষ হলে যা করবেন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম
জিমেইলে স্টোরেজ শেষ হলে যা করবেন

প্রযুক্তি জগতের প্রায় সবাই ই-মেইল ব্যবহার করে তথ্য আদান-প্রদান করেন। আর এই ই-মেইল আদান-প্রদানের জন্য অনেকেই প্রযুক্তি জায়ান্ট গুগলের জিমেইল সেবা ব্যবহার করেন। গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখা যায়। জিমেইলের পাশাপাশি গুগল ড্রাইভ, গুগল ডকস, গুগল শিটসহ গুগলের বিভিন্ন সেবার তথ্য সেখানে নিয়মিত জমা হয়ে থাকে। এতে নির্ধারিত স্টোরেজ বিভিন্ন ডেটায় ভরে গেলে বিপত্তি বাঁধে তখনই, জিমেইলে নতুন করে আর ই-মেইল আসে না। জেনে নিন কীভাবে করবেন এর সমাধান।

বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের অফার এবং বিজ্ঞাপনমূলক ই-মেইল পাঠিয়ে থাকে জিমেইল ব্যবহারকারীদের। এই ই-মেইলগুলোয় সাধারণত বড় আকারের পিডিএফ ফাইল থাকে, যা আপনার স্টোরেজকে দ্রুত পূর্ণ করে দেয়। এসব অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত ডিলিট করুন।

ডিলিট করা ই-মেইলগুলো ৩০ দিনের জন্য বিনে থাকে। স্প্যাম ফোল্ডারেও অনেক অপ্রয়োজনীয় ই-মেইল জমা হয়। এই দুই ফোল্ডার নিয়মিত খালি করুন। ই-মেইলের সঙ্গে আসা ছবি, ভিডিও ও পিডিএফ ফাইলগুলো যদি প্রয়োজন না হয়, তাহলে সেগুলো ডিলিট করুন। প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে ই-মেইলগুলো ডিলিট করলে, আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজ খালি হবে। বিভিন্ন কোম্পানি থেকে আসা নিউজ লেটারে ইনবক্স ভরে যায়। প্রয়োজন না থাকলে এই নিউজ লেটারগুলো আনসাবস্ক্রাইব করুন। জিমেইলে লেবেল ফিচার ব্যবহার করে ই-মেইলগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করুন। এতে আপনার ই-মেইলগুলো খুঁজে পাওয়া সহজ হবে। আপনি সহজে অপ্রয়োজনীয় ই-মেইলগুলো শনাক্ত করতে পারবেন।
ফিল্টার ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো ই-মেইলগুলো বা নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে পাওয়া ই-মেইলগুলো সহজেই খুঁজে পেতে পারবেন। নির্দিষ্ট শব্দ বা ফ্রেজ সার্চ করে সহজেই অপ্রয়োজনীয় ই-মেইলগুলো খুঁজে পেতে পারবেন। এমন ই-মেইল থাকলে ডিলিট করুন। যদি আপনার স্টোরেজ খুব কমে যায়, তাহলে গুগলের স্টোরেজ প্ল্যান আপগ্রেড করতে পারেন।

/আবরার জাহিন