দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের দ্বিবার্ষিক ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট’ আয়োজিত হচ্ছে আজ। প্রযুক্তি সংশ্লিষ্টরা ধরণা করছেন, এই ইভেন্টে গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স, জেড ফ্লিপ সিক্স, গ্যালাক্সি ওয়াচ রিং, গ্যালাক্সি ওয়াচ সেভেন, ওয়াচ আল্ট্রা ও গ্যালাক্সি বাডস থ্রি সিরিজ উন্মোচন করবে স্যামসাং। আয়োজনের ভিডিও টিজারেও ফোল্ডেবল ফোন উন্মোচনের ইঙ্গিত মিলেছে।
দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি নিশ্চিত করেছে আসন্ন গ্যালাক্সি ওয়াচে নিজেদের বায়োঅ্যাকটিভ সেন্সরের সর্বশেষ সংস্করণ থাকবে। এই সেন্সর ডিজাইন করা হয়েছে সুস্থতার উন্নত পূর্বাভাস ও প্রতিরোধমূলক ফিচারের জন্য।
স্যামসাংয়ের তথ্যমতে, বায়োঅ্যাকটিভ সেন্সরের সর্বশেষ সংস্করণ স্বাস্থ্য পরিমাপের মান উন্নত করবে। এই সংস্করণে তিনটি প্রধান আপগ্রেড আসবে। এগুলো হলো, উন্নত ফটোডায়োড, অতিরিক্ত এলইডি রঙের অন্তর্ভুক্তি ও এই উপাদানগুলোর সর্বোত্তম বিন্যাস।
নতুন সেন্সরে রয়েছে নীল, হলুদ, বেগুনি ও অতিবেগুনি এলইডি রং। সেই সঙ্গে বাড়ানো হয়েছে সবুজ, লাল ও ইনফ্রারেড এলইডি রঙের সংখ্যা। এলইডি ও ফটোডায়োডগুলোর কৌশলগত সংযুক্তি এবং বিন্যাস স্বাস্থ্যের আরও সঠিক তথ্য দেবে।
নতুন বায়োঅ্যাকটিভ সেন্সরের উন্নত ফটোডায়োডসহ সবুজ, লাল এবং ইনফ্রারেড এলইডিগুলোর অবস্থান হৃদস্পন্দ, ঘুমের মান, রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা ও মানসিক চাপসহ বিভিন্ন স্বাস্থ্যের মাপকাঠিতে নির্ভুল এবং কর্মক্ষমতা বাড়িয়ে তোলে। এটি ব্যায়ামের সময় আগের সেন্সরের তুলনায় হৃদস্পন্দ ৩০ শতাংশ সঠিক পরিমাপ করবে। এই উন্নতি ছাড়াও বিভিন্ন রঙের এলইডি ও পুনর্বিন্যাসকৃত ফটোডায়োড প্রতিরোধমূলক সুস্থতার জন্য নতুন সম্ভাবনা তৈরি করে। এই সেন্সর একটি উন্নত গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস (এজিইএস) সূচক চালু করা যাবে।
/আবরার জাহিন