আজকের ডিজিটাল যুগে শিশুদের অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করা অভিভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদের ক্ষতিকর বিষয়বস্তু, সাইবার বুলিং ও অতিরিক্ত ডিভাইস ব্যবহারের মতো অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে হবে। ক্যাসপারস্কি সেফ কিডস এমন একটি প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার, যা তৈরি করেছে রুশ সফটওয়্যার প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব।
সম্প্রতি অনুপযুক্ত কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে অসাধারণ কার্যকারিতার জন্য টেস্টিং প্রতিষ্ঠান এভি-টেস্ট ও এভি-কম্পারেটিভস অনুমোদনপ্রাপ্তির সনদ পেয়েছে ক্যাসপারস্কি সেফ কিডস। উইন্ডোজ প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট সফলভাবে ব্লকিংয়ের ক্ষেত্রে এই সল্যুশন শতভাগ এবং ৯৮ দশমিক ১ শতাংশ সফল বলে প্রমাণিত হয়েছে। এটি বাচ্চাদের অনলাইনে নিরাপদ রাখতে সাহায্য করে। তা ছাড়া ক্যাসপারস্কি সেফ কিডস অনলাইনের বিপজ্জনক বিষয়গুলো ব্লক করে দেয় খুব সহজেই।
এভি-টেস্টের ইতিহাসে এটিই ২০১৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত একমাত্র প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ব্লক করার মতো কার্যকর সল্যুশন হিসেবে আখ্যায়িত হয়েছে। এ ছাড়া এভি-কম্পারেটিভসের গবেষণায় ২০১৯, ২০২১ এবং ২০২২ সালের ধারাবাহিকতায় এবারও ক্যাসপারস্কি সেফ কিডস পাঁচ প্রতিযোগীর মধ্যে শীর্ষ রয়েছে।
উভয় প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা পরিচালনা করেছে। এভি-টেস্ট প্রোডাক্টের ব্লকিং সক্ষমতা যাচাই করতে, বিশ্বের ছয়টি ভাষায় ৭ হাজার ৫০০টি ওয়েবসাইটে থাকা ১৩টি ক্যাটাগরির কনটেন্টের মাধ্যমে তাদের প্যারেন্টার কন্ট্রোল সল্যুশনকে যাচাই করে থাকে। এর মধ্যে রয়েছে সহিংসতামূলক, অস্ত্র ও প্রাপ্তবয়স্কদের কনটেন্ট সম্পর্কিত ইত্যাদি ক্যাটাগরি। এভি-কম্পারেটিভস ১ হাজার প্রাপ্তবয়স্কের ওয়েবসাইট ও ১০০টি শিশুর ওয়েবসাইটের মাধ্যমে সল্যুশনটি পরীক্ষা করেছে, যা ৯৮ শতাংশ ওয়েবসাইট শনাক্তকরণে সফল হয়েছে।
ক্যাসপারস্কি সেফ কিডস অ্যাডাল্ট কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখিয়েছে। উইন্ডোজ প্ল্যাটফর্মে এর হার শতভাগ। ২০২১ ও ২০২৩ সালের মতো এবারও ক্যাসপারস্কি সেফ কিডস একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই সফলতা অর্জন করেছে। একই সঙ্গে এই সল্যুশন সহিংসতামূলক ও বেটিং ওয়েবসাইটের মতো অন্যান্য উল্লেখযোগ্য ক্যাটাগরির কনটেন্ট ব্লকিংয়ের ক্ষেত্রেও গড়ে ৯২ দশমিক ২০ শতাংশ সফলতা দেখিয়েছে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ক্যাসপারস্কি সেফ কিডস অ্যাডাল্ট কনটেন্টের ক্ষেত্রে ৯৯ দশমিক ০৯ শতাংশ ব্লকিং রেট প্রদর্শন করেছে।
সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে ক্ষতিকর ওয়েবসাইট ব্লকিং, সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ ও সময় সীমিতকরণসহ ক্যাসপারস্কি সল্যুশনের মূল কার্যকারিতাগুলো তুলে ধরা হয়েছে।