ঢাকা ২৮ ভাদ্র ১৪৩১, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

নতুন স্পেসস্যুটে ৫ মিনিটে মূত্র পানযোগ্য পানিতে রূপান্তর

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০১:৩৬ পিএম
নতুন স্পেসস্যুটে ৫ মিনিটে মূত্র পানযোগ্য পানিতে রূপান্তর
ছবি: সংগৃহীত

মহাকাশযাত্রীদের পানির সমস্যা দূর হচ্ছে। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মহাকাশে মানববর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকরা মাত্র ৫ মিনিটের মধ্যে মূত্র থেকে পানযোগ্য পানি ফিল্টার করতে সক্ষম, এমন একটি প্রোটোটাইপ ফিল্টারেশন সিস্টেম উন্মোচন করেছেন। এর ফলে ভবিষ্যতে নাসার মিশনে অংশগ্রহণকারী মহাকাশচারীরা তাদের স্পেসস্যুটের ভেতরে রিসাইকেল করা মূত্র থেকে পানযোগ্য পানি পান করতে পারবেন।

জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনির সিরিজ ‘ডুন’-এর ‘স্টিলস্যুট’ থেকে অনুপ্রাণিত হয়ে এই স্পেসস্যুট তৈরি করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, ৫০ বছরেরও বেশি সময় পর মানুষকে আবার চাঁদের মাটিতে পৌঁছানোর লক্ষ্যে নাসার আর্টেমিস প্রোগ্রামে স্পেসস্যুটটি ব্যবহার করা হতে পারে।

বর্তমানে স্পেসস্যুট পরে মহাকাশচারীদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর ডায়াপারের মতো পোশাক পরতে হয়। তবে নতুন এই সিস্টেম অসমোসিস প্রক্রিয়া ব্যবহার করে মূত্র থেকে দূষিত পদার্থগুলো আলাদা করে তা পানযোগ্য পানিতে রূপান্তরিত করে।

ওয়েইল কর্নেল মেডিসিন ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মকর্তা সোফিয়া এটলিন বলেন, ‘এই নকশায় একটি ভ্যাকুয়াম-ভিত্তিক বাহ্যিক ক্যাথেটার রয়েছে, যা একটি কম্বাইন্ড ফরোয়ার্ড-রিভার্স অসমোসিস ইউনিটের সঙ্গে সংযুক্ত। এটি মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য একাধিক নিরাপত্তা ব্যবস্থাসহ অবিরাম পানযোগ্য পানি সরবরাহ করে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে মহাকাশচারীদের স্পেসস্যুটের পানীয় ব্যাগে মাত্র এক লিটার পানি থাকে। এটি পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী চন্দ্র অভিযানের জন্য যথেষ্ট নয়; যা দশ ঘণ্টা, এমনকি জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।’ গবেষকরা এখন বাস্তব মহাকাশ মিশনে এটি ব্যবহার করার আগে সিমুলেটেড মাইক্রোগ্রাভিটি পরিস্থিতিতে ডিজাইনটি পরীক্ষা করার পরিকল্পনা করছেন।

গত শুক্রবার সুইজারল্যান্ড-ভিত্তিক ‘ফ্রন্টিয়ার্স ইন স্পেস টেকনোলজি’ জার্নালে নতুন স্পেসস্যুটের ডিজাইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে এক গবেষণাপত্রে। গবেষকরা গবেষণাপত্রে উল্লেখ করেছেন, ‘মহাকাশযানের বাইরে কার্যকলাপ চলাকালে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, কর্মক্ষমতা ও কাজের দক্ষতার ক্ষেত্রে মহাকাশযাত্রীদের সমস্যার সমাধানে, আমরা পরবর্তী প্রজন্মের স্পেসস্যুটের জন্য নতুনভাবে মূত্র সংগ্রহ এবং ফিল্টারেশন সিস্টেম ডিজাইন করেছি।’

 

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন
ডিজিটাল-টেলিযোগাযোগ ক্যাটাগরিতে এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেয়েছে গ্রামীণফোন

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড-২০২৪ পেল দেশের টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

‘ডিজিটাল-টেলিযোগাযোগ’ ক্যাটাগরিতে ‘মাইজিপি’ অ্যাপের জন্য এই স্বীকৃতি পেয়েছে অপারেটরটি। এই স্বীকৃতি দেশজুড়ে ডিজিটাল অভিজ্ঞতাকে রূপান্তরিত করতে এবং অ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সব ডিজিটাল সেবাকে হাতের মুঠোয় আনতে মাইজিপির ভূমিকাকে তুলে ধরে। 

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম বলেন, ‘এশিয়ান টেকনোলজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবা দিতে আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। মাইজিপি শুধুই একটি বিক্রয় এবং পরিষেবানির্ভর অ্যাপ নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা গ্রাহকদের ক্ষমতায়ন করে এবং সেবা দেওয়া ও প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে এক নতুন মানদণ্ডে পরিণত হয়েছে। উদ্ভাবন অব্যাহত রাখতে ও সেবার উন্নয়নে এই পুরস্কার আমাদের অনুপ্রাণিত করবে।’ 

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড এশিয়ার আয়োজক হচ্ছে এশিয়ান বিজনেস রিভিউ, যারা এশিয়াজুড়ে বিভিন্ন খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে স্বীকৃতি দেয়। প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নিজ নিজ খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানাতেই এই অ্যাওয়ার্ড।  

তিথি/সালমান/

অ্যান্ড্রয়েড ফোনে বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার সহজ উপায়

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
অ্যান্ড্রয়েড ফোনে বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার সহজ উপায়

প্রায় সবাই স্মার্টফোনের ওপর নির্ভরশীল। সামাজিক মাধ্যম থেকে শুরু করে অনলাইন শপিং সবই এখন হাতের মুঠোয়। তবে এই সুবিধার পাশাপাশি বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপনগুলোর মাধ্যমে হয়রানির শিকার হতে হয় স্মার্টফোন ব্যবহারকারীদের।

কেন এই বিজ্ঞাপনগুলো আসে?
অ্যাপ ডেভেলপাররা তাদের অ্যাপগুলো বিনামূল্যে দেওয়ার জন্য বিজ্ঞাপনের ওপর নির্ভর করে। ব্যবহারকারী যখন কোনো অ্যাপ ইন্সটল করেন, তখন সেই অ্যাপ ফোনের ব্যবহারের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখায়। অনলাইনে ব্রাউজ করার সময় অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন এলে খুবই বিরক্ত লাগে। আর এই বিরক্তিকর বিজ্ঞাপনগুলো বেশির ভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে।

অ্যান্ড্রয়েডে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

  • নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
  • ডান দিকের কোণে থাকা থ্রি-ডট অপশনটা খুঁজে নিতে হবে এবং তাতে ক্লিক করুন।
  • একটি ড্রপ-ডাউন অ্যাপ মেনু ভেসে উঠবে, তারপর ‘সেটিংস’-এ ক্লিক করুন।
  • এরপর ‘অ্যাডভান্সড’ অপশন সিলেক্ট করতে হবে। ব্যবহারকারী তারপর ‘ব্লক পপ-আপস’ বিকল্পটি পাবেন, তাতে ক্লিক করুন।

ক্রোমে পপ-আপ ব্লক করতে-

  • প্রথমেই ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করুন।
  • উপরের ডান দিকের কোণে থাকা ‘সেটিংস’-এ ক্লিক করুন।
  • এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সাইট সেটিংস’ বিকল্পটি নির্বাচন করুন।
  • এরপর পপ-আপস অ্যান্ড রিডাইরেক্টস অপশনে ক্লিক করুন।
  • এরপর ‘অ্যালাউড টু সেন্ড পপ-আপস অ্যান্ড ইউজ রিডাইরেক্টস’ বিকল্প খুঁজে নিতে হবে এবং যে সাইটগুলোকে ব্লক করে দিন।
  • সাইটের ডান কোণে থাকা ‘মোর ব্লক’ অপশনে ক্লিক করতে হবে।

 

আইফোন সিক্সটিনের কয়েক ঘণ্টা পর উন্মোচন হবে হুয়াওয়ে ট্রাই-ফোল্ড ফোন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
আইফোন সিক্সটিনের কয়েক ঘণ্টা পর উন্মোচন হবে হুয়াওয়ে ট্রাই-ফোল্ড ফোন

চলতি মাসেই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত ‘আইফোন সিক্সটিন’ উন্মোচন করতে যাচ্ছে। অ্যাপলের ঘোষণা অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ‘ইটস গ্লোটাইম’ স্লোগান নিয়ে ফোনটি বাজারে আসবে।

অপরদিকে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে প্রায় একই সময়ে তাদের নতুন ডিভাইস আনার ঘোষণা দিয়েছে। গত সোমবার হুয়াওয়ে জানিয়েছে, প্রতিষ্ঠানটি চলতি মাসেই একটি নতুন পণ্য উন্মোচনের জন্য একটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। যেখানে হুয়াওয়ে ট্রাই-ফোল্ড ফোন উন্মোচন করা হতে পারে।

হুয়াওয়ের এই ইভেন্ট অ্যাপলের বার্ষিক আইফোন উন্মোচনের কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হবে। প্রযুক্তিসংশ্লিষ্টরা ধারণা করছেন, চীনা প্রযুক্তি জায়ান্টটি মার্কিন প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানকে ছাপিয়ে যেতেই এই আয়োজন করছে।

হুয়াওয়ে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে এক পোস্টে জানিয়েছে, এই ইভেন্টটি ১০ সেপ্টেম্বর বেইজিং সময় দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। এ সময় যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৯ সেপ্টেম্বরে প্রায় সন্ধ্যা হবে। যেখানে অ্যাপলের ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায়। অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে একটি স্পেশাল ইভেন্টের মাধ্যমে আইফোন সিক্সটিন লাইনআপ উন্মোচন করা হবে। ধারণা করা হচ্ছে, গ্লোটাইম ট্যাগলাইন দিয়ে মূলত ফোনটিতে জেনারেটিভ এআই সম্পর্কিত ফিচার যুক্ত করার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। অপরদিকে হুয়াওয়ের কনজিউমার অ্যান্ড অটোমোটিভ টেকনোলজি গ্রুপের প্রধান রিচার্ড ইউ ওয়েইবো পোস্টে বলেছেন, ‘কোম্পানির প্রধান ও উদ্ভাবনী পণ্য এখানে থাকবে।’ তিনি আরও বলেন, ‘এটি একটি যুগান্তকারী প্রযুক্তিপণ্য, যার কথা অন্যরা ভেবেছিল কিন্তু তৈরি করতে পারেনি। পাঁচ বছরের বিনিয়োগের পর হুয়াওয়ে বিজ্ঞানকল্পকে বাস্তবতায় পরিণত করেছে।’

হুয়াওয়ের এই নতুন ফোন ট্রাই-ফোল্ড অর্থাৎ তিন ভাঁজযোগ্য হবে। এই স্মার্টফোন উন্মোচন অনেক আগ্রহের বিষয়। কারণ এই ফোন বাজারে পাওয়া যাবে এবং এর বিক্রি শিগগিরই শুরু হতে পারে। হুয়াওয়ের এক টিজারে ট্রাই-ফোল্ড ফোন স্মার্টফোনের দুটি হিঞ্জ দেখানো হয়েছে। ফোনটি আগামী বছর বাজারে জনপ্রিয় হতে পারে। হুয়াওয়ে এই ফোন সম্পর্কে খুব কম তথ্য প্রকাশ করেছে। তবে গুঞ্জন রয়েছে, ফোনটি জেড-টাইপ ফোল্ডযুক্ত হবে।

হুয়াওয়ের পুনরুত্থান চীনে অ্যাপলকে চ্যালেঞ্জ করেছে। ক্যানালিসের গবেষণা অনুসারে, আইফোন নির্মাতা চীনে বাজারের শীর্ষ পাঁচ স্মার্টফোন বিক্রেতাদের মধ্যে নেই। যেখানে হুয়াওয়ে স্মার্টফোন বিক্রি আগের উল্লেখযোগ্য হারে বেড়েছে।

 

অনলাইন নিরাপত্তা বিষয়ে সন্তানকে কী বলবেন?

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন নিরাপত্তা বিষয়ে সন্তানকে কী বলবেন?

যুক্তরাজ্যের শিশুদের সুরক্ষায় কাজ করে দাতব্য সংস্থা ‘দ্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন (এনএসপিসিসি)’। এই সংস্থা শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন বা অত্যাচার থেকে রক্ষা করার জন্য কাজ করে থাকে। পিতা-মাতারা অনলাইন নিরাপত্তা বিষয়ে সন্তানের সঙ্গে কীভাবে কথা বলবেন, এ সম্পর্কে সম্প্রতি সংস্থাটি কিছু পরামর্শ দিয়েছে।

এনএসপিসিসির পরামর্শ

আপনার সন্তানের সঙ্গে অনলাইন নিরাপত্তা সম্পর্কে কথা বলার সময় তাদের বোঝান যে, আপনি তাদের অনলাইন এবং অফলাইন উভয়ই জীবনের প্রতি আগ্রহী। আপনার সন্তান যে অনলাইন বা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছে, তা আপনাকে দেখাতে বলুন, যেন আপনি তাদের বুঝতে পারেন।

সন্তানের অনলাইন ব্যবহারের বিষয়ে ইতিবাচক হোন। তবে আপনি যে কারণগুলো নিয়ে চিন্তিত, তা সম্পর্কে খোলাখুলি আলোচনা করুন। আপনি বলতে পারেন ‘আমি মনে করি এই সাইটটি সত্যিই ভালো’ অথবা ‘আমি এখানে যা দেখেছি, তা নিয়ে আমি একটু চিন্তিত।’ 

আপনার সন্তানকে জিজ্ঞেস করুন, তারা কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তাদের সঙ্গে এমনভাবে কথা বলুন, যেন আপনার সন্তান অনলাইন বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী হয়ে ওঠে।

সন্তানের অনলাইন বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করুন। তারা বন্ধুদের সঙ্গে কীভাবে পরিচিত হয়েছে তা জানান।

আপনার সন্তান যে অ্যাপ্লিকেশন বা সাইট ব্যবহার করতে চায়, সেগুলো ব্যবহার করার কারণগুলো শুনুন, যা আপনার মতে উপযুক্ত নয়। যেন এসব নিয়ে একসঙ্গে কথা বলতে পারেন।

আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন, তার মতে বিভিন্ন বয়সের শিশুদের জন্য কী করা উচিত? যাতে তারা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে বলে মনে করে। 

১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দ্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন। সেই থেকে সংস্থাটি শিশুদের সুরক্ষার জন্য কাজ করে আসছে।

 

জিমেইলে স্টোরেজ শেষ হলে যা করবেন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম
জিমেইলে স্টোরেজ শেষ হলে যা করবেন

প্রযুক্তি জগতের প্রায় সবাই ই-মেইল ব্যবহার করে তথ্য আদান-প্রদান করেন। আর এই ই-মেইল আদান-প্রদানের জন্য অনেকেই প্রযুক্তি জায়ান্ট গুগলের জিমেইল সেবা ব্যবহার করেন। গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখা যায়। জিমেইলের পাশাপাশি গুগল ড্রাইভ, গুগল ডকস, গুগল শিটসহ গুগলের বিভিন্ন সেবার তথ্য সেখানে নিয়মিত জমা হয়ে থাকে। এতে নির্ধারিত স্টোরেজ বিভিন্ন ডেটায় ভরে গেলে বিপত্তি বাঁধে তখনই, জিমেইলে নতুন করে আর ই-মেইল আসে না। জেনে নিন কীভাবে করবেন এর সমাধান।

বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের অফার এবং বিজ্ঞাপনমূলক ই-মেইল পাঠিয়ে থাকে জিমেইল ব্যবহারকারীদের। এই ই-মেইলগুলোয় সাধারণত বড় আকারের পিডিএফ ফাইল থাকে, যা আপনার স্টোরেজকে দ্রুত পূর্ণ করে দেয়। এসব অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত ডিলিট করুন।

ডিলিট করা ই-মেইলগুলো ৩০ দিনের জন্য বিনে থাকে। স্প্যাম ফোল্ডারেও অনেক অপ্রয়োজনীয় ই-মেইল জমা হয়। এই দুই ফোল্ডার নিয়মিত খালি করুন। ই-মেইলের সঙ্গে আসা ছবি, ভিডিও ও পিডিএফ ফাইলগুলো যদি প্রয়োজন না হয়, তাহলে সেগুলো ডিলিট করুন। প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে ই-মেইলগুলো ডিলিট করলে, আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজ খালি হবে। বিভিন্ন কোম্পানি থেকে আসা নিউজ লেটারে ইনবক্স ভরে যায়। প্রয়োজন না থাকলে এই নিউজ লেটারগুলো আনসাবস্ক্রাইব করুন। জিমেইলে লেবেল ফিচার ব্যবহার করে ই-মেইলগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করুন। এতে আপনার ই-মেইলগুলো খুঁজে পাওয়া সহজ হবে। আপনি সহজে অপ্রয়োজনীয় ই-মেইলগুলো শনাক্ত করতে পারবেন।
ফিল্টার ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো ই-মেইলগুলো বা নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে পাওয়া ই-মেইলগুলো সহজেই খুঁজে পেতে পারবেন। নির্দিষ্ট শব্দ বা ফ্রেজ সার্চ করে সহজেই অপ্রয়োজনীয় ই-মেইলগুলো খুঁজে পেতে পারবেন। এমন ই-মেইল থাকলে ডিলিট করুন। যদি আপনার স্টোরেজ খুব কমে যায়, তাহলে গুগলের স্টোরেজ প্ল্যান আপগ্রেড করতে পারেন।

/আবরার জাহিন