
বিশ্বখ্যাত আমেরিকান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৮.১’, ‘আইপ্যাডওএস ১৮.১’ ও ‘ম্যাকওএস সিকোয়া ১৫.১’-এর বেটা সংস্করণ প্রকাশ করেছে। প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি এই অপারেটিং সিস্টেমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক ফিচার ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ যুক্ত করছে।
চলতি মাসের ২৯ তারিখে ডেভেলপারদের জন্য অপারেটিং সিস্টেমগুলোর বেটা বা পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করেছে অ্যাপল। এই আপডেটের মাধ্যমে ডেভেলপাররা অ্যাপলের প্রথম ধাপের এআই ফিচারগুলো পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন।
প্রযুক্তিবিষয়ক সাইট নাইন-টু-ফাইফ ম্যাক-এর তথ্যমতে, নতুন বেটা সংস্করণে সিরির নতুন ডিজাইন, ইমেইল স্মার্ট রিপ্লাই ও সারসংক্ষেপ, প্রাকৃতিক ভাষায় ছবি সার্চসহ আরও অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের সিরির জন্য বড় ধরনের এআই ওভারহলসহ কিছু অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার ২০২৫ সালের দিকে আসতে পারে।
এই আপডেটগুলো ইনস্টল করা যাবে আইফোন ১৫ প্রো বা প্রো ম্যাক্সে, অথবা অ্যাপল সিলিকন চিপযুক্ত আইপ্যাড ও ম্যাকে। ইনস্টল করার পরে ব্যবহারকারীদের সেটিংস মেনু থেকে একটি ওয়েটলিস্টে যোগ দিতে হবে। ব্যবহারের জন্য নোটিফিকেশন আসার অপেক্ষা করতে হবে।
নাইন-টু-ফাইফ-ম্যাক আরও জানায়, গত সোমবার অপারেটিং সিস্টেম আইওএস ১৮.১-এর প্রথম বেটা সংস্করণ প্রকাশের পাশাপাশি অ্যাপল আইওএস ১৮-এর দ্বিতীয় পাবলিক বেটা সংস্করণও প্রকাশ করেছে। এই নতুন বেটা সংস্করণে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। এসব ফিচারের মধ্যে রয়েছে আরও বেশি মোবাইল অপারেটরে আরসিএস সাপোর্ট, নতুন কারপ্লে ওয়ালপেপার ও লাইট মোডে ডার্ক মোড উইজেট।
গত জুনে অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে অ্যাপল প্রথমবারের মতো আইফোন, আইপ্যাড ও ম্যাকের জন্য এআই ফিচারের ঘোষণা দেয়। এরপর চলতি মাসের ১৫ তারিখে অ্যাপল আইওএস ১৮-এর পাবলিক বেটা সংস্করণ প্রকাশ করে।
এআই ফিচারগুলোকে ১৮.১ আপডেটে আলাদা করে ডেভেলপারদের পরীক্ষার জন্য প্রকাশ করেছে অ্যাপল, যার মাধ্যমে বাগ সংশোধন এবং ফিচারগুলো পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন তারা। এতে আইফোন ১৬ ও আইপ্যাডের লঞ্চের ওপর কোনো প্রভাব পড়বে না।