বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের সবচেয়ে ছোট ডেস্কটপ কম্পিউটার আনতে চলেছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে অ্যাপলের বিশ্বস্ত সূত্র হিসেবে পরিচিত মার্ক গুরম্যান এই তথ্য জানিয়েছেন।
মার্ক গুরম্যানের তথ্যমতে, ২০১০ সালের পর প্রথমবারের মতো এই ডিভাইসের নকশায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এ ছাড়া এম-ফোর চিপসেটসহ বড় ধরনের পরিবর্তন আসতে পারে ম্যাক মিনিতে। অ্যাপল টিভি বক্সের প্রায় সমান আকারের হবে এম-ফোর ম্যাক মিনি। এটি অ্যাপলের তৈরি করা সবচেয়ে ছোট ডেস্কটপ কম্পিউটার হবে। এই ছোট ডেস্কটপ কম্পিউটার চলতি বছরেই আসতে পারে। যদি এই প্রতিবেদনের তথ্য মিলে যায়, তা হলে ২০১০ সালের পর সিস্টেমটির প্রথমবারে মতো বড় পরিবর্তন হবে। তৎকালীন এটি শেষবার স্টিভ জবসের অধীনে নকশা করা হয়েছে।
পরবর্তী ম্যাক মিনির প্রশস্ত হতে পারে মাত্র ৩ দশমিক ৭ ইঞ্চি, যা বর্তমান এম-টু মডেলের অর্ধেকেরও কম। তবে এর আকার ছোট হলেও, এম-ফোর ম্যাক মিনির উচ্চতা ১ দশমিক ৪ ইঞ্চি চেয়ে লম্বা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, পরবর্তী ম্যাক মিনি প্রায় একটি আইপ্যাড প্রোর সমান হতে পারে, যার সর্বশেষ মডেলে এম-ফোর চিপসেট রয়েছে। এটি অ্যাপলের জন্য বর্তমান ম্যাক মিনির তুলনায় উৎপাদন খরচ সস্তা হতে পারে। এতে ডিভাইসটির খুচরা মূল্য কমবে কি না তা স্পষ্ট নয়।
অ্যাপল বলেছে, তারা ম্যাক মিনির দুটি সংস্করণ নিয়ে পরীক্ষা করছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আইপ্যাড প্রো এবং এম-ফোর প্রো চিপসেটসহ একটি আরও শক্তিশালী সেটআপ। গুরম্যানের তথ্যমতে, অ্যাপল তিনটি বা তার বেশি ইউএসবি-সি পোর্ট, একটি করে পাওয়ার সকেট ও এইচডিএমআই পোর্টসহ ডিভাইসগুলোর পরীক্ষা করেছে। নতুন ম্যাক মিনিতে ইউএসবি-এ পোর্ট বাদ দেওয়া হয়, তা খুবই আকর্ষণীয় হবে।