আমেরিকান প্রতিযোগিতাবিরোধী নিয়ন্ত্রক সংস্থাগুলো ইন্টারনেট সার্চ ব্যবসায় সমতা আনতে পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়ে কিছু সিদ্ধান্ত অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যেই স্যাম অল্টম্যানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই বড় হুমকি হয়ে উঠছে গুগলের জন্য।
গত সোমবার যুক্তরাষ্ট্রে একটি রায়ে গুগলের বিরুদ্ধে ইন্টারনেট সার্চে একক আধিপত্য তৈরির অভিযোগ প্রমাণিত হয়েছে। এটি নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটজিপিটি চ্যাটবটসহ বিভিন্ন এআই টুল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে প্রযুক্তি খাতে গুগলের একচেটিয়া অবস্থান ইতোমধ্যেই ক্ষয়ে যাচ্ছে বলে বিনিয়োগকারী ও বিশ্লেষকরা জানিয়েছেন।
গুগলের সাবেক ইঞ্জিনিয়ার অরবিন্দ জৈন বলেন, ‘আমি মনে করি গুগলের জন্য এখন রায়ের চেয়ে অনেক বড় বিষয় এআই। এই এআই মূলত সার্চ টুল কীভাবে কাজ করে, তা পরিবর্তন করছে।’
অরবিন্দ জৈন এক দশক ধরে সার্চসহ বিভিন্ন টুল নিয়ে কাজ করছেন। তিনি বর্তমানে গ্লিন নামের একটি এন্টারপ্রাইজ সার্চ ফার্ম পরিচালনা করছেন। তিনি আরও বলেন, এই রায়গুলোর বিরুদ্ধে আপিল করা হয়। এতে সময় লাগে বাজারকে প্রভাবিত করতে। এর থেকে তুলনামূলকভাবে এআইয়ের প্রভাব তাৎক্ষণিক।
গুগল দীর্ঘদিন ধরে ইন্টারনেট সার্চের প্রতিশব্দ হিসেবে পরিচিত। বিশ্বব্যাপী ইন্টারনেট সার্চের প্রায় ৯০ শতাংশ বাজার শেয়ার দখল করে আছে গুগল। একই সঙ্গে এই ব্যবসা থেকে প্রতি বছর প্রায় ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে প্রতিষ্ঠানটি। এমনকি নিজের ডিভাইসগুলোতে এসব সফটওয়্যার রাখে। আরেক টেক জায়ান্ট অ্যাপলও তাদের ডিভাইসে উল্লেখযোগ্য ফির বিনিময়ে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল রাখতে সম্মত হয়েছে।
তবে প্রতিযোগিতাবিরোধী আদালতের মামলাগুলোর সমাধান হওয়ার আগেই ফি দেওয়ার বিনিময়ে বিশেষ সুবিধা পাওয়ার দিন শেষ হচ্ছে। অ্যাপল তাদের ডিভাইসে এআই প্রযুক্তি যুক্ত করতে ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে চ্যাটজিপিটি জায়গা করে নেবে অ্যাপলের ডিভাইসগুলো। এই চুক্তিতে একচেটিয়া বাজারব্যবস্থা থেকে সরে আসার ওপর জোর দেওয়া হয়েছে। গুগলকেও আরেকটি অংশীদার হিসেবে আনার সম্ভাবনা আছে।
বিশ্লেষকরা বলছেন, গুগলের বিরুদ্ধে রায় হলে অ্যাপলের এআই-চালিত সার্চ সার্ভিসের দিকে যাওয়ার ঝোঁক বাড়বে। যদি গুগলের সঙ্গে সার্চ চুক্তি বাতিল করতে বাধ্য করা হয়। ওপেনএআই গত মাসে জানিয়েছে, তারাও সার্চজিপিটি নামে একটি এআই-চালিত সার্চ ইঞ্জিনের মাধ্যমে এ বাজারে নাম লেখাবে। এটি ইন্টারনেট থেকে তথ্যের রিয়েল-টাইম অ্যাক্সেস দেবে।