দ্বিতীয় প্রজন্মের রেড ম্যাজিক গেমিং ট্যাবলেট চলতি মাসের শেষদিকে উন্মোচন করা হতে পারে। এতে ব্যবহার করা হবে ‘স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি লিডিং’ চিপসেট। রেড ম্যাজিক সম্প্রতি স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি লিডিং সংস্করণের চিপসেটের সঙ্গে ‘রেড ম্যাজিক নাইনএস প্রো’ গেমিং স্মার্টফোন উন্মোচন করেছে। এর মাধ্যমে তারা ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন লাইনআপকে নতুনভাবে সাজিয়েছে। ধারণা করা হচ্ছে, ব্র্যান্ডটি তাদের গেমিং ট্যাবলেটের ক্ষেত্রেও একই পরিকল্পনা নিয়েছে। প্রযুক্তি বিষয়ে আগাম তথ্য জানানোর জন্য পরিচিত ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, ব্র্যান্ডটি তাদের দ্বিতীয় প্রজন্মের রেড ম্যাজিক গেমিং ট্যাবলেটের কাজ করছে, যাতে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি লিডিং সংস্করণ প্রসেসর থাকবে।
ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে, ব্র্যান্ডটির এই ট্যাবলেট ২০২৪ সালের আগস্ট মাসের শেষদিকে উন্মোচন করবে। বর্তমানে বড় স্ক্রিনের ট্যাবলেটের ট্রেন্ডের বিপরীতে রেড ম্যাজিক গেমিং ট্যাবলেটের পরবর্তী সংস্করণ আসতে পারে ছোট স্ক্রিনে।
ব্র্যান্ডটির প্রথম প্রজন্মের ট্যাবলেট উন্মোচন করে ২০১৩ সালের জুলাই মাসে, যার ডিসপ্লের আকার ছিল ১২ দশমিক ১ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছিল এলসিডি প্যানেল, যার রেজল্যুশন ২.৫ কে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। ধারণা করা হচ্ছে, আসন্ন ট্যাবলেটটির ডিজাইন হবে ফ্ল্যাট ও বক্সি। নতুন ট্যাবলেটে ১২ জিবি বা ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
ডিভাইসটির অন্যান্য বিস্তারিত বিষয় জানা যায়নি। তবে প্রযুক্তিসংশ্লিষ্টরা মনে করেন, ট্যাবলেটটিতে শক্তিশালী কুলিং সিস্টেম, বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং করার ব্যবস্থা থাকবে। প্রথম প্রজন্মের ট্যাবলেটে ১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থা রয়েছে।