চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি চলতি বছরের মার্চ মাসে রেডমি প্রজেক্টর লাইট উন্মোচন করেছে। এই প্রজেক্টরের রেজল্যুশন ১০৮০ পিক্সেল। এ ছাড়া এআই ফিচারসহ রয়েছে টাইম অব ফ্লাইট (টিওএফ) সেন্সর। চীনা মুদ্রায় এর দাম ৬৯৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৫০০ টাকা। প্রতিষ্ঠানটি এটির সবুজ রঙের সংস্করণ বাজারে এনেছে, যা হচ্ছে ‘রেডমি প্রজেক্টর লাইট গ্রিন’ সংস্করণ। চীনা মুদ্রায় এই সংস্করণের দাম ৭৯৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ১০০ টাকা।
নতুন এই ডিভাইসের সঙ্গে মার্চ মাসে বাজারে আসা মডেলের ডিজাইন ও স্পেসিফিকেশনে কোনো পার্থক্য নেই। আগের মডেলটি ধূসর ও সাদা রঙে পাওয়া যেত। রেডমি প্রজেক্টর লাইটের উজ্জ্বলতা পাওয়া যাবে ১৫০ সিভিআইএ লুমেনস পর্যন্ত। এর মাধ্যমে ১০০ ইঞ্চি পর্যন্ত প্রজেকশন করা যাবে, যার প্রজেকশন রেশিও ১.২:১।
শাওমির তথ্যমতে, এতে একটি সিলড অপটিক্যাল ইঞ্জিন ও একটি সুপার-ট্রান্সপারেন্ট লেন্স রয়েছে। এটি পরিষ্কার ও ভালো মানের রঙিন প্রজেকশন দেবে। অপটিক্যাল ইঞ্জিনটি ধুলো প্রতিরোধী। কোম্পানিটির দাবি, এটি ১০ বছর ব্যবহার করা যাবে।
এই প্রজেক্টরের লেন্সের নিচে একটি টিওএফ সেন্সর রয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ফোকাসিং ও পিকচার কারেকশন সমর্থন করে। স্বয়ংক্রিয় পিকচার কারেকশন সাইড বা আপওয়ার্ড কোণকে ১৫ ডিগ্রি পর্যন্ত সমন্বয় করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে পিকচার কারেকশন এরকম ফিচারগুলোয় এআই অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে বলে জানা যায়।
এই প্রজেক্টরের একটি করে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, এক্স এইচডিএমআই (এআরসি) পোর্ট, এক্স ইউএসবি ২.০ পোর্ট, এক্স ডিসি ইন পাওয়ার ইন্টারফেস রয়েছে।