ঢাকা ৩০ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

অ্যান্ড্রয়েড ফোনে বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার সহজ উপায়

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
অ্যান্ড্রয়েড ফোনে বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার সহজ উপায়

প্রায় সবাই স্মার্টফোনের ওপর নির্ভরশীল। সামাজিক মাধ্যম থেকে শুরু করে অনলাইন শপিং সবই এখন হাতের মুঠোয়। তবে এই সুবিধার পাশাপাশি বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপনগুলোর মাধ্যমে হয়রানির শিকার হতে হয় স্মার্টফোন ব্যবহারকারীদের।

কেন এই বিজ্ঞাপনগুলো আসে?
অ্যাপ ডেভেলপাররা তাদের অ্যাপগুলো বিনামূল্যে দেওয়ার জন্য বিজ্ঞাপনের ওপর নির্ভর করে। ব্যবহারকারী যখন কোনো অ্যাপ ইন্সটল করেন, তখন সেই অ্যাপ ফোনের ব্যবহারের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখায়। অনলাইনে ব্রাউজ করার সময় অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন এলে খুবই বিরক্ত লাগে। আর এই বিরক্তিকর বিজ্ঞাপনগুলো বেশির ভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে।

অ্যান্ড্রয়েডে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

  • নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
  • ডান দিকের কোণে থাকা থ্রি-ডট অপশনটা খুঁজে নিতে হবে এবং তাতে ক্লিক করুন।
  • একটি ড্রপ-ডাউন অ্যাপ মেনু ভেসে উঠবে, তারপর ‘সেটিংস’-এ ক্লিক করুন।
  • এরপর ‘অ্যাডভান্সড’ অপশন সিলেক্ট করতে হবে। ব্যবহারকারী তারপর ‘ব্লক পপ-আপস’ বিকল্পটি পাবেন, তাতে ক্লিক করুন।

ক্রোমে পপ-আপ ব্লক করতে-

  • প্রথমেই ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করুন।
  • উপরের ডান দিকের কোণে থাকা ‘সেটিংস’-এ ক্লিক করুন।
  • এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সাইট সেটিংস’ বিকল্পটি নির্বাচন করুন।
  • এরপর পপ-আপস অ্যান্ড রিডাইরেক্টস অপশনে ক্লিক করুন।
  • এরপর ‘অ্যালাউড টু সেন্ড পপ-আপস অ্যান্ড ইউজ রিডাইরেক্টস’ বিকল্প খুঁজে নিতে হবে এবং যে সাইটগুলোকে ব্লক করে দিন।
  • সাইটের ডান কোণে থাকা ‘মোর ব্লক’ অপশনে ক্লিক করতে হবে।

 

মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের কার্যকরী ৫ টিপস

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০২:১২ পিএম
মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের কার্যকরী ৫ টিপস
মাইক্রোসফট ওয়ার্ডের ফিচারগুলোর যথাযথ ব্যবহার বাড়াবে কাজের গতি। ছবি: সংগৃহীত

আধুনিক জীবনে প্রতিনিয়ত নানা কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে হয়। দিন দিন এ ধরনের কাজের সংখ্যা বেড়েই চলেছে। এই বোঝা কমাতে পারে মাইক্রোসফট ওয়ার্ডের ফিচারগুলোর যথাযথ ব্যবহার। অনেক সময় ওয়ার্ডের বিভিন্ন কার্যকরী ফিচার আমাদের নজরে থাকে না। প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টিপস নিয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে, যা আজকের আয়োজনে থাকছে।

অটোসেভ

পিসি বা ল্যাপটপ কাজ করার সময় যদি হ্যাং করে বা এমএস ওয়ার্ড ক্রাশ করে, তাহলে আগের করা কাজগুলো হারিয়ে যেতে পারে। এমন পরিস্থিতি এড়াতে ফাইলের ওপরে ‘অটোসেভ’ অপশনটি চালু রাখুন। এটি নিশ্চিত করতে প্রথমে ‘ফাইলস’ অপশনে যান, এরপর ‘অপশনসে’ ক্লিক করুন। পপ-আপ উইন্ডো থেকে ‘সেভ’ ট্যাব বেছে নিন এবং ‘অটোসেভ ফাইলস স্টোরড ইন দ্য ক্লাউড বাই ডিফল্ট’ বাক্সে টিকচিহ্ন দিন। এর পর থেকে ফাইল বা লেখা হারিয়ে ফেলার ভয় অনেকটাই থাকবে না।

পেজ ব্রেক

দুটি প্যারার মধ্যে স্পেস দেওয়ার জন্য এন্টার ব্যবহার না করে পেজ ব্রেক ব্যবহার করুন। এটি বড় কনটেন্টের জন্য বিশেষভাবে কার্যকর। পেজ ব্রেকের মাধ্যমে ওয়ার্ডকে নির্দেশ দেওয়া যায় বর্তমান পৃষ্ঠা শেষ করে নতুন পৃষ্ঠা শুরু করার জন্য। সেকশন ব্রেক ব্যবহার করে একটি লেখা ভাগ করে ফেলা যায়, যেখানে প্রতি সেকশনে আলাদা ফরম্যাটিং করা যায়। এটি এডিটিং ও প্রুফ রিডিং সহজ করে। কোনো লেখার ব্রেক যোগ করা খুবই সহজ কাজ। প্রথমে যে জায়গায় ব্রেক যোগ করতে চান, সেখানে মাউস কারসর নিন। এর পর ওয়ার্ড ফাইলের ওপর থেকে ‘লেআউট’ ট্যাব বেছে নিন। ‘ব্রেক’ অপশনে ক্লিক করে সেখান থেকে পেজ ব্রেক বা সেকশন ব্রেক বেছে নিতে পারবেন।

ডিফল্ট হেডিং স্টাইল আপডেট

হেডিং স্টাইল ফাইলের স্ট্রাকচার যোগ করে। এটি পাঠককে দ্রুত বিভিন্ন সেকশনে নিয়ে যেতে সাহায্য করে। এ জন্য হোম ট্যাব থেকে স্টাইলস অপশনে যে হেডিং এডিট করতে চান, তার ওপরে ডান ক্লিক করুন। এর পর ‘মডিফাই’ অপশনটি বেছে নিলে একটি নতুন উইন্ডো চালু হবে। এখানে হেডিংয়ের লেখা, রং, আকার, ফন্ট সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন। পরবর্তী সময়ে ব্যবহারের জন্য এ পরিবর্তন সেভ করে রাখতে ‘নিউ ডকুমেন্টস বেজ অন দিস টেমপ্লেট’ অপশনে চাপুন। এর পর ‘ওকে’ অপশনে ক্লিক করুন।

ফোকাস মোড

বড় রচনা লিখতে গিয়ে মনোযোগ ধরে রাখতে ফোকাস মোড ব্যবহার করুন। এটি চালু করতে ‘ভিউ’ ট্যাবে যান এবং ‘ফোকাস’ আইকনে ক্লিক করুন। এটি চালু হলে পৃষ্ঠা বাদে সবকিছু স্ক্রিন থেকে সরে যাবে। ফলে আপনি কেবল লেখার ওপরেই মনোযোগ দিতে পারবেন।

স্বয়ংক্রিয় রেফারেন্স

গবেষণাপত্র বা কোনো নিবন্ধ লিখতে গেলে স্বয়ংক্রিয় রেফারেন্স ব্যবহার করতে পারেন। এর জন্য ‘রেফারেন্সেস’ ট্যাবে গিয়ে ‘সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি’ বিভাগ থেকে সঠিক সাইটেশন স্টাইল বেছে নিয়ে ‘ইনসার্ট সাইটেশন’ অপশনে ক্লিক করুন। এরপর ‘অ্যাড নিউ সোর্স’ চাপুন।
এবার একটি নতুন উইন্ডো চালু হবে, যেখানে প্রয়োজনীয় তথ্য যোগ করুন। তথ্য যোগ করে ‘ওকে’ অপশনে ক্লিক করুন। এর পর ওয়ার্ড সব নিয়ম মেনে সঠিক উদ্ধৃতি তৈরি করে দেবে।

/আবরার জাহিন

স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফই হবে আরও পাতলা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম
স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফই হবে আরও পাতলা
আসন্ন গ্যালাক্সি এস-টোয়েন্টি ফাইভ এফই মডেল হবে আরও পাতলা ডিজাইনের। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের আসন্ন গ্যালাক্সি এস-টোয়েন্টি ফাইভ এফই মডেলটি আরও পাতলা ও আকর্ষণীয় ডিজাইনের হতে চলেছে। সম্প্রতি একটি ফাঁস হওয়া তথ্যানুসারে, মডেলটিতে ‘এক্সিনোস ২৫০০’ বা এর মডিফাই সংস্করণের পরিবর্তে ‘ডাইমেনসিটি ৯৪০০’ চিপসেট ব্যবহার করা হবে, যা পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আনবে। দক্ষিণ কোরিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ফোন পূর্বসূরির তুলনায় অনেক পাতলা হবে।

স্যামসাং বড় কিন্তু পাতলা ব্যাটারি ব্যবহার করে ফোনটির পুরুত্ব কমিয়েছে। গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফই মডেলটিকে ‘স্লিম’ মডেল হিসেবে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। বড় ব্যাটারি ব্যবহারের জন্য স্যামসাংকে অন্য উপাদানগুলো পুনরায় ডিজাইন করতে হবে।
গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফই-এর পুরুত্ব ৮ মিলিমিটার, ওজন ২১৩ গ্রাম ও ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

অন্যদিকে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফই ডিভাইসে রয়েছে ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা এস টোয়েন্টি ফোরের ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির তুলনায় বড়। যদিও উচ্চ ঘনত্বের সিলিকন কার্বন অ্যানোড ব্যাটারি বাজারে পাওয়া যায়, যা একই ক্ষমতার গ্রাফাইট অ্যানোড ব্যাটারির তুলনায় উল্লেখযোগ্যভাবে পাতলা হয়। তবে এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সূত্রটি উল্লেখ করেনি।

গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফই মডেলে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফই-এর মতো হবে। ফোনটি আগামী বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসতে পারে।

যদিও আসন্ন মডেলটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এস টোয়েন্টি ফোর এফই থেকে কিছু ধারণা নেওয়া যেতে পারে। এই ফোনে গ্যালাক্সি এস টোয়েন্টির সঙ্গে খুবই মিল রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে সর্বশেষ এফই মডেলটিও বেজ মডেলের সঙ্গে খুবই মিল রয়েছে।

/আবরার জাহিন

মাইক্রোসফট ওয়ার্ডে ত্রুটি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম
মাইক্রোসফট ওয়ার্ডে ত্রুটি
মাইক্রোসফট ওয়ার্ডের ত্রুটি জন্য মুছে যাচ্ছে ফাইল। ছবি: সংগৃহীত

মাইক্রোসফট ওয়ার্ডের এক গুরুতর ত্রুটির কারণে ব্যবহারকারীদের ফাইল মুছে যাচ্ছে, যা বিশ্বজুড়ে এর ব্যবহারকারীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। মাইক্রোসফট ৩৬৫-এর ২৪০৯ সংস্করণে থাকা ওয়ার্ডে এই ত্রুটি ধরা পড়েছে, যা ফাইল সেভ করার সময় নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ না হয়ে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার ঘটনা ঘটাচ্ছে।

এই সমস্যা বিশেষত তখন দেখা দিচ্ছে, যখন ব্যবহারকারীরা ওয়ার্ড ফাইল বন্ধের সময় সেভ করার বার্তায় ক্লিক করছেন। এ ছাড়া ফাইল এক্সটেনশনের নাম বড় অক্ষরে লেখা থাকলেও একই ধরনের সমস্যা হচ্ছে। এ নিয়ে অনেক ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন।

মাইক্রোসফট এ বিষয়ে সতর্ক করে জানিয়েছে, ফাইল থেকে বের হয়ে আসার সময় সেভ বাটনে ক্লিক করলে এ সমস্যা হচ্ছে। তাই আগে থেকেই ফাইল সেভ করে রাখতে হবে। তারা আরও জানিয়েছে, কোনো কারণে ফাইল সেভ না হয়ে মুছে গেলে, তা রিসাইকেল বিন থেকে খুঁজে পাওয়া যাবে।

মাইক্রোসফট বর্তমানে এই ত্রুটির কারণ অনুসন্ধান করছে এবং শিগগিরই এর সমাধানের আশ্বাস দিয়েছে। এ সমস্যা সমাধানের জন্য ব্যবহারকারীদের ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের নিয়মিত ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়েছে- যেন কোনো অপ্রত্যাশিত ডেটা হারানোর ঘটনা এড়ানো যায়।

/আবরার জাহিন

ইনস্টাগ্রাম ও থ্রেডসে মডারেশন সমস্যা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ০১:০১ পিএম
ইনস্টাগ্রাম ও থ্রেডসে মডারেশন সমস্যা
মডারেশনের সমস্যা হয়েছে ইনস্টাগ্রাম ও থ্রেডসে।

সামাজিক মাধ্যমে মডারেশনের সমস্যা নতুন নয়। তবে সম্প্রতি মেটার মালিকানাধীন সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ও থ্রেডসের মডারেশন প্রক্রিয়া ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। অসংখ্য ব্যবহারকারীর পোস্ট ও অ্যাকাউন্ট অকারণে মুছে ফেলা হচ্ছে। এমন অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। ইনস্টাগ্রাম ও থ্রেডসের প্রধান অ্যাডাম মোসেরি কিছু অভিযোগের সরাসরি জবাব দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি।

বিশেষ করে থ্রেডসে মডারেশন ব্যর্থতার বিষয়টি ট্রেন্ডিং হচ্ছে। বিতর্কিত বিষয়ের লিঙ্ক শেয়ার করার জন্য অনেক অ্যাকাউন্ট ডিলিট বা সীমাবদ্ধ করা হচ্ছে। অ্যাডাম মোসেরি এই সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি থ্রেডসে লিখেছেন, ‘এটি দেখেছি। পোস্ট ও অ্যাকাউন্টগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। আমারটিও তার মধ্যে রয়েছে।’

ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তাদের অ্যাকাউন্ট ভুলবশত কম বয়সী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে। স্বয়ংক্রিয় সিস্টেমগুলো ভুল ও সঠিক তথ্যের যাচাই করতে ব্যর্থ হয়ে পোস্টগুলো সরিয়ে নিচ্ছে।

এই সমস্যাগুলো ব্যবহারকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। মেটার প্ল্যাটফর্মগুলোতে তরুণ ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়িয়েছে। এই সমস্যাগুলো নিয়ে মেটা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের জবাব দেয়নি।

আমেরিকান প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক সাংবাদিক জানিয়েছেন, মেটা বর্তমানে ব্যবহারকারীদের ব্যান ও সীমিত করার ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, যা সামাজিক মাধ্যমের পোস্ট ও  তার নিজের অভিজ্ঞতা থেকে প্রমাণিত। তার এক সহকর্মীর অ্যাকাউন্ট এই সপ্তাহে সাময়িকভাবে ব্যান করা হয়েছে। কারণ তিনি গরমের কারণে মজা করে থ্রেডসে লিখেছিলন, মারা যেতে চান। 

/আবরার জাহিন

ব্রাজিলে আবার চালু হচ্ছে এক্স

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পিএম
ব্রাজিলে আবার চালু হচ্ছে এক্স
ব্রাজিলে আবার এক্স চালু হচ্ছে। ছবি: সংগৃহীত

ব্রাজিলে আবার চালু হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। পাঁচ সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ব্রাজিলের আদালত নিষেধাজ্ঞার আদেশ উঠিয়ে নিয়েছেন। ইলন মাস্কের কোম্পানি আদালতের শর্ত মেনে নেওয়ায়, গত মঙ্গলবার তাদের সেবা পুনরায় চালুর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রা ডি মোরায়েস। এজন্য মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। একই সঙ্গে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ব্লক করেছে কিছু অ্যাকাউন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমটি জানিয়েছে, তারা ব্রাজিলে ফিরতে পেরে গর্ববোধ করছে। এক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে করা পোস্টে বলা হয়েছে, ব্রাজিলের কোটি কোটি মানুষ যাতে তাদের পরিষেবা পান, সেটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় বিষয়। কোম্পানি আইনের আওতায় থেকে মতপ্রকাশের অধিকারের পক্ষে কাজ করে যাবে তারা।

ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশ ছিল, দেশটির গণতন্ত্রের জন্য হুমকি এমন অভিযোগ ওঠা অ্যাকাউন্ট বাতিল করতে হবে। এ ছাড়া দেশটিতে এক্সের একজন আইনি প্রতিনিধি নিয়োগ করতে হবে। শুরুতে আদালতের আদেশ মানতে রাজি ছিলেন না মাস্ক। এটিকে মাস্ক ‘সেন্সরশিপ অর্ডার’ হিসেবে বর্ণনা করে।

গত আগস্টে বিচারপতি মোরায়েস ব্রাজিলে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা পর্যন্ত এক্সের পরিষেবা বাতিল করার কথা ঘোষণা করে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, ব্রাজিলে এক্সের একজন আইনি প্রতিনিধি থাকতে হবে এবং তাদের বড় অঙ্কের জরিমানা দিতে হবে। একই সঙ্গে ব্রাজিলে এক্স এবং মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট অপারেটর প্রতিষ্ঠান স্টারলিংকের সম্পত্তি জব্দের নির্দেশও দেওয়া হয়।

ব্রাজিলের আইন অনুসারে সে দেশে ইন্টারনেট সংস্থার একজন আইনি প্রতিনিধি রাখা বাধ্যতামূলক। যেন ওই সংস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে বা আইনি কোনো বিষয় থাকলে তাকে জানানো যায়। পৃথিবীজুড়ে প্ল্যাটফর্মটির অন্যতম বৃহত্তম বাজার ব্রাজিল। দেশটির প্রায় ২ কোটিরও বেশি নাগরিক এক্স ব্যবহার করে।

/আবরার জাহিন