প্রায় সবাই স্মার্টফোনের ওপর নির্ভরশীল। সামাজিক মাধ্যম থেকে শুরু করে অনলাইন শপিং সবই এখন হাতের মুঠোয়। তবে এই সুবিধার পাশাপাশি বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপনগুলোর মাধ্যমে হয়রানির শিকার হতে হয় স্মার্টফোন ব্যবহারকারীদের।
কেন এই বিজ্ঞাপনগুলো আসে?
অ্যাপ ডেভেলপাররা তাদের অ্যাপগুলো বিনামূল্যে দেওয়ার জন্য বিজ্ঞাপনের ওপর নির্ভর করে। ব্যবহারকারী যখন কোনো অ্যাপ ইন্সটল করেন, তখন সেই অ্যাপ ফোনের ব্যবহারের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখায়। অনলাইনে ব্রাউজ করার সময় অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন এলে খুবই বিরক্ত লাগে। আর এই বিরক্তিকর বিজ্ঞাপনগুলো বেশির ভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে।
অ্যান্ড্রয়েডে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে
- নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
- ডান দিকের কোণে থাকা থ্রি-ডট অপশনটা খুঁজে নিতে হবে এবং তাতে ক্লিক করুন।
- একটি ড্রপ-ডাউন অ্যাপ মেনু ভেসে উঠবে, তারপর ‘সেটিংস’-এ ক্লিক করুন।
- এরপর ‘অ্যাডভান্সড’ অপশন সিলেক্ট করতে হবে। ব্যবহারকারী তারপর ‘ব্লক পপ-আপস’ বিকল্পটি পাবেন, তাতে ক্লিক করুন।
ক্রোমে পপ-আপ ব্লক করতে-
- প্রথমেই ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করুন।
- উপরের ডান দিকের কোণে থাকা ‘সেটিংস’-এ ক্লিক করুন।
- এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সাইট সেটিংস’ বিকল্পটি নির্বাচন করুন।
- এরপর পপ-আপস অ্যান্ড রিডাইরেক্টস অপশনে ক্লিক করুন।
- এরপর ‘অ্যালাউড টু সেন্ড পপ-আপস অ্যান্ড ইউজ রিডাইরেক্টস’ বিকল্প খুঁজে নিতে হবে এবং যে সাইটগুলোকে ব্লক করে দিন।
- সাইটের ডান কোণে থাকা ‘মোর ব্লক’ অপশনে ক্লিক করতে হবে।