চিপ জায়ান্ট কোয়ালকম আরেক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলকে অধিগ্রহণের আগ্রহ জানিয়েছে। এই খবর প্রকাশ করেছে আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদন অনুযায়ী ইন্টেলের কাছে একটি সম্ভাব্য ক্রয় প্রস্তাব নিয়ে যোগাযোগ করেছে কোয়ালকম। এতে কোয়ালকমের খরচ করতে হতে পারে ১২২ বিলিয়ন ডলার। এই অধিগ্রহণের বিষয়টি ইন্টেলের বড় ধরনের পতনকে প্রতিনিধিত্ব করছে।
ইন্টেল একসময় বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা কোম্পানি ছিল। মূলত তার এক্স৮৬ প্রসেসর প্রযুক্তির কারণে বহু বছর ধরে কোয়ালকমের আর্ম চিপগুলোর ওপর আধিপত্য দেখিয়েছে। তবে এই চুক্তির ফলে কোম্পানি দুটির চিপ প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতার অবসান হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালে এই চুক্তির বিষয়কে অত্যন্ত অনিশ্চিত বলে বর্ণনা করা হয়েছে। মার্কিন আরেক সংবাদপত্র নিউইয়র্ক টাইমস গত শুক্রবার এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘কোয়ালকম এখনো ইন্টেলকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ এই চুক্তি প্রযুক্তি জগতে ব্যাপক পরিবর্তন আনতে পারে। তবে এর সঙ্গে অনেক চ্যালেঞ্জও রয়েছে।
বর্তমানে কোয়ালকমের বাজারমূল্য ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার। এখন ঋণসহ ইন্টেলকে কিনতে কোয়ালকমকে ১২২ বিলিয়ন ডলার খরচ করতে হবে। সাম্প্রতিক ট্যাক্স নথি থেকে প্রাপ্ত তথ্যমতে, কোয়ালমের কাছে নগদ অর্থ রয়েছে মাত্র ১৩ বিলিয়ন ডলার।
এই অধিগ্রহণ প্রচেষ্টা প্রযুক্তি শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণের চেষ্টা হিসেবে চিহ্নিত হবে। ২০১৮ সালে ব্রডকম যখন ১৪২ বিলিয়ন ডলারে কোয়ালকম কিনতে চেয়েছিল। তবে জাতীয় নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি বাতিল করে দেন।
কোয়ালকম কীভাবে ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কোম্পানি হিসেবে ১২২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইন্টেলের জন্য বিড করবে, তা এখনো স্পষ্ট নয়।
একটি সূত্রের বরাত দিয়ে আমেরিকান প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ানো আমোন পাঁচ দশকের পুরোনো ইন্টেল অধিগ্রহণের আলোচনায় ব্যক্তিগতভাবে জড়িত। কোম্পানিটির বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে বলেও জানা গেছে। গোপনীয়তার কারণে সূত্রগুলো পরিচয় গোপন রাখতে চেয়েছেন।
এর আগে চলতে মাসেই রয়টার্স জানিয়েছিল, ইন্টেলের ডিজাইন ব্যবসার কিছু অংশ, বিশেষ করে পিসি ডিজাইন ইউনিট অধিগ্রহণের সম্ভাবনা দেখছে কোয়ালকম। ইন্টেল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কোয়ালকমও এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের আবেদনে সাড়া দেয়নি।
একসময়ের সবচেয়ে মূল্যবান চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল যখন কঠিন সময় পার করছে, তখনই এই আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের শুরু থেকে এর শেয়ারের দর প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পানিটির অনেক ব্যবসা এখনো লাভজনক পর্যায়ে থাকলেও গত আগস্টে কোম্পানিটির ১৬০ কোটি ডলার ক্ষতির কথা আর্থিক প্রতিবেদনে উঠে আসে। এরপর নিজেদের কৌশল পরিবর্তন এবং ১৫ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ইন্টেল।
ইন্টেলের সমস্যাগুলো শুধু উৎপাদন বা লাভের বিষয় নয়, তা অনেকটাই সিলিকন নেতৃত্বের সঙ্গেও সম্পর্কিত। একই সঙ্গে এনভিডিয়া বিভিন্ন এআই সার্ভারের জন্য চিপ উৎপাদনের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে। তবে এ ক্ষেত্রে বিশেষ কোনো সফল্য পায়নি ইন্টেল। গেমার ও নির্মাতাদের জন্য নিজস্ব জিপিইউ উৎপাদনের প্রচেষ্টায়ও তেমন কিছু করতে পারেনি কোম্পানিটি। সূত্র: দ্য ভার্জ ও রয়টার্স