ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের শর্টস ফিচারে আসছে বড় ধরনের পরিবর্তন। নতুন আপডেটে শর্টস ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ৩ মিনিট। এর আগে এই ভিডিওগুলোর দৈর্ঘ্য ছিল মাত্র ১ মিনিট। এখন থেকে ইউটিউবাররা আরও বেশি সৃজনশীল ও তথ্যবহুল ভিডিও তৈরি করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ আনুষ্ঠানিকভাবে ফিচারটি আসতে পারে। চাইলে বর্গাকার বা লম্বা যেকোনো ফরম্যাটে তিন মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন ইউটিউবাররা।
এ ছাড়া আরও কিছু আপডেট আসছে শর্টস ফিচারে। কমেন্ট প্রিভিউ দেখা যাবে শর্টস ফিডে। অর্থাৎ শর্টস ফিড স্ক্রল করার সময়ই কমেন্টগুলোর একটি ছোট অংশ দেখা যাবে। এতে করে কোন ভিডিওতে কী ধরনের প্রতিক্রিয়া আসছে, তা দ্রুত বুঝতে পারবেন ব্যবহারকারী।
শর্টস ক্যামেরা ফিচার ব্যবহার করে ইউটিউবের যেকোনো ভিডিও থেকে ক্লিপ কেটে রিমিক্সড ক্লিপ তৈরির সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এটি একটি খুবই মজার ও সৃজনশীল নতুন ভিডিও তৈরির সুযোগ দেবে। ২০২৪ সালের শুরুর দিকে প্রতিষ্ঠানটি রিমিক্স ফিচার প্রকাশ করে। এ ফিচারের মাধ্যমে শর্টস ভিডিওকে নিজের ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যায়, একটি শর্টসের অডিও ব্যবহার করা যায়, এমনকি নিজের তৈরি আরেকটি ভিডিওর পাশাপাশিও বসানো যায়।
কোনো নির্মাতার ভিডিও অপছন্দ হলে, সেই নির্মাতার ভিডিও কম দেখার জন্য নতুন অপশন যোগ করছে ইউটিউব। এ অপশনটি শর্টসের ওপরের ডান কোণায় থ্রি-ডট মেন্যু থেকে বেছে নিতে হবে। প্রযুক্তি সংশ্লিষ্টরা ধারণা করছেন, ইউটিউবের মাধ্যমে অডিয়েন্সের কাছে আরও বেশি মানসম্পন্ন এবং বৈচিত্র্যময় কনটেন্ট সরবরাহ করবে। এ ছাড়া টিকটকের মতো অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই পরিবর্তন আনা হয়েছে।
ইউটিউব শর্টসের এই নতুন আপডেট কনটেন্ট ক্রিয়েটর এবং অডিয়েন্স উভয়ের জন্যই নতুন সুযোগ তৈরি করবে। দীর্ঘ ভিডিও এবং আরও ভালো ব্যবহারকারীর অভিজ্ঞতা- এসব মিলিয়ে ইউটিউব শর্টসকে আরও জনপ্রিয় করে তুলবে।