প্রযুক্তি জায়ান্ট গুগল নতুন নিরাপত্তা ফিচার আনছে মেসেজ অ্যাপে। আসন্ন ফিচারের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরিচিত প্রেরকের মেসেজ বন্ধ ও স্ক্যাম বা প্রতারণা শনাক্তকরণ টুল। সম্প্রতি মেসেজ অ্যাপের জন্য গুগল নতুন নিরাপত্তা ফিচারগুলো ঘোষণা করেছে।
এই ফিচারগুলো ব্যবহারকারীদের প্রতারণামূলক বার্তা থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। স্ক্যাম শনাক্তকরণ টুল প্রতারণামূলক বার্তাগুলো চিহ্নিত করে ব্যবহারকারীদের সতর্ক করবে। গুগল জানিয়েছে, এই আপডেট থেকে প্রতারণামূলক বার্তাগুলোর আরও উন্নত বিশ্লেষণ পাওয়া যাবে। বিশেষ করে প্যাকেজ ডেলিভারি ও চাকরির প্রস্তাব সম্পর্কিত প্রতারণাগুলো বেশি গুরুত্ব পাবে।
যদি গুগল মেসেজ কোনও বার্তাকে প্রতারণামূলক বলে সন্দেহ করে। তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম ফোল্ডারে পাঠাবে অথবা ব্যবহারকারীকে সতর্ক করবে। এই শনাক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিভাইসে থাকা মেশিন লার্নিং মডেলের সাহায্যে পরিচালিত হবে। ফলে বার্তাগুলো গোপনীয় থাকবে। বর্তমানে এই ফিচার বেটা ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হচ্ছে, যারা স্প্যাম প্রোটেকশন চালু রেখেছেন।
গুগল আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করতে যাচ্ছে, যা মেসেজগুলোতে থাকা লিংকের ওপর ভিত্তি করে সতর্ক করবে। দীর্ঘদিন ধরে পরীক্ষাধীন থাকা এই ফিচার অপরিচিত প্রেরকের লিঙ্কগুলো ব্লক করবে। পাশাপাশি সম্ভাব্য সন্দেহজনক প্রেরকদের লিংকযুক্ত বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে। নতুন নিরাপত্তা ফিচারগুলোর মধ্যে আরও রয়েছে সংবেদনশীল কনটেন্ট সতর্কতা। নগ্নতা থাকতে পারে, এমন ছবিগুলোকে এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে ব্লার বা অস্পষ্টভাবে দেখাবে। এটি সম্পূর্ণভাবে ঐচ্ছিক ফিচার। আগামী কয়েক মাসের মধ্যে এটি চালু করা হতে পারে।
আন্তর্জাতিক অপরিচিত প্রেরকদের পাঠানো মেসেজ বন্ধের ফিচার চালুর কথা জানিয়েছে গুগল। এতে করে অপরিচিত আন্তর্জাতিক প্রেরকদের মেসেজগুলো সরাসরি এড়িয়ে যাওয়া যাবে। যদি প্রেরক ব্যবহারকারীর কন্টাক্ট লিস্টে না থাকে। এই ফিচার চলতি বছরের শেষের দিকে সিঙ্গাপুরে পরীক্ষামূলকভাবে চালু হবে। পরবর্তীতে অন্যান্য দেশে এ সেবা পাওয়া যাবে।
গুগল জনিয়েছে, বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য একটি কন্টাক্ট বা পরিচিতি যাচাইকরণ ফিচার নিয়ে কাজ করছে। এটি ব্যবহারকারীদের পরিচিত ব্যক্তির পরিচয় ব্যবহার করে প্রতারণা ঠেকাবে। ফিচারটি আগামী বছর চালু করা হবে বলে গুগল জানিয়েছে।