মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ফোন নম্বর সেভ বা সংরক্ষণের নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফোন ছাড়াও তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নম্বর সেভ করতে পাবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন নম্বর ব্যবহার করে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায় এবং যেকোনো ব্যক্তির অ্যাকাউন্ট খুঁজে বের করাও সম্ভব। তবে ফোনে নম্বর সেভ করা না থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ সম্ভব হয় না। এই অসুবিধা দূর করতেই মেসেজিং প্ল্যাটফর্মটি ফোন নম্বর সরাসরি অ্যাপে সেভ করার ফিচার আনছে।
নতুন ফিচার চালু হলে সরাসরি হোয়াটসঅ্যাপে নম্বর সেভ করা যাবে। ফলে ফোনে সেই নম্বর না থাকলেও হোয়াটসঅ্যাপে সংরক্ষিত নম্বর থেকে কল করা ও বার্তা পাঠানো যাবে। এমনকি অন্য কেউ ফোন ব্যবহার করলেও তারা এই নম্বরগুলো ফোনের কন্টাক্ট লিস্টে দেখতে পাবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা আগের মতো ফোনে থাকা নম্বরও ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওয়েব ও উইন্ডোজ অ্যাপ থেকে ফোন নম্বর সেভ করা যাবে। ফলে ফোন হারিয়ে গেলে বা পরিবর্তন করলে হোয়াটসঅ্যাপে সংরক্ষিত নম্বরগুলো সহজেই পুনরায় ব্যবহার করা যাবে।
মেসেজিং প্ল্যাটফর্মটিতে সংরক্ষিত নম্বরগুলো এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে। এতে ব্যবহারকারীদের তথ্য অনলাইনে নিরাপদ থাকে। শিগগিরই এই ফিচার সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে বলে হোয়াটসঅ্যাপ জানিয়েছে। সূত্র: নিউজ১৮ ডটকম
/আবরার জাহিন