আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে লক স্ক্রিন থেকে সরাসরি স্ন্যাপচ্যাট ক্যামেরা চালুর সুযোগ। এই ফিচার পাওয়া যাবে নতুন আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের আসন্ন আপডেটে। আইওএস ১৮-এর নতুন আপডেটে লক স্ক্রিনে ফ্ল্যাশলাইট ও ক্যামেরা ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় টুল যোগ করার ব্যবস্থা থাকছে, যার মধ্যে থাকবে স্ন্যাপচ্যাট ক্যামেরাও।
লক স্ক্রিনের স্ন্যাপচ্যাট ক্যামেরার শর্টকাটে ট্যাপ করলে ‘ক্যামেরা অনলি’ মোড চালু হবে। এর মাধ্যমে ছবি তোলা যাবে। তবে এই ফিচারে সরাসরি ফিল্টার যোগ করা বা ছবি পোস্ট করার সুবিধা থাকবে না। এ জন্য ফোন স্ক্রিন আনলক করে স্ন্যাপচ্যাট অ্যাপ সম্পূর্ণভাবে চালু করতে হবে।
এই বিশেষ ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যে আসন্ন আপডেটের মাধ্যমে চালু হবে। তবে এর জন্য আইফোনে থাকতে হবে আইওএস ১৮.০ বা ১৮.১ অপারেটিং সিস্টেম। এটি চালু করতে হলে লক স্ক্রিনে ট্যাপ করে ধরে রেখে কাস্টমাইজ অপশনে যেতে হবে। এরপর ডিফল্ট আইকনগুলোর পরিবর্তে স্ন্যাপচ্যাট ক্যামেরা যুক্ত করতে হবে।
আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের জন্য থাকছে আরও একটি সুবিধা। এই নতুন ফিচারের ভলিউম বাটন ব্যবহার করে ছবি তোলা বা ভিডিও রেকর্ড করা যাবে। ছবি তোলার জন্য যেকোনো একটি ভলিউম বোতাম চাপলেই হবে। আর ভিডিও রেকর্ড করার জন্য বোতামটি চাপ দিয়ে ধরে রাখতে হবে।
/আবরার জাহিন