বিজিডি ই-গভ সার্ট-এর তত্ত্বাবধানে বাংলাদেশে প্রতিবছরের মতো এবারও সাইবার ড্রিলের আয়োজন করা হয়েছে। এতে ৩০টি দল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সাইবার ড্রিল-২০২৪ এর প্রথম পর্বের বাছাই অনুষ্ঠিত হয়।
এ বছর সাইবার নিরাপত্তার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ড্রিলটি পরিচালিত হচ্ছে।
বাছাই পর্বে ৫৮টি দলের মধ্যে প্রতিযোগীরা সাইবার নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা প্রদর্শন করে। সাইবার ইন্সটিটিউট (CII) এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের দলগুলো এই ড্রিলে অংশ নেয়।
বিচারক প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে প্রদত্ত সাইবার নিরাপত্তা বিষয়ক সমস্যা সমাধানের মাধ্যমে প্রথম ৩০টি দল আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে।
এগুলোর মধ্যে ৫ হাজার ৫৫০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসির পিবিএল সাইবার সেন্টিনেল।
দ্বিতীয় স্থানে, ৫ হাজার ৫০০ পয়েন্ট নিয়ে রয়েছে সিটি ব্যাংক পিএলসির সিবিএল সাইফার এবং সমান সংখ্যক পয়েন্ট নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ইউসিবির অবস্থান তৃতীয়।
চতুর্থ ও পঞ্চম স্থানে ৫ হাজার ৪৫০ পয়েন্ট নিয়ে পর্যায়ক্রমে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ডাচ বাংলা হান্টার্স এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির এমটিবি সাইবার স্যাভি।
সাইবার ড্রিলের গুরুত্ব বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অপরিসীম। আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য ও লেনদেন পরিচালনা করে, যা সাইবার হামলার লক্ষ্য হতে পারে। সাইবার নিরাপত্তার দুর্বলতার মানে হলো গ্রাহকের তথ্য হারানো, আর্থিক ক্ষতি এবং প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হওয়া। তাই, এই ধরনের ড্রিল সাইবার নিরাপত্তার দক্ষতা বৃদ্ধি ও ঝুঁকি কমানোর ক্ষেত্রে সহায়ক।
ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, যা তাদের সাইবার নিরাপত্তার বিষয়ে দক্ষতা ও জ্ঞান যাচাই করবে।
এই উদ্যোগটি সাইবার নিরাপত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিবছর সাইবার ড্রিলের মাধ্যমে তরুণদের মধ্যে সাইবার নিরাপত্তার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য রাখা হয়। দেশের ভবিষ্যত সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজনীয়।
অমিয়/