ফেসবুকের মালিকাধীন প্রতিষ্ঠান মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক চ্যাটবটে রয়টার্সের সংবাদ কনটেন্ট ব্যবহার করবে। গত শুক্রবার মেটা জানিয়েছে, এআই চ্যাটবটটি রিয়েল-টাইমে প্রশ্নের উত্তর দিতে এই সংবাদ কনটেন্ট ব্যবহার করবে। এর মাধ্যমে এআই বিকাশে প্রযুক্তি জায়ান্ট মেটা ও বিশ্বের অন্যতম সংবাদ প্রকাশক প্রতিষ্ঠান রয়টার্স চুক্তিবদ্ধ হলো।
মেটা বা রয়টার্সের মূল প্রতিষ্ঠান থমসন রয়টার্স কেউই এই অংশীদারিত্বের আর্থিক বিষয়াদি প্রকাশ করেনি। মেটা কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনো সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তি করছে। ভুয়া তথ্য ছড়ানো ও আয় ভাগাভাগি নিয়ে সমালোচনা তৈরি হওয়ায় মেটা সম্প্রতিক সময়ে তাদের প্লাটফর্মে সংবাদবিষয়ক কনটেন্ট কমিয়ে আনছে।
মেটার চ্যাটবট ‘মেটা এআই’ বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যাচ্ছে। তবে রয়টার্সের কনটেন্ট মেটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রশিক্ষণে ব্যবহার করবে কিনা তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
রয়টার্সের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের বিশ্বাসযোগ্য সংবাদ কনটেন্টগুলো এআই প্লাটফর্মগুলোকে আরো শক্তিশালী করতে ব্যবহার করা হচ্ছে। তবে এই চুক্তির শর্তাবলী গোপন রাখা হয়েছে।’
শুক্রবার অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, একাধিক বছরের এ চুক্তির আওতায় রয়টার্স যথাযথ পরিমাণ অর্থ পাবে। মেটার একজন মুখপাত্র বলেন, ‘রয়টার্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মেটা এআই সংবাদ সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবে। যেখানে রয়টার্সের কনটেন্টের সারসংক্ষেপ ও লিঙ্ক যুক্ত থাকবে।
এমনকি চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও জেফ বেজোসের স্টার্টআপ পারপ্লেক্সিটির মতো অন্যান্য প্রতিষ্ঠানও সংবাদ সংস্থাগুলোর সঙ্গে এআই সহযোগিতার চুক্তি করেছে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে মেটা ও রয়টার্সের মধ্যে একটি ফ্যাক্ট-চেকিং অংশীদারিত্বও রয়েছে।
/আবরার জাহিন