প্রযুক্তি জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল জেমিনাই ২.০ আগামী ডিসেম্বরে বাজারে আনার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। এর এক বছর আগে ২০২৩ সালের ডিসেম্বরে জেমিনাই মডেলের প্রথম সংস্করণ ঘোষণা করে গুগল।
দ্য ভার্জের তথ্যমতে, গুগল জেমিনাই ২.০ মডেলটিকে ব্যাপকভাবে প্রযুক্তিপ্রেমীদের কাছে পৌঁছাতে চায়। মডেলটিতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখছেন না ডেমিস হাসাবিসের নেতৃত্বাধীন দল। তবে এই প্রবণতা অন্যান্য বৃহৎ মডেল নির্মাতা প্রতিষ্ঠানেও ঘটছে। নতুন মডেলে কী কী নতুনত্ব থাকছে, সে সম্পর্কে কোনো বিস্তারিত জানা যায়নি।
গুগল গত ডিসেম্বরে জেমিনাই ১.০ মডেল সম্পর্কে বিস্তারিত জানিয়েছিল, যা এআই মডেল বার্ডের মাধ্যমে ব্যবহার করেছেন এর ব্যবহারকারীরা। সেই সময় পিক্সেল ৮ প্রো স্মার্টফোনে যুক্ত করা হয় জেমিনাই ন্যানো। চলতি বছরের ফেব্রুয়ারিতে ১.০ আল্ট্রা সংস্করণ প্রকাশ করা হয় জেমিনাই অ্যাডভান্সডে।
জেমিনাই ২.০ মডেলটি ফেব্রুয়ারিতে প্রকাশিত জেমিনাই ১.৫ মডেলের সম্প্রসারিত কনটেক্সট উইন্ডোর সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখবে। গুগল এই নতুন মডেল ডেভেলপার ও ব্যবহারকারী উভয়ের জন্য সহজলভ্য করতে পারে। ইতোমধ্যে আমরা প্রজেক্ট অ্যাস্ট্রার জন্য অপেক্ষা করছি, যা জেমিনাই লাইভে ক্যামেরা ও ভিশন কার্যক্ষমতা যুক্ত করবে। তবে গুগল কীভাবে উভয় বিষয় সমন্বয় করবে, তা এখনো স্পষ্ট নয়।
আরেক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ এআই মডেল প্রকাশের গুঞ্জন রয়েছে ডিসেম্বরে। যদিও কোম্পানিটি দ্য ভার্জের এক প্রতিবেদন বিষয়টি অস্বীকার করেছে। তবে ওরিয়ন নামে নতুন এআই মডেলটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু অংশীদারের জন্য সীমিত পরিসরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
/আবরার জাহিন