প্রযুক্তি জায়ান্ট মেটা নিজেদের চ্যাটবট ‘মেটা এআই’-এর জন্য একটি সার্চ ইঞ্জিন তৈরি করছে। গুগল ও মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গত সোমবার আমেরিকান সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
তিন বছর আগে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা অ্যাপলের একটি গোপনীয়তা ফিচারের কারণে ক্ষতির সম্মুখীন হয় মেটা। এরপর কোম্পানিটি তাদের চ্যাটবট মেটা এআইয়ের জন্য একটি বিকল্প সার্চ ইঞ্জিনের ওপর কাজ করছে বলে জানা গেছে।
দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা গত আট মাসেরও বেশি সময় ধরে ওয়েব পেজগুলোর তালিকা বা ইনডেক্স তৈরি করার কাজ করছে। কোম্পানিটির লক্ষ্য এই ওয়েব ইনডেক্স মেটা এআইয়ে যুক্ত করা, যেন চ্যাটবটটি গুগল সার্চ ও মাইক্রোসফট বিং ব্যবহার না করেই সার্চের কার্যক্রম করতে পারে। মেটা চলতি বছরের শুরুতে নিজেদের ওয়েব ক্রলার প্রযুক্তি প্রকাশ করে, যা মূলত এআই মডেল প্রশিক্ষণ ও পণ্য উন্নত করতে ব্যবহার হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এই প্রকল্পের নেতৃত্বে আছেন মেটার সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার শুয়েইউয়ান সু।
এই পদক্ষেপের মূল কারণ অতীতে অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা থেকে তৈরি সমস্যা। ২০২১ সালে চালু হওয়া অ্যাপলের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) ফিচারটি মেটার জন্য ক্ষতি কারণ হিসেবে দেখা দেয়। এর জন্য প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন আয় থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা তৈরি হয়। তাই মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ চাচ্ছেন এ ধরনের নির্ভরতা কমিয়ে প্রতিষ্ঠানটিকে স্বয়ংসম্পূর্ণ করা। এ বিষয়ে মেটার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত আগস্টে জাকারবার্গ থ্রেডসের এক পোস্টে জানান, মেটা এআইয়ের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৮ কোটির বেশি এবং মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটিরও বেশি। তিনি আরও বলেন, ‘ব্যবহারকারী সংখ্যা দ্রুত বাড়ছে। এখনো যুক্তরাজ্য, ব্রাজিল বা ইউরোপীয় ইউনিয়নে সেবাটি চালু করা হয়নি।’