অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই চালু করছে ‘চ্যাটজিপিটি সার্চ’। এর মধ্য দিয়ে জনপ্রিয় গুগল সার্চ ইঞ্জিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম লেখাল ওপেনএআই।
গত বৃহস্পতিবার কোম্পানিটি তাদের নতুন সার্চ সেবাটি চালু করেছে। এটি চলতি বছরের শুরুর দিকে উন্মোচিত সার্চজিপিটি প্রোটোটাইপের উন্নত সংস্করণ। চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে নির্মিত এই সার্চ সিস্টেমটি বিভিন্ন অনলাইন উৎস থেকে সময়োপযোগী উত্তর দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
ওপেনএআই দাবি করছে, তাদের জিপিটি-ফোরও মডেলের একটি উন্নত সংস্করণ দিয়ে পরিচালিত চ্যাটজিপিটি সার্চ ওয়েব থেকে তথ্য ও ছবি সরবরাহ করবে। চ্যাটজিপিটি সার্চ বিভিন্ন অনলাইন উৎস থেকে সঠিক ও দ্রুত উত্তর দেবে। এটি গুগলের সার্চ ইঞ্জিনের মতোই ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে খেলাধুলার স্কোর, খবর, শেয়ারবাজারের তথ্যসহ আরও অনেক কিছু সরবরাহ করবে। প্রতিটি ফলাফলের সঙ্গে যুক্ত থাকবে প্রাসঙ্গিক লিংক।
চ্যাটজিপিটি সার্চ ব্যবহারকারী চাইলে ম্যানুয়ালি নতুন ওয়েব সার্চ আইকন ব্যবহার করে সার্চ করতে পারবেন। এ ছাড়া অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আরও প্রশ্ন জিজ্ঞাসা করে চলমান অনুসন্ধানকে পরিমার্জন করা যাবে।
ওপেনএআই জানিয়েছে, উত্তরগুলোতে ইন-লাইন ও সাইডবারে সংবাদ প্রকাশকদের এবং অন্যান্য তথ্যসূত্র উদ্ধৃতি থাকবে, যাদের সঙ্গে ওপেনএআইয়ের চুক্তি রয়েছে। নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে এপি ও রয়টার্সের মতো উৎস ব্যবহার করা হবে।
চ্যাটজিপিটি প্লাস ও টিম সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা মোবাইল এবং ওয়েবের মাধ্যমে চ্যাটজিপিটি সার্চ ব্যবহার করতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওপেনএআইয়ের এন্টারপ্রাইজের গ্রাহকরা চ্যাটজিপিটি সার্চ ব্যবহার করতে পারবেন। এর পর সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে সেবাটি পারবেন।
কোম্পানিটি একটি ব্রাউজার এক্সটেনশনও প্রকাশ করেছে। এর মাধ্যমে চ্যাটজিপিটি সার্চকে ক্রোম ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করা যাবে।
ওপেনএআই জানিয়েছে, বিশেষ করে কেনাকাটা ও ভ্রমণের মতো ক্ষেত্রে সার্চ সেবাটি আরও উন্নত করার জন্য কাজ করছে তারা। গবেষণার জন্য ওপেনএআইয়ের ‘ও১’-এর মতো এআই মডেলগুলো ব্যবহার হবে।
এই নতুন সার্চ সেবাটি বাজারে আসার পর কিছু প্রকাশক উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এআই-জেনারেটেড ওভারভিউ মূল সাইটগুলোর ট্রাফিককে প্রভাবিত করতে পারে। এক গবেষণায় দেখা গেছে, প্রায় ২৫ শতাংশ প্রকাশকের ওয়েবসাইটে ভিজিট সংখ্যা কমে যেতে পারে। তবে ওপেনএআই প্রকাশকদের মতামতকে গুরুত্ব দিয়ে চ্যাটজিপিটি সার্চের জন্য প্রাসঙ্গিক ফলাফল নির্বাচন ও সারাংশ তৈরির প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এনেছে। সূত্র: টেকক্রাঞ্চ