২০২৫ সালের প্রথম দিকে অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড-১৬’ আনবে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এ ছাড়া আগামী বছরের শেষের দিকে ছোট একটি আপডেটেরও পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এ বছর একটু বেশিই অপেক্ষা করতে হয়েছে অ্যান্ড্রয়েড-১৫ অপারেটিং সিস্টেমের জন্য। তবে গুগল ইতোমধ্যে অপারেটিং সিস্টেমটির আসন্ন দুটি আপডেটের সময়সূচি ঘোষণা করেছে। সম্প্রতি বিষয়টি জানিয়েছে গুগল।
অ্যান্ড্রয়েডের বড় ধরনের আপডেট সাধারণত বছরের তৃতীয় বা চতুর্থ প্রান্তিকে বাজারে আসে। ছোট কিছু আপডেট ছাড়া গত ১০ থেকে ১২ বছরে অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়েছে। তবে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে অ্যান্ড্রয়েড-১৬ বাজারে আসবে। আগামী বছরের ডিসেম্বর নাগাদ অ্যান্ড্রয়েড সংক্রান্ত আরও একটি ছোট আপডেট আসতে পারে।
গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, নতুন ডিভাইস লঞ্চের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত। এতে আরও বেশি ডিভাইসে অ্যান্ড্রয়েড-১৬ শুরু থেকেই অন্তর্ভুক্ত থাকবে। প্রচলিত নিয়ম অনুযায়ী থার্ডপার্টি ফোন নির্মাতাদের নতুন ওএস আপডেটের জন্য কয়েক মাস অপেক্ষা করতে হতো, এটি তাদের জন্য ভালো খবর।
অ্যান্ড্রয়েড-১৬ ফোনে চলে এলে কিছু অ্যাপের আপডেটের প্রয়োজন হতে পারে। অ্যাপ ডেভেলপারদের এপিআইয়ে পরিবর্তন আনতে হতে পারে। আসন্ন অ্যান্ড্রয়েড-১৬ অপারেটিং সিস্টেমে কী কী ফিচার থাকবে, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি গুগল। প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছেন, সিকিউরিটি ও বাগ-সংক্রান্ত বিষয়ে অ্যান্ড্রয়েডের এই সংস্করণ আগের সংস্করণগুলো থেকে আরও আপডেটেড হবে।
২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রথম বাজারে আসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। স্মার্টফোনের দুনিয়ায় আমূল পরিবর্তন এসেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি বাজারে আসার মধ্য দিয়ে। বিশ্বে যত স্মার্টফোন ব্যবহার হয়, তার বেশির ভাগ স্মার্টফোনই চলে এই অপারেটিং সিস্টেম।