জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন ইন্টার-অপারেবল ফিচার চালু হতে যাচ্ছে। এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রামসহ আইমেসেজ ব্যবহারকারীদের বার্তা পাঠাতে ও তাদের পাঠানো বার্তা পড়তে পারবেন। এর মাধ্যমে একাধিক অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য।
ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে একটি নতুন বাটন যুক্ত হবে। বাটনটি ট্যাপ করে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপ ব্যবহারকারীদের বার্তা পাঠানো এবং চ্যাট করা যাবে। তবে এসব বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশনের আওতায় নাও থাকতে পারে। ফলে বার্তার নিরাপত্তা ঠিকমতো নিশ্চিত নাও হতে পারে।
এই নতুন সুবিধার ফলে হোয়াটসঅ্যাপের সেটিংসে ‘থার্ড পার্টি চ্যাট রিকোয়েস্ট’ নামে একটি অপশন দেখা যাবে। ব্যবহারকারীরা এই অপশন নির্বাচন করে অন্য অ্যাপে বার্তা আদান-প্রদানের সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন। ফিচারটি চালু থাকলে অন্য অ্যাপ থেকে আসা বার্তা হোয়াটসঅ্যাপে আলাদা একটি ইনবক্সে জমা হবে, যা সহজে পড়া যাবে।
প্রাথমিকভাবে এ ফিচার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় ব্যবহার করা যাবে। বর্তমানে এটি মানোন্নয়ন পর্যায়ে রয়েছে।
প্রসঙ্গত, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নীতিমালা অনুযায়ী বড় প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য কমিয়ে সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরির জন্য ইউরোপীয় ইউনিয়ন এ উদ্যোগ নিয়েছে। এই আইনের কারণেই হোয়াটসঅ্যাপের মতো কোম্পানিগুলোকে এ ধরনের নতুন সুবিধা চালু করতে হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় প্রতি মাসে সাড়ে চার কোটি ব্যবহারকারী থাকা সব প্রযুক্তিপ্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মকে এই আইন বাধ্যতামূলকভাবে মানতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।
/আবরার জাহিন